
২০২৫ সালের আগে আর দেখা হবে না ইথান হান্টের সঙ্গে। মিশন: ইম্পসিবল সিরিজের এই দুর্ধর্ষ এজেন্টের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২৩ মে পর্যন্ত। আগামী বছরের ২৮ জুন মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন: ইম্পসিবল ৮’। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে শেষ করা যায়নি মিশন: ইম্পসিবল ৮-এর কাজ। তাই মুক্তি পেছানো হয়েছে।
ক্রিস্টোফার ম্যাককারির পরিচালনায় এ সিরিজের সপ্তম পর্ব ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল এ বছরের ১২ জুলাই। তার আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে টম ক্রুজ ব্যাপক সাফল্য পেলেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং। এবার টম ক্রুজ তাই একটু বেশিই সতর্ক। ভালোভাবে কাজ শেষ করে তবেই পর্দায় আনতে চান ইথান হান্টের মিশনকে। তাই সিনেমাটির মুক্তি এক বছর পিছিয়ে দিলেন টম ক্রুজ, যিনি এ সিনেমার অন্যতম প্রযোজকও।
শুধু মিশন: ইম্পসিবল ৮ নয়, আরও দুটি সিনেমার মুক্তির তারিখ পেছানোর ঘোষণা এসেছে। হরর সিনেমা ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’ মুক্তির কথা ছিল আগামী বছরের ৮ মার্চ, পিছিয়ে সেটা নেওয়া হয়েছে জুন মাসের ২৮ তারিখে। অন্যদিকে অ্যানিমেশন সিনেমা ‘স্পঞ্জবব স্কয়ার প্যান্টস’-এর মুক্তির কথা ছিল ২০২৫ সালের ১৯ মে, সেটা পিছিয়ে নেওয়া হয়েছে ওই বছরের ১৯ ডিসেম্বরে। সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অভিনয়শিল্পীদের সঙ্গে স্টুডিওগুলো শিগগির আপসে আসতে না পারলে আরও কিছু সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে। থমকে যেতে পারে অনেক সিনেমার নির্মাণকাজ।
বিভিন্ন দাবিতে হলিউডের অভিনয়শিল্পীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বন্ধ করে দিয়েছেন কাজ। শিল্পীদের কর্মবিরতির ১০২ দিন পার হয়েছে। গতকাল ভ্যারাইটি জানিয়েছে, এ সপ্তাহে নতুন প্রস্তাবনা নিয়ে অভিনয়শিল্পীদের সংগঠন এএজি-আফট্রার নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে হলিউডের স্টুডিওগুলো।

২০২৫ সালের আগে আর দেখা হবে না ইথান হান্টের সঙ্গে। মিশন: ইম্পসিবল সিরিজের এই দুর্ধর্ষ এজেন্টের দেখা পেতে হলে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ২৩ মে পর্যন্ত। আগামী বছরের ২৮ জুন মুক্তি পাওয়ার কথা ছিল ‘মিশন: ইম্পসিবল ৮’। গতকাল প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, হলিউডে অভিনয়শিল্পীদের ধর্মঘটের কারণে শেষ করা যায়নি মিশন: ইম্পসিবল ৮-এর কাজ। তাই মুক্তি পেছানো হয়েছে।
ক্রিস্টোফার ম্যাককারির পরিচালনায় এ সিরিজের সপ্তম পর্ব ‘মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল এ বছরের ১২ জুলাই। তার আগে ‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে টম ক্রুজ ব্যাপক সাফল্য পেলেও বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি মিশন: ইম্পসিবল—ডেড রেকনিং। এবার টম ক্রুজ তাই একটু বেশিই সতর্ক। ভালোভাবে কাজ শেষ করে তবেই পর্দায় আনতে চান ইথান হান্টের মিশনকে। তাই সিনেমাটির মুক্তি এক বছর পিছিয়ে দিলেন টম ক্রুজ, যিনি এ সিনেমার অন্যতম প্রযোজকও।
শুধু মিশন: ইম্পসিবল ৮ নয়, আরও দুটি সিনেমার মুক্তির তারিখ পেছানোর ঘোষণা এসেছে। হরর সিনেমা ‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’ মুক্তির কথা ছিল আগামী বছরের ৮ মার্চ, পিছিয়ে সেটা নেওয়া হয়েছে জুন মাসের ২৮ তারিখে। অন্যদিকে অ্যানিমেশন সিনেমা ‘স্পঞ্জবব স্কয়ার প্যান্টস’-এর মুক্তির কথা ছিল ২০২৫ সালের ১৯ মে, সেটা পিছিয়ে নেওয়া হয়েছে ওই বছরের ১৯ ডিসেম্বরে। সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অভিনয়শিল্পীদের সঙ্গে স্টুডিওগুলো শিগগির আপসে আসতে না পারলে আরও কিছু সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে। থমকে যেতে পারে অনেক সিনেমার নির্মাণকাজ।
বিভিন্ন দাবিতে হলিউডের অভিনয়শিল্পীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। বন্ধ করে দিয়েছেন কাজ। শিল্পীদের কর্মবিরতির ১০২ দিন পার হয়েছে। গতকাল ভ্যারাইটি জানিয়েছে, এ সপ্তাহে নতুন প্রস্তাবনা নিয়ে অভিনয়শিল্পীদের সংগঠন এএজি-আফট্রার নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে বসবে হলিউডের স্টুডিওগুলো।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে