খুবি প্রতিনিধি

ছাত্রজীবন ও বই—একটি অন্যটির পরিপূরক। ব্যাপক অর্থে মানুষ সারা জীবন ধরেই শিখতে থাকে। তাই বই হলো শেখার প্রধান হাতিয়ার। একটি অন্যটির সমার্থকও বটে। বর্ণ পরিচয় থেকেই যে পড়া, শেষ হয় একদম শেষ বয়সে।
বইপ্রেমীদের জন্য করোনার থাবায় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে বুক রিভিউ প্রতিযোগিতা। ‘গ্রন্থেই শক্তি, গ্রন্থেই মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজন করতে যাচ্ছে ‘বুকপিয়নের অপেক্ষায়’। এই বুক রিভিউ প্রতিযোগিতায় দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
সংগঠন সূত্রে জানা যায়, দুটি বিভাগে প্রতিযোগিতা হবে। ক বিভাগে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং খ বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতি বিভাগে শ্রেষ্ঠ দুজনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় বই ও সার্টিফিকেট।
প্রতিযোগিতায় নির্ধারিত পাঁচটি বইয়ের মধ্যে রয়েছে—তিতাস একটি নদীর নাম (অদ্বৈত মল্লবর্মন), হাঙর নদী গ্রেনেড (সেলিনা হোসেন), জলে ডাঙায় (সৈয়দ মুজতবা আলী), কবি (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) ও চিলেকোঠার সেপাই (আখতারুজ্জামান ইলিয়াস)।
এই নির্ধারিত বইগুলোর মধ্য থেকেই রিভিউ লিখে Rotaract Club of Khulna University-র অফিশিয়াল গ্রুপে পোস্ট করতে হবে। পোস্টের শুরুতে নিজের নাম, অনুষদ, বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। রিভিউ অবশ্যই ১ হাজার ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।
সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, মূলত শিক্ষার্থীদের বইমুখী করতে আমাদের এই প্রতিযোগিতার আয়োজন। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি আরও আগ্রহী হবে।

ছাত্রজীবন ও বই—একটি অন্যটির পরিপূরক। ব্যাপক অর্থে মানুষ সারা জীবন ধরেই শিখতে থাকে। তাই বই হলো শেখার প্রধান হাতিয়ার। একটি অন্যটির সমার্থকও বটে। বর্ণ পরিচয় থেকেই যে পড়া, শেষ হয় একদম শেষ বয়সে।
বইপ্রেমীদের জন্য করোনার থাবায় যখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি আয়োজন করতে যাচ্ছে বুক রিভিউ প্রতিযোগিতা। ‘গ্রন্থেই শক্তি, গ্রন্থেই মুক্তি’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজন করতে যাচ্ছে ‘বুকপিয়নের অপেক্ষায়’। এই বুক রিভিউ প্রতিযোগিতায় দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
সংগঠন সূত্রে জানা যায়, দুটি বিভাগে প্রতিযোগিতা হবে। ক বিভাগে স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং খ বিভাগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতি বিভাগে শ্রেষ্ঠ দুজনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় বই ও সার্টিফিকেট।
প্রতিযোগিতায় নির্ধারিত পাঁচটি বইয়ের মধ্যে রয়েছে—তিতাস একটি নদীর নাম (অদ্বৈত মল্লবর্মন), হাঙর নদী গ্রেনেড (সেলিনা হোসেন), জলে ডাঙায় (সৈয়দ মুজতবা আলী), কবি (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়) ও চিলেকোঠার সেপাই (আখতারুজ্জামান ইলিয়াস)।
এই নির্ধারিত বইগুলোর মধ্য থেকেই রিভিউ লিখে Rotaract Club of Khulna University-র অফিশিয়াল গ্রুপে পোস্ট করতে হবে। পোস্টের শুরুতে নিজের নাম, অনুষদ, বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করতে হবে। রিভিউ অবশ্যই ১ হাজার ৫০০ শব্দের মধ্যে লিখতে হবে।
সংগঠনের সভাপতি মাহামুদুল হাসান মিল্লাত বলেন, মূলত শিক্ষার্থীদের বইমুখী করতে আমাদের এই প্রতিযোগিতার আয়োজন। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীরা বই পড়ার প্রতি আরও আগ্রহী হবে।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১ দিন আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১ দিন আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১ দিন আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২ দিন আগে