বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
ডিয়ার মাদার সিনেমাটি বানিয়েছেন এস কে শুভ সাদিক। ২০২৩ সালে মুক্তি পাওয়া ৬৭ মিনিটের সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে, প্রদর্শিত হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী ডিয়ার মাদারের মুকুটে যোগ করল গুরুত্বপূর্ণ পালক।
পরিচালক এস কে শুভ বলেন, ‘আমরা অতি সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার অঙ্কে নির্ণয় করা যায় না। হারিয়ে যেতে বসা কণ্ঠগুলোকে সংরক্ষণ করার ক্ষমতা আছে সিনেমার। এখন প্রযুক্তি আমাদের হাতে, আমাদের আর প্রচলিত সিনেমার ছক মেনে চলতে হবে না। সময় এসেছে নতুন আখ্যান খোঁজার, বাঁধাধরা কৌশল থেকে বেরিয়ে আসার এবং সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।’
ডিয়ার মাদারের শুটিং হয়েছে বান্দরবানের এক প্রত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী গ্রামে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইয়িদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণে হাসনাত সোহান, শিল্প নির্দেশনায় নিশাত রাফা এবং নির্বাহী প্রযোজক মশিউর রহমান। তবে চলচ্চিত্রটির আসল প্রাণ ছিল গ্রামের মানুষেরা, যাঁরা শুধু অভিনেতা নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন গল্পকার।

বাংলাদেশের প্রথম ম্রো ভাষায় নির্মিত সিনেমা ‘কিওরি পেক্রা উও’, ইংরেজিতে ‘ডিয়ার মাদার’। সিনেমাটি এবার পা রাখতে চলেছে বিশ্ববিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। ৫ মার্চ কেমব্রিজ স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ইনডিজিনিয়াস স্টাডিজ গ্রুপ কেমব্রিজের আয়োজনে এই স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
ডিয়ার মাদার সিনেমাটি বানিয়েছেন এস কে শুভ সাদিক। ২০২৩ সালে মুক্তি পাওয়া ৬৭ মিনিটের সিনেমাটি ইতিমধ্যে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও এর যাত্রা অব্যাহত রয়েছে, প্রদর্শিত হয়েছে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া এবং স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরার মতো মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার বিখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী ডিয়ার মাদারের মুকুটে যোগ করল গুরুত্বপূর্ণ পালক।
পরিচালক এস কে শুভ বলেন, ‘আমরা অতি সীমিত বাজেটে কাজ করেছি, কিন্তু প্রমাণ করেছি যে সিনেমার সফলতা টাকার অঙ্কে নির্ণয় করা যায় না। হারিয়ে যেতে বসা কণ্ঠগুলোকে সংরক্ষণ করার ক্ষমতা আছে সিনেমার। এখন প্রযুক্তি আমাদের হাতে, আমাদের আর প্রচলিত সিনেমার ছক মেনে চলতে হবে না। সময় এসেছে নতুন আখ্যান খোঁজার, বাঁধাধরা কৌশল থেকে বেরিয়ে আসার এবং সিনেমাকে শিল্প হিসেবে পুনরুদ্ধার করার।’
ডিয়ার মাদারের শুটিং হয়েছে বান্দরবানের এক প্রত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী গ্রামে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সাইয়িদ শাহজাদা আল করীম, চিত্রগ্রহণে হাসনাত সোহান, শিল্প নির্দেশনায় নিশাত রাফা এবং নির্বাহী প্রযোজক মশিউর রহমান। তবে চলচ্চিত্রটির আসল প্রাণ ছিল গ্রামের মানুষেরা, যাঁরা শুধু অভিনেতা নন, বরং নিজেরাই হয়ে উঠেছেন গল্পকার।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১০ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১০ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১০ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১০ ঘণ্টা আগে