ওটিটি
বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর। কয়েকটি কাজের সঙ্গে যুক্ত থাকলেও পাওয়া যাচ্ছিল না তাঁর পরিচালিত কোনো কাজ। অবশেষে প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’।
গত বছর শোনা গিয়েছিল নতুন সিরিজের শুটিং শুরু করেছেন শাওকী। এবার সেই সিরিজ মুক্তি দেওয়ার পালা। শাওকীর ভাষ্যমতে, ‘নির্মাতা হিসেবে গুলমোহর আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য সময়টা দরকার ছিল।’
নির্মাতা জানান, পরিবারের চেনাজানা এক গল্প নিয়েই তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। তকদীর ও কারাগারের পর তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। বিষয়টি নির্মাতা নিজেও টের পান। তবে দর্শকের প্রত্যাশাকে চাপ হিসেবে নিতে চান না তিনি। শাওকী বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের প্রত্যাশা যে বেড়ে গেছে, ওই বিষয়টি মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকেরা প্রতিবার নতুন কিছু দেখতে চায়। গুলমোহর সিরিজে তাই নতুন বিষয় নিয়ে ডিল করেছি। এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে। কতটা ভালো করতে পারলাম সেই রায় দেবে দর্শক।’
শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ। তবে এতে কারা অভিনয় করছেন তা জানানো হয়নি। যদিও আগেই জানা গিয়েছিল গুলমোহর সিরিজে আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিরিজ দিয়েই বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শাশ্বতর। গত জুলাইয়ে তিনি শুটিং করতে এসেছিলেন বাংলাদেশে।

২০২০ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘তকদীর’ ওয়েব সিরিজ দিয়ে চমকে দিয়েছিলেন নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। এরপর ‘কারাগার’ সিরিজটি মুক্তির পর প্রত্যাশা বেড়েছে আরও। তবে ২০২২ সালের ডিসেম্বরে কারাগার সিরিজের দ্বিতীয় সিজন মুক্তির পর আর কোনো নতুন কাজ দেখা যায়নি শাওকীর। কয়েকটি কাজের সঙ্গে যুক্ত থাকলেও পাওয়া যাচ্ছিল না তাঁর পরিচালিত কোনো কাজ। অবশেষে প্রায় তিন বছর পর মুক্তি পাচ্ছে শাওকী পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘গুলমোহর’।
গত বছর শোনা গিয়েছিল নতুন সিরিজের শুটিং শুরু করেছেন শাওকী। এবার সেই সিরিজ মুক্তি দেওয়ার পালা। শাওকীর ভাষ্যমতে, ‘নির্মাতা হিসেবে গুলমোহর আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য সময়টা দরকার ছিল।’
নির্মাতা জানান, পরিবারের চেনাজানা এক গল্প নিয়েই তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। তকদীর ও কারাগারের পর তাঁর প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। বিষয়টি নির্মাতা নিজেও টের পান। তবে দর্শকের প্রত্যাশাকে চাপ হিসেবে নিতে চান না তিনি। শাওকী বলেন, ‘আগের দুই সিরিজ দেখে দর্শকের প্রত্যাশা যে বেড়ে গেছে, ওই বিষয়টি মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আগের কাজের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকেরা প্রতিবার নতুন কিছু দেখতে চায়। গুলমোহর সিরিজে তাই নতুন বিষয় নিয়ে ডিল করেছি। এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে। কতটা ভালো করতে পারলাম সেই রায় দেবে দর্শক।’
শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। শিগগিরই ঘোষণা করা হবে মুক্তির তারিখ। তবে এতে কারা অভিনয় করছেন তা জানানো হয়নি। যদিও আগেই জানা গিয়েছিল গুলমোহর সিরিজে আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এই সিরিজ দিয়েই বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে শাশ্বতর। গত জুলাইয়ে তিনি শুটিং করতে এসেছিলেন বাংলাদেশে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৮ ঘণ্টা আগে