
ম্যানেজমেন্ট, মেরিটাইম অপারেশন ও লজিস্টিকসের তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়গুলো নিয়ে গঠিত পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ডিসিপ্লিনটি। বাংলাদেশে তেমন পরিচিতি না পেলেও বহির্বিশ্বে রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। বিশেষত বৈশ্বিক বাণিজ্যের ৯০ ভাগই বস্তুত সমুদ্রবাণিজ্য হওয়ায় পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টের গুরুত্ব সামুদ্রিক বাণিজ্যের মতোই অপরিসীম।
জয়যাত্রা
বাংলাদেশ একটি মেরিটাইম নেশন হওয়া সত্ত্বেও সুনীল অর্থনীতিতে পোর্ট অ্যান্ড শিপিংয়ের ভূমিকা নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘকাল কোনো কার্যকর ভূমিকা রাখেনি। তাই ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু হয়। ইন্ডাস্ট্রি ও একাডেমিতে জনপ্রিয়তা পাওয়ায় ২০১৮ সালে এ বিষয়ে ব্যাচেলর প্রোগ্রাম চালু হয়। বর্তমানে এর পঞ্চম ব্যাচ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়। এ ছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের অধীনে কয়েক বছর ধরে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রাম পরিচালনা করে আসছে।
পঠনপাঠন
ইন্ডাস্ট্রির চাহিদা বিবেচনায় রেখে এ বিভাগের জন্য তৈরি করা হয়েছে সমসাময়িক ও আন্তর্জাতিক মানের সিলেবাস। সাধারণ বিবিএ ডিগ্রিতে পঠিত সব বিষয়ের পাশাপাশি রয়েছে মেরিটাইম অপারেশন এবং লজিস্টিকস-সংক্রান্ত নানাবিধ বিষয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো লজিস্টিকস ম্যানেজমেন্ট, কার্গো অপারেশন অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট, পোর্ট অ্যান্ড টার্মিনাল অপারেশন, মেরিটাইম ইকোনমিকস, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্শিয়াল ল, মেরিটাইম ট্রান্সপোর্ট জিওগ্রাফি, অপারেশন ম্যানেজমেন্ট, মেরিন ইনস্যুরেন্স, পোর্ট প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, শিপিং অ্যান্ড পোর্ট ফাইন্যান্স, এয়ার ফ্রেইট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং শিপ ব্রোকারিং অ্যান্ড চার্টারিংয়ের মতো ব্যবহারিক বিষয়াবলি। এর পাশাপাশি সব শিক্ষার্থীকে তিনটি প্রফেশনাল শর্ট কোর্সের মাধ্যমে ইন্ডাস্ট্রির উচ্চপর্যায়ের ব্যক্তিদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান আহরণেরও সুযোগ দেওয়া হয়।
উচ্চশিক্ষা ও গবেষণা
উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। উচ্চশিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে যুক্তরাজ্য, চীন ও ভারতের ১২টি মেরিটাইম-সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাবৃত্তির ক্ষেত্রেও এই বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ। বিভাগটি মাল্টিডিসিপ্লিনারি হওয়ায় একই সঙ্গে মেরিটাইম ম্যানেজমেন্ট, মেরিটাইম অ্যাফেয়ার্স, মেরিটাইম অপারেশনস, মেরিটাইম লজিস্টিকস অ্যান্ড শিপিংসহ নানা বিষয়ে স্নাতকোত্তর অথবা পিএইচডি করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্কে বেশ ভালো সুযোগ রয়েছে। তবে শুধু মেরিটাইম সেক্টরে সীমাবদ্ধ নয়, সুযোগ রয়েছে সাপ্লাই চেইন এবং লজিস্টিকস ফিল্ডে উচ্চশিক্ষা গ্রহণের। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ডেনমার্ক ও জার্মানিতে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।
চাকরির সুযোগ
পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিষয়টি নতুন হলেও চাকরির ক্ষেত্র রয়েছে বিশাল সুযোগ। যেখানে দক্ষ জনশক্তির চাহিদা সর্বদা বিরাজমান। দেশে ৫০০-এর বেশি মাল্টিন্যাশনাল ও ডোমেস্টিক শিপিং কোম্পানি/ এজেন্ট রয়েছে, যারা একাধিক জাহাজের সামগ্রিক রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধায়কের দায়িত্বে নিয়োজিত। জাহাজের ক্রু নির্বাচন, বাংকারিং ব্যবস্থাপনা, ফরওয়ার্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা, গতিপথ নির্ণয়সহ সার্বিক দায়িত্ব শিপিং কোম্পানিগুলোর ওপর ন্যস্ত। এ দায়িত্ব পালনার্থে ভবিষ্যৎ দক্ষ জনবলের সবচেয়ে নির্ভরযোগ্য হতে যাচ্ছে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। তা ছাড়া রয়েছে ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানিতে কাজ করার সুবর্ণ সুযোগ। বাংলাদেশে মাল্টিন্যাশনাল ও ডোমেস্টিক ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানির সংখ্যা ১ হাজার ১৩১টি যাদের মূল কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল কার্গো বা ফ্রেইট শিপমেন্ট। আমাদের দেশে চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং মাতারবাড়ী সমুদ্রবন্দর রয়েছে। এ ছাড়া বন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল অপারেটিংয়ের দায়িত্বে থাকে দেশি-বিদেশি বেসরকারি টার্মিনাল অপারেটর। পোর্ট ম্যানেজমেন্ট শিক্ষায় একমাত্র বিভাগ হওয়ার কারণে এই বিভাগের শিক্ষার্থীরা সরকারি সমুদ্রবন্দরের পাশাপাশি মাল্টিন্যাশনাল টার্মিনাল অপারেটিং কোম্পানিতে চাকরি করতে পারবেন।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

ম্যানেজমেন্ট, মেরিটাইম অপারেশন ও লজিস্টিকসের তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়গুলো নিয়ে গঠিত পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ডিসিপ্লিনটি। বাংলাদেশে তেমন পরিচিতি না পেলেও বহির্বিশ্বে রয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। বিশেষত বৈশ্বিক বাণিজ্যের ৯০ ভাগই বস্তুত সমুদ্রবাণিজ্য হওয়ায় পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টের গুরুত্ব সামুদ্রিক বাণিজ্যের মতোই অপরিসীম।
জয়যাত্রা
বাংলাদেশ একটি মেরিটাইম নেশন হওয়া সত্ত্বেও সুনীল অর্থনীতিতে পোর্ট অ্যান্ড শিপিংয়ের ভূমিকা নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘকাল কোনো কার্যকর ভূমিকা রাখেনি। তাই ২০১৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু হয়। ইন্ডাস্ট্রি ও একাডেমিতে জনপ্রিয়তা পাওয়ায় ২০১৮ সালে এ বিষয়ে ব্যাচেলর প্রোগ্রাম চালু হয়। বর্তমানে এর পঞ্চম ব্যাচ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। উল্লেখ্য, ২০২৩ সালের মার্চে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়। এ ছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের অধীনে কয়েক বছর ধরে ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রাম পরিচালনা করে আসছে।
পঠনপাঠন
ইন্ডাস্ট্রির চাহিদা বিবেচনায় রেখে এ বিভাগের জন্য তৈরি করা হয়েছে সমসাময়িক ও আন্তর্জাতিক মানের সিলেবাস। সাধারণ বিবিএ ডিগ্রিতে পঠিত সব বিষয়ের পাশাপাশি রয়েছে মেরিটাইম অপারেশন এবং লজিস্টিকস-সংক্রান্ত নানাবিধ বিষয়। যার মধ্যে উল্লেখযোগ্য হলো লজিস্টিকস ম্যানেজমেন্ট, কার্গো অপারেশন অ্যান্ড ফ্লিট ম্যানেজমেন্ট, পোর্ট অ্যান্ড টার্মিনাল অপারেশন, মেরিটাইম ইকোনমিকস, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্শিয়াল ল, মেরিটাইম ট্রান্সপোর্ট জিওগ্রাফি, অপারেশন ম্যানেজমেন্ট, মেরিন ইনস্যুরেন্স, পোর্ট প্ল্যানিং অ্যান্ড ডিজাইন, শিপিং অ্যান্ড পোর্ট ফাইন্যান্স, এয়ার ফ্রেইট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং শিপ ব্রোকারিং অ্যান্ড চার্টারিংয়ের মতো ব্যবহারিক বিষয়াবলি। এর পাশাপাশি সব শিক্ষার্থীকে তিনটি প্রফেশনাল শর্ট কোর্সের মাধ্যমে ইন্ডাস্ট্রির উচ্চপর্যায়ের ব্যক্তিদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান আহরণেরও সুযোগ দেওয়া হয়।
উচ্চশিক্ষা ও গবেষণা
উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। উচ্চশিক্ষা ও গবেষণাকে আরও এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে যুক্তরাজ্য, চীন ও ভারতের ১২টি মেরিটাইম-সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাবৃত্তির ক্ষেত্রেও এই বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত সুযোগ। বিভাগটি মাল্টিডিসিপ্লিনারি হওয়ায় একই সঙ্গে মেরিটাইম ম্যানেজমেন্ট, মেরিটাইম অ্যাফেয়ার্স, মেরিটাইম অপারেশনস, মেরিটাইম লজিস্টিকস অ্যান্ড শিপিংসহ নানা বিষয়ে স্নাতকোত্তর অথবা পিএইচডি করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও তুরস্কে বেশ ভালো সুযোগ রয়েছে। তবে শুধু মেরিটাইম সেক্টরে সীমাবদ্ধ নয়, সুযোগ রয়েছে সাপ্লাই চেইন এবং লজিস্টিকস ফিল্ডে উচ্চশিক্ষা গ্রহণের। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে, ডেনমার্ক ও জার্মানিতে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে।
চাকরির সুযোগ
পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিষয়টি নতুন হলেও চাকরির ক্ষেত্র রয়েছে বিশাল সুযোগ। যেখানে দক্ষ জনশক্তির চাহিদা সর্বদা বিরাজমান। দেশে ৫০০-এর বেশি মাল্টিন্যাশনাল ও ডোমেস্টিক শিপিং কোম্পানি/ এজেন্ট রয়েছে, যারা একাধিক জাহাজের সামগ্রিক রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধায়কের দায়িত্বে নিয়োজিত। জাহাজের ক্রু নির্বাচন, বাংকারিং ব্যবস্থাপনা, ফরওয়ার্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা, গতিপথ নির্ণয়সহ সার্বিক দায়িত্ব শিপিং কোম্পানিগুলোর ওপর ন্যস্ত। এ দায়িত্ব পালনার্থে ভবিষ্যৎ দক্ষ জনবলের সবচেয়ে নির্ভরযোগ্য হতে যাচ্ছে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। তা ছাড়া রয়েছে ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানিতে কাজ করার সুবর্ণ সুযোগ। বাংলাদেশে মাল্টিন্যাশনাল ও ডোমেস্টিক ফ্রেইট ফরওয়ার্ডিং কোম্পানির সংখ্যা ১ হাজার ১৩১টি যাদের মূল কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল কার্গো বা ফ্রেইট শিপমেন্ট। আমাদের দেশে চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং মাতারবাড়ী সমুদ্রবন্দর রয়েছে। এ ছাড়া বন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল অপারেটিংয়ের দায়িত্বে থাকে দেশি-বিদেশি বেসরকারি টার্মিনাল অপারেটর। পোর্ট ম্যানেজমেন্ট শিক্ষায় একমাত্র বিভাগ হওয়ার কারণে এই বিভাগের শিক্ষার্থীরা সরকারি সমুদ্রবন্দরের পাশাপাশি মাল্টিন্যাশনাল টার্মিনাল অপারেটিং কোম্পানিতে চাকরি করতে পারবেন।
অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১ দিন আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১ দিন আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১ দিন আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে