মীর রাকিব হাসান

‘লেটস হেল্প দিস সিস্টার’—ক্যানসার আক্রান্ত এক নারীর সাহায্যে ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর এমন পোস্ট। তাঁর পোস্ট থেকে জানা যায়, ওই নারীর চিকিৎসার জন্য প্রতি মাসে ৪ লাখ ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। বছরখানেক চিকিৎসা করে তিনি এখন অর্থনৈতিক সমস্যায় পড়ে মানুষের কাছে হাত পেতেছেন বাঁচার আশায়।
মেহজাবীনের ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায়, কখনো রক্ত চেয়ে, কখনো জীবনযাপনের নানা পরামর্শ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ইতিবাচক সাড়াও পেয়েছেন। ৮০ লাখের বেশি ফলোয়ার থাকা পেজ থেকে সহজেই মিলেছে রক্ত কিংবা অর্থনৈতিক সাহায্য। তাঁর দেওয়া স্বাস্থ্যবার্তাও শেয়ার হচ্ছে প্রচুর। মেহজাবীন বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। আমার একটা পোস্টে যদি একজন অসহায় মানুষের সাহায্য হয়, সেটা করার চেষ্টা করি। আমার পক্ষে যতটুকু সম্ভব খোঁজ নিয়ে কাজটি করি।’
অভিনেত্রী সোহানা সাবা শুরু করেছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। যাঁরা বিষণ্নতায় ভোগেন, তাঁদের অনেককেই তিনি সাহায্য করেছেন। তার কারণও আছে। সোহানা সাবা বলেন, ‘স্কুলে আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল, নামটা না বলি। ওকে সময় দিতে পারতাম না নানা কারণে। ২০১৩ সালে ও আত্মহত্যা করেছিল। ওই যে বলে না, কাউকে না বলতে পারলে গাছকে বলো। মন খারাপটা কারও সঙ্গে শেয়ার করা উচিত। সেটা অপরিচিত কেউও হতে পারে। সেই জায়গা থেকে আমি একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি—সাবা’স কনফেশন বক্স। যে কেউ এখানে তাঁর মনের কথা শেয়ার করতে পারেন। অনেক সেলিব্রিটিও আছেন, যাঁরা আমার সঙ্গে মনের কথা শেয়ার করেন। তাঁদের কথাগুলো আমার কাছেই থাকে, কেউ জানতে পারেন না।’
অভিনেত্রী শবনম ফারিয়ারও সব সময় মানুষের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছা রয়েছে। তাই নিজের ফেসবুক পেজের মাধ্যমে রক্ত সংগ্রহে সহযোগিতা করেন তিনি। ফারিয়া বলেন, ‘এমন নয় যে এই কাজে আমার অনেক সময় বা অর্থ ব্যয় হচ্ছে। ফেসবুকে যদি আমি দাতা ও গ্রহীতাকে সংযোগ করে উপকার করতে পারি, বেশ ভালো লাগে। একবার একজন জানালেন, দুই ঘণ্টার মধ্যে বেশ কয়েক ব্যাগ রক্ত প্রয়োজন। আমাকে অনুরোধ করলেন ফেসবুকে পোস্ট শেয়ার করতে। আমি পোস্ট দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যেই রক্ত জোগাড় হয়ে গিয়েছিল।’ ইরামন ফাউন্ডেশন নামে এক সংস্থা জানায়, এক বাচ্চার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন পড়েছিল। পাশে দাঁড়ান নাট্যপরিচালক মাবরুর রশীদ বান্নাহ্ ও প্রযোজক আকবর হায়দার মুন্না। তাঁদের সহযোগিতায় এখন শিশুটির চিকিৎসা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট দেন জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান রহমান খান, রুনা খান, মৌটুসি বিশ্বাস, নওশাবা, সিয়াম আহমেদসহ আরও অনেকেই। অপূর্ব বলেন, ‘মানবিক জায়গা থেকেই কাজগুলো করার চেষ্টা করি। ফেসবুকে অনেক ভক্ত, পরিচিতজন আছেন। যখন আমার একটা স্ট্যাটাস বা ফেসবুক পোস্ট কারও উপকার করে—অন্য রকম তৃপ্তি পাই।’

‘লেটস হেল্প দিস সিস্টার’—ক্যানসার আক্রান্ত এক নারীর সাহায্যে ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর এমন পোস্ট। তাঁর পোস্ট থেকে জানা যায়, ওই নারীর চিকিৎসার জন্য প্রতি মাসে ৪ লাখ ৪০ হাজার টাকা খরচ হচ্ছে। বছরখানেক চিকিৎসা করে তিনি এখন অর্থনৈতিক সমস্যায় পড়ে মানুষের কাছে হাত পেতেছেন বাঁচার আশায়।
মেহজাবীনের ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা যায়, কখনো রক্ত চেয়ে, কখনো জীবনযাপনের নানা পরামর্শ দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ইতিবাচক সাড়াও পেয়েছেন। ৮০ লাখের বেশি ফলোয়ার থাকা পেজ থেকে সহজেই মিলেছে রক্ত কিংবা অর্থনৈতিক সাহায্য। তাঁর দেওয়া স্বাস্থ্যবার্তাও শেয়ার হচ্ছে প্রচুর। মেহজাবীন বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। আমার একটা পোস্টে যদি একজন অসহায় মানুষের সাহায্য হয়, সেটা করার চেষ্টা করি। আমার পক্ষে যতটুকু সম্ভব খোঁজ নিয়ে কাজটি করি।’
অভিনেত্রী সোহানা সাবা শুরু করেছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। যাঁরা বিষণ্নতায় ভোগেন, তাঁদের অনেককেই তিনি সাহায্য করেছেন। তার কারণও আছে। সোহানা সাবা বলেন, ‘স্কুলে আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল, নামটা না বলি। ওকে সময় দিতে পারতাম না নানা কারণে। ২০১৩ সালে ও আত্মহত্যা করেছিল। ওই যে বলে না, কাউকে না বলতে পারলে গাছকে বলো। মন খারাপটা কারও সঙ্গে শেয়ার করা উচিত। সেটা অপরিচিত কেউও হতে পারে। সেই জায়গা থেকে আমি একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি—সাবা’স কনফেশন বক্স। যে কেউ এখানে তাঁর মনের কথা শেয়ার করতে পারেন। অনেক সেলিব্রিটিও আছেন, যাঁরা আমার সঙ্গে মনের কথা শেয়ার করেন। তাঁদের কথাগুলো আমার কাছেই থাকে, কেউ জানতে পারেন না।’
অভিনেত্রী শবনম ফারিয়ারও সব সময় মানুষের পাশে দাঁড়ানোর প্রবল ইচ্ছা রয়েছে। তাই নিজের ফেসবুক পেজের মাধ্যমে রক্ত সংগ্রহে সহযোগিতা করেন তিনি। ফারিয়া বলেন, ‘এমন নয় যে এই কাজে আমার অনেক সময় বা অর্থ ব্যয় হচ্ছে। ফেসবুকে যদি আমি দাতা ও গ্রহীতাকে সংযোগ করে উপকার করতে পারি, বেশ ভালো লাগে। একবার একজন জানালেন, দুই ঘণ্টার মধ্যে বেশ কয়েক ব্যাগ রক্ত প্রয়োজন। আমাকে অনুরোধ করলেন ফেসবুকে পোস্ট শেয়ার করতে। আমি পোস্ট দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যেই রক্ত জোগাড় হয়ে গিয়েছিল।’ ইরামন ফাউন্ডেশন নামে এক সংস্থা জানায়, এক বাচ্চার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন পড়েছিল। পাশে দাঁড়ান নাট্যপরিচালক মাবরুর রশীদ বান্নাহ্ ও প্রযোজক আকবর হায়দার মুন্না। তাঁদের সহযোগিতায় এখন শিশুটির চিকিৎসা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট দেন জয়া আহসান, জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান রহমান খান, রুনা খান, মৌটুসি বিশ্বাস, নওশাবা, সিয়াম আহমেদসহ আরও অনেকেই। অপূর্ব বলেন, ‘মানবিক জায়গা থেকেই কাজগুলো করার চেষ্টা করি। ফেসবুকে অনেক ভক্ত, পরিচিতজন আছেন। যখন আমার একটা স্ট্যাটাস বা ফেসবুক পোস্ট কারও উপকার করে—অন্য রকম তৃপ্তি পাই।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৮ ঘণ্টা আগে