বিনোদন ডেস্ক

১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ১১ জুন ফিরেছেন বিটিএস তারকা জাংকুক ও জিমিন। এর এক দিন আগেই মিলিটারি সার্ভিস থেকে ফেরেন বিটিএসের আরও দুই সদস্য আরএম এবং ভি। প্রশিক্ষণ শেষ করেই ১১ জুন দক্ষিণ কোরিয়ার ইয়োনছন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। সেখানে শত শত ভক্ত মুহুর্মুহু করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁদের। এই আনন্দঘন পরিবেশে খানিকটা অস্বস্তিকর খবর, জাংকুকের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩০ বছর বয়সী এক চীনা তরুণী।
জাংকুক ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ওই নারী জাংকুকের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর বাড়ির সদর দরজায় থাকা সিকিউরিটি লকে একাধিকবার পিন দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে ওই নারী নিজেকে জাংকুকের ভক্ত দাবি করে বলেন, ‘জাংকুককে দেখার জন্যই আমি তাঁর বাড়িতে ঢুকতে চেয়েছিলাম।’
সামরিক প্রশিক্ষণ শেষে ইয়োনছন স্টেডিয়ামে সেনাবাহিনীর পোশাক পরেই ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁদের। অনেক দিন পর প্রিয় তারকাদের দেখে ভক্তরা ছিলেন উচ্ছ্বসিত। সংক্ষিপ্ত বক্তব্যে জিমিন বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ—অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা ভক্তদের কাছ থেকে দূরে আছি। আমাদের মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। যে অবস্থায় আমরা বিটিএসকে রেখে গিয়েছিলাম, আশা করছি, শিগগির আবার সেখান থেকে শুরু করতে পারব। আমরা আরও ভালো ভালো গান তৈরি করব ভক্তদের জন্য। সামরিক বাহিনীতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা, এই প্রশিক্ষণ সহজ ছিল না।’
লাজুক হেসে জাংকুক বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আজ আবার মেকআপও করিনি। তাই কিছুটা অস্বস্তি লাগছে। আমার সহযোদ্ধা ও সিনিয়র, যাঁরা এ প্রশিক্ষণ আগেই শেখ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সেনাবাহিনীতে থাকার চমৎকার সব অভিজ্ঞতা আমরা কোনো এক সময় লাইভে শেয়ার করব ভক্তদের সঙ্গে।’

১৮ মাসের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করে ১১ জুন ফিরেছেন বিটিএস তারকা জাংকুক ও জিমিন। এর এক দিন আগেই মিলিটারি সার্ভিস থেকে ফেরেন বিটিএসের আরও দুই সদস্য আরএম এবং ভি। প্রশিক্ষণ শেষ করেই ১১ জুন দক্ষিণ কোরিয়ার ইয়োনছন পাবলিক স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। সেখানে শত শত ভক্ত মুহুর্মুহু করতালি দিয়ে শুভেচ্ছা জানান তাঁদের। এই আনন্দঘন পরিবেশে খানিকটা অস্বস্তিকর খবর, জাংকুকের বাড়িতে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৩০ বছর বয়সী এক চীনা তরুণী।
জাংকুক ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে। ওই নারী জাংকুকের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁর বাড়ির সদর দরজায় থাকা সিকিউরিটি লকে একাধিকবার পিন দেওয়ার চেষ্টা করেন। তবে ব্যর্থ হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পুলিশের কাছে ওই নারী নিজেকে জাংকুকের ভক্ত দাবি করে বলেন, ‘জাংকুককে দেখার জন্যই আমি তাঁর বাড়িতে ঢুকতে চেয়েছিলাম।’
সামরিক প্রশিক্ষণ শেষে ইয়োনছন স্টেডিয়ামে সেনাবাহিনীর পোশাক পরেই ভক্তদের সঙ্গে দেখা করতে আসেন জাংকুক ও জিমিন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় তাঁদের। অনেক দিন পর প্রিয় তারকাদের দেখে ভক্তরা ছিলেন উচ্ছ্বসিত। সংক্ষিপ্ত বক্তব্যে জিমিন বলেন, ‘করোনার সময় থেকে শুরু করে সামরিক প্রশিক্ষণ—অনেকটা সময় পেরিয়ে গেছে আমরা ভক্তদের কাছ থেকে দূরে আছি। আমাদের মনে রাখার জন্য সবাইকে ধন্যবাদ। যে অবস্থায় আমরা বিটিএসকে রেখে গিয়েছিলাম, আশা করছি, শিগগির আবার সেখান থেকে শুরু করতে পারব। আমরা আরও ভালো ভালো গান তৈরি করব ভক্তদের জন্য। সামরিক বাহিনীতে এটাই আমার প্রথম অভিজ্ঞতা, এই প্রশিক্ষণ সহজ ছিল না।’
লাজুক হেসে জাংকুক বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। আজ আবার মেকআপও করিনি। তাই কিছুটা অস্বস্তি লাগছে। আমার সহযোদ্ধা ও সিনিয়র, যাঁরা এ প্রশিক্ষণ আগেই শেখ করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সেনাবাহিনীতে থাকার চমৎকার সব অভিজ্ঞতা আমরা কোনো এক সময় লাইভে শেয়ার করব ভক্তদের সঙ্গে।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৮ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৮ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
২০ ঘণ্টা আগে