বিনোদন ডেস্ক

ঈদ উপলক্ষে ৬ জুন বলিউডে মুক্তি পেয়েছে তারকাবহুল সিনেমা ‘হাউসফুল ৫’। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া ফেলেছিল সিনেমাটি। মুক্তির পরেও বক্স অফিসে সেই ধারা ধরে রেখেছে। প্রথম দুই দিনে ভারত থেকে প্রায় ৫৭ কোটি রুপি আয় করেছে হাউসফুল ৫। বিশ্লেষকদের মতে, প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগে বক্স অফিস থেকে শতকোটি রুপি আয় করবে সিনেমাটি।
প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ২৪ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় সিনেমাটির আয় ৩৩ কোটি রুপি। চমকপ্রদ বিষয় হলো, চেন্নাইয়ের মতো দক্ষিণের শহর গুলিতেও সিনেমাটি ভালো ব্যবসা করেছে। এ ছাড়া বিশ্বব্যাপী আরও ২০ কোটি রুপির মতো ঘরে তুলেছে হাউসফুল ৫। তরুণ মনসুখানি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, রীতেশ দেশমুখ, সৌন্দর্য শর্মা প্রমুখ।
১৫ বছর আগে মুক্তি পেয়েছিল কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’ সিনেমার প্রথম পর্ব। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এরপর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
হাউসফুলের এবারের গল্পে দেখা যাবে রঞ্জিত ডোবরিয়াল নামে এক ধনী তার শততম জন্মদিনে সবাইকে এক প্রমোদতরিতে আমন্ত্রণ জানান। সেখানে উত্তরাধিকারের হাতে তুলে দেবেন তাঁর বিপুল সম্পত্তি। উত্তরাধিকার ঘোষণা করার আগের দিন খুন হন রঞ্জিত। এরপর তার সন্তান জলির পরিচয় নিয়ে হাজির হয় তিনজন। সঙ্গে তাদের তিন সুন্দরী বান্ধবী। সম্পত্তি পাওয়ার জন্য শুরু হয় নানা ফন্দি-ফিকির! কে আসল জনি ও আর কে খুনি, তা খুঁজতে গিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ২৪০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

ঈদ উপলক্ষে ৬ জুন বলিউডে মুক্তি পেয়েছে তারকাবহুল সিনেমা ‘হাউসফুল ৫’। মুক্তির আগে অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া ফেলেছিল সিনেমাটি। মুক্তির পরেও বক্স অফিসে সেই ধারা ধরে রেখেছে। প্রথম দুই দিনে ভারত থেকে প্রায় ৫৭ কোটি রুপি আয় করেছে হাউসফুল ৫। বিশ্লেষকদের মতে, প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগে বক্স অফিস থেকে শতকোটি রুপি আয় করবে সিনেমাটি।
প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ২৪ কোটি রুপি আয়ের পর দ্বিতীয় সিনেমাটির আয় ৩৩ কোটি রুপি। চমকপ্রদ বিষয় হলো, চেন্নাইয়ের মতো দক্ষিণের শহর গুলিতেও সিনেমাটি ভালো ব্যবসা করেছে। এ ছাড়া বিশ্বব্যাপী আরও ২০ কোটি রুপির মতো ঘরে তুলেছে হাউসফুল ৫। তরুণ মনসুখানি পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, রীতেশ দেশমুখ, সৌন্দর্য শর্মা প্রমুখ।
১৫ বছর আগে মুক্তি পেয়েছিল কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’ সিনেমার প্রথম পর্ব। সিনেমাটি এতটাই জনপ্রিয় হয় যে, এরপর একে একে মুক্তি পেয়েছে হাউসফুলের চারটি পর্ব। চারটি পর্ব বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিতে কমেডি ছিল কমন।
হাউসফুলের এবারের গল্পে দেখা যাবে রঞ্জিত ডোবরিয়াল নামে এক ধনী তার শততম জন্মদিনে সবাইকে এক প্রমোদতরিতে আমন্ত্রণ জানান। সেখানে উত্তরাধিকারের হাতে তুলে দেবেন তাঁর বিপুল সম্পত্তি। উত্তরাধিকার ঘোষণা করার আগের দিন খুন হন রঞ্জিত। এরপর তার সন্তান জলির পরিচয় নিয়ে হাজির হয় তিনজন। সঙ্গে তাদের তিন সুন্দরী বান্ধবী। সম্পত্তি পাওয়ার জন্য শুরু হয় নানা ফন্দি-ফিকির! কে আসল জনি ও আর কে খুনি, তা খুঁজতে গিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। হাউসফুল ফ্র্যাঞ্চাইজির মধ্যে পঞ্চম পর্বের বাজেটই সবচেয়ে বেশি। ২৪০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে সিনেমাটি।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১০ ঘণ্টা আগে