
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগ গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা: প্রত্যাশা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার আয়োজন করে। সেমিনারটি যৌথভাবে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস) এবং সেন্টার ফর ল, গভর্ন্যান্স অ্যান্ড পলিসির (সিইএলজিএপি) সঙ্গে আয়োজন করা হয়।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক বিচারক ইকতেদার আহমেদ, সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি মাহি উদ্দিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে। এ স্বপ্নকে বাস্তবরূপ দিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে।
বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এই সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখবে-এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন-ইউএপি বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, বিওটি সদস্য আলমজেব ফরজাদ আহমেদ, এম. আলাউদ্দিন, আবু তাহের, কাইয়ুম রেজা চৌধুরী, উপাচার্য কামরুল আহসান, উপ-উপাচার্য সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, ইউএমএসআইএলএস এলএলএম প্রোগ্রামের সমন্বয়কারী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, আইন ও মানবাধিকার বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) আইন ও মানবাধিকার বিভাগ গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা: প্রত্যাশা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার আয়োজন করে। সেমিনারটি যৌথভাবে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ (এসএআইএলএস) এবং সেন্টার ফর ল, গভর্ন্যান্স অ্যান্ড পলিসির (সিইএলজিএপি) সঙ্গে আয়োজন করা হয়।
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক বিচারক ইকতেদার আহমেদ, সাংবাদিক ও বিশ্লেষক মাসুদ কামাল, রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক ও জুলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধি মাহি উদ্দিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান মানুষের মনে নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে। এ স্বপ্নকে বাস্তবরূপ দিতে হলে অন্তর্বর্তীকালীন সরকারকে সঠিক সময়ে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে হবে।
বক্তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল হিসেবে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করা এই সরকারের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনের ক্ষেত্রে বর্তমান সরকার যোগ্যতা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রাখবে-এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন-ইউএপি বোর্ড অব ট্রাস্টির (বিওটি) চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক, বিওটি সদস্য আলমজেব ফরজাদ আহমেদ, এম. আলাউদ্দিন, আবু তাহের, কাইয়ুম রেজা চৌধুরী, উপাচার্য কামরুল আহসান, উপ-উপাচার্য সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, ইউএমএসআইএলএস এলএলএম প্রোগ্রামের সমন্বয়কারী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, আইন ও মানবাধিকার বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১ দিন আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১ দিন আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১ দিন আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে