
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিস অব কো-কারিকুলার অ্যাকটিভিটিজের সহায়তায় ১৫টি ক্লাবের যৌথ উদ্যোগে ‘উত্তরণ: অ্যা পোস্ট ফ্লাড রিহাবিলিটেশন প্রোগ্রাম’ শীর্ষক একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এর মাধ্যমে ফেনীর ফুলগাজী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ ও সার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা খাতে নেতৃত্বদানকারী একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, ব্র্যাক ইউনিভার্সিটি একটি শক্তিশালী ও টেকসই সমাজ গঠনে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।
সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের বিভিন্ন জেলা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বন্যার পানি ইতিমধ্যে নেমে গেছে, তবে ঘরবাড়ি, ফসল, গবাদিপশু এবং জীবিকা হারিয়ে বিপর্যস্ত এসব অঞ্চলের মানুষ। এই অবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটির ১৫টি শিক্ষার্থী ক্লাবের একটি প্রতিনিধি দল ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যাদুর্গত ১৭০ জন কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি সহায়তা বিতরণ করেছেন।
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষকেরা যাতে পুনরায় চাষাবাদ শুরু করতে পারেন সেই লক্ষ্যে তাঁদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ড্যাপ) সার বিতরণ করা হয়। প্রত্যেককে প্রায় আট প্রজাতির শাক-সবজির বীজ (১২৩০ গ্রাম) এবং ১০ কেজি সার বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি উপকরণের মাধ্যমে একজন কৃষক ৪০ শতাংশ জমিতে বীজ রোপণ ও ফসল ফলাতে পারবেন।
এর আগে, জল রোবট ‘নাবিক’ ও ‘টিম এটলাস’ ব্যবহারের মাধ্যমে বন্যায় দুর্গত ও দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একই সঙ্গে ড্রোনের সাহায্যে বন্যার্তদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দল ‘র্যাপটরএক্স’।

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের অফিস অব কো-কারিকুলার অ্যাকটিভিটিজের সহায়তায় ১৫টি ক্লাবের যৌথ উদ্যোগে ‘উত্তরণ: অ্যা পোস্ট ফ্লাড রিহাবিলিটেশন প্রোগ্রাম’ শীর্ষক একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। এর মাধ্যমে ফেনীর ফুলগাজী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ ও সার বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা খাতে নেতৃত্বদানকারী একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, ব্র্যাক ইউনিভার্সিটি একটি শক্তিশালী ও টেকসই সমাজ গঠনে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।
সাম্প্রতিক বন্যায় বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের বিভিন্ন জেলা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও বন্যার পানি ইতিমধ্যে নেমে গেছে, তবে ঘরবাড়ি, ফসল, গবাদিপশু এবং জীবিকা হারিয়ে বিপর্যস্ত এসব অঞ্চলের মানুষ। এই অবস্থায় ব্র্যাক ইউনিভার্সিটির ১৫টি শিক্ষার্থী ক্লাবের একটি প্রতিনিধি দল ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যাদুর্গত ১৭০ জন কৃষকের মাঝে প্রয়োজনীয় কৃষি সহায়তা বিতরণ করেছেন।
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কৃষকেরা যাতে পুনরায় চাষাবাদ শুরু করতে পারেন সেই লক্ষ্যে তাঁদের মধ্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ড্যাপ) সার বিতরণ করা হয়। প্রত্যেককে প্রায় আট প্রজাতির শাক-সবজির বীজ (১২৩০ গ্রাম) এবং ১০ কেজি সার বিতরণ করা হয়। বিতরণকৃত কৃষি উপকরণের মাধ্যমে একজন কৃষক ৪০ শতাংশ জমিতে বীজ রোপণ ও ফসল ফলাতে পারবেন।
এর আগে, জল রোবট ‘নাবিক’ ও ‘টিম এটলাস’ ব্যবহারের মাধ্যমে বন্যায় দুর্গত ও দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য ও ওষুধের মতো অত্যাবশ্যকীয় সরঞ্জাম পৌঁছে দিয়েছিল ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। একই সঙ্গে ড্রোনের সাহায্যে বন্যার্তদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দল ‘র্যাপটরএক্স’।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
২০ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১ দিন আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১ দিন আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে