গফরগাঁও প্রতিনিধি

অভিনেতা সমু চৌধুরী জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। ওরস শেষ করে আগামীকাল শুক্রবার বাড়ি ফিরতে চান তিনি।
আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার একটি ছবি বিস্মিত করে সবাইকে। অভিনেতা সমু চৌধুরী গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন গাছতলায়। অনেকেই ভেবেছিলেন, কোনো শুটিংয়ের দৃশ্য। অভিনয়শিল্পী সংঘে যোগাযোগ করলে সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, ‘এটা কোনো শুটিংয়ের দৃশ্য নয়। ঠিক কী হয়েছে আমরা এখনো নিশ্চিত নই। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাঁকে নিরপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছি। যত দূর জেনেছি, মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী শাহ মিসকিন মাজারে গামছা পরে শুয়ে আছেন সমু চৌধুরী।’
আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি জানান, আজ দুপুর ১২টার দিকে সমুকে সেখানকার একটি গাবগাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছে।’ স্থানীয় পুলিশ সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় দিতে চাইলে তিনি জানিয়েছেন, ওরস শেষ করে আগামীকাল বাড়ি ফিরতে চান তিনি।
সমু চৌধুরীর বিষয়টি দেখভাল করছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির পক্ষ থেকে ঘটনার আপডেট জানিয়ে রাতে রাশেদ মামুন অপু বলেন, ‘আমাদের সংগঠনের লোকজন সেখানে যাচ্ছেন। তাঁরা সমু চৌধুরীর সঙ্গে থাকবেন। চেষ্টা করব আগামীকাল তাঁকে ঢাকায় নিয়ে আসতে।’
থানা থেকে মাজারে ফিরে গণমাধ্যমকে সমু চৌধুরী বলেন, ‘গতকাল সারা রাত বাবার ধ্যানে ছিলাম। নামাজ-কালাম পড়েছি। আমি এক দিনের জন্য এসেছিলাম, তাই সঙ্গে কিছু আনিনি। এখানকার মানুষ আমাকে গামছা দিয়েছে। সকালে সেটা পরে গোসল করে শুয়ে ছিলাম। কে যেন ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। সেই ছবি দেখে সবাই অস্থির হয়ে পড়ে। আমি পুরোপুরি সুস্থ আছি।’
সমু চৌধুরী এখন শাহ মিসকিন মাজারসংলগ্ন সেবক ডেইজি বাচ্চুর মহলে আছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিনেতার স্বজনেরা যশোর থেকে রওনা দিয়েছেন, তাঁরা এলে সমু চৌধুরীকে পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া হবে।

অভিনেতা সমু চৌধুরী জানিয়েছেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। ওরস শেষ করে আগামীকাল শুক্রবার বাড়ি ফিরতে চান তিনি।
আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ার একটি ছবি বিস্মিত করে সবাইকে। অভিনেতা সমু চৌধুরী গামছা পরিহিত অবস্থায় শুয়ে আছেন গাছতলায়। অনেকেই ভেবেছিলেন, কোনো শুটিংয়ের দৃশ্য। অভিনয়শিল্পী সংঘে যোগাযোগ করলে সংগঠনটির সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, ‘এটা কোনো শুটিংয়ের দৃশ্য নয়। ঠিক কী হয়েছে আমরা এখনো নিশ্চিত নই। সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাঁকে নিরপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছি। যত দূর জেনেছি, মানসিক ভারসাম্য হারিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মুখী শাহ মিসকিন মাজারে গামছা পরে শুয়ে আছেন সমু চৌধুরী।’
আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি জানান, আজ দুপুর ১২টার দিকে সমুকে সেখানকার একটি গাবগাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে পাগলা থানার ডিউটি অফিসার এসআই শাহ আলম বলেন, ‘আমরা বিষয়টি জানার পর খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করেছে।’ স্থানীয় পুলিশ সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় দিতে চাইলে তিনি জানিয়েছেন, ওরস শেষ করে আগামীকাল বাড়ি ফিরতে চান তিনি।
সমু চৌধুরীর বিষয়টি দেখভাল করছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির পক্ষ থেকে ঘটনার আপডেট জানিয়ে রাতে রাশেদ মামুন অপু বলেন, ‘আমাদের সংগঠনের লোকজন সেখানে যাচ্ছেন। তাঁরা সমু চৌধুরীর সঙ্গে থাকবেন। চেষ্টা করব আগামীকাল তাঁকে ঢাকায় নিয়ে আসতে।’
থানা থেকে মাজারে ফিরে গণমাধ্যমকে সমু চৌধুরী বলেন, ‘গতকাল সারা রাত বাবার ধ্যানে ছিলাম। নামাজ-কালাম পড়েছি। আমি এক দিনের জন্য এসেছিলাম, তাই সঙ্গে কিছু আনিনি। এখানকার মানুষ আমাকে গামছা দিয়েছে। সকালে সেটা পরে গোসল করে শুয়ে ছিলাম। কে যেন ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। সেই ছবি দেখে সবাই অস্থির হয়ে পড়ে। আমি পুরোপুরি সুস্থ আছি।’
সমু চৌধুরী এখন শাহ মিসকিন মাজারসংলগ্ন সেবক ডেইজি বাচ্চুর মহলে আছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিনেতার স্বজনেরা যশোর থেকে রওনা দিয়েছেন, তাঁরা এলে সমু চৌধুরীকে পরিবারের সদস্যদের হাতে বুঝিয়ে দেওয়া হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১০ ঘণ্টা আগে