বিনোদন ডেস্ক

সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের হায়দরাবাদে। ১০ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হওয়ার কথা ৩১ মে, শহরের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে। এতে যোগ দিতে ৭ মে ভারতে গিয়েছিলেন মিস ইংল্যান্ড বিজয়ী মডেল মিলা ম্যাগি। কিন্তু আয়োজক কর্তৃপক্ষের কর্মকাণ্ডে অপমানিত ও বিরক্ত হয়ে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। মিলার অভিযোগ, সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে এতে আসলে প্রতিযোগীদের শোষণ করা হয়।
১৬ মে তিনি প্রতিযোগিতা ছেড়ে ভারত থেকে নিজের দেশে ফিরে যান। মিস ওয়ার্ল্ডের ৭৪ বছরের ইতিহাসে কোনো প্রতিযোগীর সরে দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম ঘটল। দেশে ফিরে এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন মিলা ম্যাগি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের কাছে মুখ খুলেছেন প্রতিযোগিতার অন্ধকার দিকগুলো নিয়ে। মিস ওয়ার্ল্ডের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
দ্য সানকে মিলা জানান, মিস ওয়ার্ল্ডের পাবলিসিটি ইভেন্টে যোগ দিতে ৭ মে হায়দরাবাদে যান তিনি। কিন্তু দ্রুতই বুঝতে পারেন, সেখানে তাঁদের কেবল প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চড়া মেকআপ করিয়ে, গাউন পরিয়ে বসিয়ে রাখা হতো প্রতিযোগীদের। একসময় কয়েকজন মধ্যবয়সী লোক আসেন, যাঁরা প্রতিযোগিতায় স্পনসর করেছেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগীদের বলা হয়, সেই লোকজনের মনোরঞ্জন করতে।
মিলা ম্যাগি বলেন, ‘জোড়ায় জোড়ায় বেছে নেওয়া হয় প্রতিযোগীদের। প্রতি টেবিলে ছয়জন করে পুরুষ বসে থাকেন। তাঁদের কাছে দুজন করে প্রতিযোগীকে পাঠানো হয়, তাঁদের মনোরঞ্জন করতে বলা হয়। কারণ তাঁরা এতে টাকা দিয়েছেন। আমার কাছে সেই মুহূর্তটি খুবই অবিশ্বাস্য লাগছিল। ওই লোকগুলোর কথাবার্তায় অস্বস্তি বোধ হচ্ছিল। ওখানে নিজেকে যৌনকর্মী বলে মনে হচ্ছিল। বাঁদরকে যেভাবে নাচানো হয়, সেভাবেই আমাদের পারফর্ম করতে হচ্ছিল। আমি তো কারও মনোরঞ্জনের পাত্রী হতে যাইনি। মিস ওয়ার্ল্ডের একটা মূল্যবোধ আছে। কিন্তু দেখা যাচ্ছে, এই প্রতিযোগিতা এখনো সেই পুরোনো ধ্যানধারণাতেই আটকে আছে।’
মিস ওয়ার্ল্ডের এবারের আসরে পৃষ্ঠপোষকতা করছে তেলেঙ্গানা সরকার। তাই মিলা ম্যাগির এমন বিস্ফোরক অভিযোগের পর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক অঙ্গনেও। তেলেঙ্গানার একাধিক রাজনীতিবিদ অবিলম্বে এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তেলেঙ্গানা সরকারের বিশেষ মুখ্য সচিব জয়েশ রঞ্জন সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো মিলার অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের এবারের আসরটি অনুষ্ঠিত হচ্ছে ভারতের হায়দরাবাদে। ১০ মে থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হওয়ার কথা ৩১ মে, শহরের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে। এতে যোগ দিতে ৭ মে ভারতে গিয়েছিলেন মিস ইংল্যান্ড বিজয়ী মডেল মিলা ম্যাগি। কিন্তু আয়োজক কর্তৃপক্ষের কর্মকাণ্ডে অপমানিত ও বিরক্ত হয়ে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। মিলার অভিযোগ, সৌন্দর্য প্রতিযোগিতার আড়ালে এতে আসলে প্রতিযোগীদের শোষণ করা হয়।
১৬ মে তিনি প্রতিযোগিতা ছেড়ে ভারত থেকে নিজের দেশে ফিরে যান। মিস ওয়ার্ল্ডের ৭৪ বছরের ইতিহাসে কোনো প্রতিযোগীর সরে দাঁড়ানোর ঘটনা এবারই প্রথম ঘটল। দেশে ফিরে এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়েছেন মিলা ম্যাগি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের কাছে মুখ খুলেছেন প্রতিযোগিতার অন্ধকার দিকগুলো নিয়ে। মিস ওয়ার্ল্ডের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।
দ্য সানকে মিলা জানান, মিস ওয়ার্ল্ডের পাবলিসিটি ইভেন্টে যোগ দিতে ৭ মে হায়দরাবাদে যান তিনি। কিন্তু দ্রুতই বুঝতে পারেন, সেখানে তাঁদের কেবল প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চড়া মেকআপ করিয়ে, গাউন পরিয়ে বসিয়ে রাখা হতো প্রতিযোগীদের। একসময় কয়েকজন মধ্যবয়সী লোক আসেন, যাঁরা প্রতিযোগিতায় স্পনসর করেছেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগীদের বলা হয়, সেই লোকজনের মনোরঞ্জন করতে।
মিলা ম্যাগি বলেন, ‘জোড়ায় জোড়ায় বেছে নেওয়া হয় প্রতিযোগীদের। প্রতি টেবিলে ছয়জন করে পুরুষ বসে থাকেন। তাঁদের কাছে দুজন করে প্রতিযোগীকে পাঠানো হয়, তাঁদের মনোরঞ্জন করতে বলা হয়। কারণ তাঁরা এতে টাকা দিয়েছেন। আমার কাছে সেই মুহূর্তটি খুবই অবিশ্বাস্য লাগছিল। ওই লোকগুলোর কথাবার্তায় অস্বস্তি বোধ হচ্ছিল। ওখানে নিজেকে যৌনকর্মী বলে মনে হচ্ছিল। বাঁদরকে যেভাবে নাচানো হয়, সেভাবেই আমাদের পারফর্ম করতে হচ্ছিল। আমি তো কারও মনোরঞ্জনের পাত্রী হতে যাইনি। মিস ওয়ার্ল্ডের একটা মূল্যবোধ আছে। কিন্তু দেখা যাচ্ছে, এই প্রতিযোগিতা এখনো সেই পুরোনো ধ্যানধারণাতেই আটকে আছে।’
মিস ওয়ার্ল্ডের এবারের আসরে পৃষ্ঠপোষকতা করছে তেলেঙ্গানা সরকার। তাই মিলা ম্যাগির এমন বিস্ফোরক অভিযোগের পর বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক অঙ্গনেও। তেলেঙ্গানার একাধিক রাজনীতিবিদ অবিলম্বে এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। তেলেঙ্গানা সরকারের বিশেষ মুখ্য সচিব জয়েশ রঞ্জন সংবাদমাধ্যম পিটিআইকে জানিয়েছেন, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখনো মিলার অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে