বিনোদন ডেস্ক

১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ১১ জুন ফিরেছেন বিটিএস তারকা জাংকুক ও জিমিন। এর এক দিন আগেই মিলিটারি সার্ভিস থেকে ফেরেন বিটিএসের আরও দুই সদস্য আরএম এবং ভি। প্রশিক্ষণ শেষ করেই ১১ জুন দক্ষিণ কোরিয়ার ইয়োনছন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। সেখানে শত শত ভক্ত মুহুর্মুহু করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁদের। এই আনন্দঘন পরিবেশে খানিকটা অস্বস্তিকর খবর, জাংকুকের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩০ বছর বয়সী এক চীনা তরুণী।
জাংকুক ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ওই নারী জাংকুকের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর বাড়ির সদর দরজায় থাকা সিকিউরিটি লকে একাধিকবার পিন দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে ওই নারী নিজেকে জাংকুকের ভক্ত দাবি করে বলেন, ‘জাংকুককে দেখার জন্যই আমি তাঁর বাড়িতে ঢুকতে চেয়েছিলাম।’
সামরিক প্রশিক্ষণ শেষে ইয়োনছন স্টেডিয়ামে সেনাবাহিনীর পোশাক পরেই ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁদের। অনেক দিন পর প্রিয় তারকাদের দেখে ভক্তরা ছিলেন উচ্ছ্বসিত। সংক্ষিপ্ত বক্তব্যে জিমিন বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ—অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা ভক্তদের কাছ থেকে দূরে আছি। আমাদের মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। যে অবস্থায় আমরা বিটিএসকে রেখে গিয়েছিলাম, আশা করছি, শিগগির আবার সেখান থেকে শুরু করতে পারব। আমরা আরও ভালো ভালো গান তৈরি করব ভক্তদের জন্য। সামরিক বাহিনীতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা, এই প্রশিক্ষণ সহজ ছিল না।’
লাজুক হেসে জাংকুক বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আজ আবার মেকআপও করিনি। তাই কিছুটা অস্বস্তি লাগছে। আমার সহযোদ্ধা ও সিনিয়র, যাঁরা এ প্রশিক্ষণ আগেই শেখ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সেনাবাহিনীতে থাকার চমৎকার সব অভিজ্ঞতা আমরা কোনো এক সময় লাইভে শেয়ার করব ভক্তদের সঙ্গে।’

১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ১১ জুন ফিরেছেন বিটিএস তারকা জাংকুক ও জিমিন। এর এক দিন আগেই মিলিটারি সার্ভিস থেকে ফেরেন বিটিএসের আরও দুই সদস্য আরএম এবং ভি। প্রশিক্ষণ শেষ করেই ১১ জুন দক্ষিণ কোরিয়ার ইয়োনছন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। সেখানে শত শত ভক্ত মুহুর্মুহু করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁদের। এই আনন্দঘন পরিবেশে খানিকটা অস্বস্তিকর খবর, জাংকুকের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩০ বছর বয়সী এক চীনা তরুণী।
জাংকুক ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ওই নারী জাংকুকের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর বাড়ির সদর দরজায় থাকা সিকিউরিটি লকে একাধিকবার পিন দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে ওই নারী নিজেকে জাংকুকের ভক্ত দাবি করে বলেন, ‘জাংকুককে দেখার জন্যই আমি তাঁর বাড়িতে ঢুকতে চেয়েছিলাম।’
সামরিক প্রশিক্ষণ শেষে ইয়োনছন স্টেডিয়ামে সেনাবাহিনীর পোশাক পরেই ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁদের। অনেক দিন পর প্রিয় তারকাদের দেখে ভক্তরা ছিলেন উচ্ছ্বসিত। সংক্ষিপ্ত বক্তব্যে জিমিন বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ—অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা ভক্তদের কাছ থেকে দূরে আছি। আমাদের মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। যে অবস্থায় আমরা বিটিএসকে রেখে গিয়েছিলাম, আশা করছি, শিগগির আবার সেখান থেকে শুরু করতে পারব। আমরা আরও ভালো ভালো গান তৈরি করব ভক্তদের জন্য। সামরিক বাহিনীতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা, এই প্রশিক্ষণ সহজ ছিল না।’
লাজুক হেসে জাংকুক বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আজ আবার মেকআপও করিনি। তাই কিছুটা অস্বস্তি লাগছে। আমার সহযোদ্ধা ও সিনিয়র, যাঁরা এ প্রশিক্ষণ আগেই শেখ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সেনাবাহিনীতে থাকার চমৎকার সব অভিজ্ঞতা আমরা কোনো এক সময় লাইভে শেয়ার করব ভক্তদের সঙ্গে।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৯ ঘণ্টা আগে