ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ১ লাখ ২২ হাজার ২৭৯টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪২ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ২৭৯ জন আবেদন করেছেন, পেমেন্টের জটিলতায় বেশ কয়েকজনের তথ্য এখনো যুক্ত হয়নি। সংখ্যা হয়তো কিছুটা বাড়বে।’
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান জানান, আজ শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আজ বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা ছিল। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এমসিকিউ ও লিখিত দুটি পদ্ধতিতে পরীক্ষা হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। উভয়ের জন্য ৪৫ মিনিট করে বরাদ্দ থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ ভর্তি পরীক্ষায় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ১ লাখ ২২ হাজার ২৭৯টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪২ শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসের প্রধান অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ২৭৯ জন আবেদন করেছেন, পেমেন্টের জটিলতায় বেশ কয়েকজনের তথ্য এখনো যুক্ত হয়নি। সংখ্যা হয়তো কিছুটা বাড়বে।’
অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান জানান, আজ শুক্রবার বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
আজ বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। গত ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা ছিল। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে এমসিকিউ ও লিখিত দুটি পদ্ধতিতে পরীক্ষা হবে। এর মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ, ৪০ নম্বরের লিখিত পরীক্ষা। উভয়ের জন্য ৪৫ মিনিট করে বরাদ্দ থাকবে।

পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর। এমপিওভুক্ত ও স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি বের করাই তাদের কাজ। অথচ সেই অধিদপ্তরেই চর্চা হচ্ছে নানা অনিয়ম, উঠছে ঘুষ-দুর্নীতির অভিযোগ।
৩৬ মিনিট আগে
৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন নির্দেশনা দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের...
১ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চার দফা দাবি জানিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা চার প্যানেলেসহ স্বতন্ত্র পদপ্রার্থীরা। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপাচার্য বরাবর সম্মিলিতভাবে এ দাবি জানান তাঁরা।
৩ দিন আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে এই ভোট গ্রহণ সাত দিন পেছানো হলো।
৩ দিন আগে