বিনোদন প্রতিবেদক, ঢাকা

গত বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যখন একে একে ঘোষণা দেওয়া হচ্ছিল সিনেমার নাম, সেই সময়ে প্রকাশ্যে আসে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। জানানো হয় ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সময়স্বল্পতার কারণ জানিয়ে শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে যায় সিনেমাটি। এরপর সিনেমার নির্মাণকাজ শেষ হলেও মুক্তির জন্য একটি ভালো সময়ে অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে জানা গেল, আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে জংলি।
চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে—ফেসবুকে এমন ক্যাপশন দিয়ে জংলি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হয়েছেন সিয়াম আহমেদ।

জংলি বানিয়েছেন এম রাহিম। এর আগে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ও নায়ক হিসেবে পেয়েছিলেন সিয়ামকে। বছর ঘুরে জংলি মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি গত ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। তাই এ বছর ঈদুল ফিতরে জংলি রিলিজ দিচ্ছি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’
জংলির চরিত্রটি সিয়ামের কাছে বিশেষ। এই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, কিন্তু চরিত্রটি বাস্তবসম্মত করতেই প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এর আগে সিয়াম-বুবলী অভিনয় করেছিলেন ‘টান’ ওয়েব ফিল্মে। এবারই প্রথম সিয়ামের সঙ্গে দেখা যাবে দীঘিকে। জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। নির্মাতা এম রাহিম জানান, আগামী ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ গান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গান, টিজার ও ট্রেলার।

গত বছর রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য যখন একে একে ঘোষণা দেওয়া হচ্ছিল সিনেমার নাম, সেই সময়ে প্রকাশ্যে আসে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। জানানো হয় ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু সময়স্বল্পতার কারণ জানিয়ে শেষ মুহূর্তে মুক্তির মিছিল থেকে সরে যায় সিনেমাটি। এরপর সিনেমার নির্মাণকাজ শেষ হলেও মুক্তির জন্য একটি ভালো সময়ে অপেক্ষায় ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অবশেষে জানা গেল, আসছে রোজার ঈদে মুক্তি পাচ্ছে জংলি।
চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে, জংলি আসছে হুংকার নিয়ে—ফেসবুকে এমন ক্যাপশন দিয়ে জংলি সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টারে হাজির হয়েছেন সিয়াম আহমেদ।

জংলি বানিয়েছেন এম রাহিম। এর আগে ‘শান’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তাঁর। প্রথম সিনেমায়ও নায়ক হিসেবে পেয়েছিলেন সিয়ামকে। বছর ঘুরে জংলি মুক্তি দেওয়া প্রসঙ্গে নির্মাতা এম রাহিম বলেন, ‘জংলি গত ঈদুল আজহায় মুক্তির কথা ছিল, কিন্তু তাড়াহুড়ো করে কাজ শেষ করে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করতে চাইনি। তাই সে সময় রিলিজ দেওয়া হয়নি। আমি এবং আমার টিম চেয়েছিলাম কোনো এক ফেস্টিভ্যালে যেন জংলি সিনেমাটি রিলিজ হয়। তাই এ বছর ঈদুল ফিতরে জংলি রিলিজ দিচ্ছি। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখার পর সব দর্শক জংলিকে আপন করে নেবে।’
জংলির চরিত্রটি সিয়ামের কাছে বিশেষ। এই চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে প্রায় সাত মাস চুল-দাড়ি কাটেননি তিনি। সিয়াম বলেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, কিন্তু চরিত্রটি বাস্তবসম্মত করতেই প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
জংলি সিনেমায় সিয়ামের সঙ্গে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। এর আগে সিয়াম-বুবলী অভিনয় করেছিলেন ‘টান’ ওয়েব ফিল্মে। এবারই প্রথম সিয়ামের সঙ্গে দেখা যাবে দীঘিকে। জংলি সিনেমার সব গানের সংগীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। নির্মাতা এম রাহিম জানান, আগামী ভালোবাসা দিবসে তাহসানের গাওয়া ‘জনম জনম’ গান দিয়ে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। এরপর পর্যায়ক্রমে প্রকাশ পাবে বাকি গান, টিজার ও ট্রেলার।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২১ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে