ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ও খালেদা জিয়া হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার থেকেই তাঁরা যোগদান করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। আগামী এক বছরের জন্য তাঁরা হল দুটিতে দায়িত্ব পালন করবেন।
জানা যায়, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেনের মেয়াদ শেষ হওয়ায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডলের মেয়াদ শেষ হওয়ায় বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীকে নিয়োগ দেওয়া হয়।
অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া তাঁদের ক্যাম্পাসে বসবাসের জন্য বলা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নতুন প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘আমাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
নতুন প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘হলের ছাত্রীরা যাতে ভালো থাকে, সে জন্য আমি তাঁদের পূর্ণ সহযোগিতা কাজ করব। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সুচারুভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল ও খালেদা জিয়া হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার থেকেই তাঁরা যোগদান করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান। আগামী এক বছরের জন্য তাঁরা হল দুটিতে দায়িত্ব পালন করবেন।
জানা যায়, শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. রবিউল হোসেনের মেয়াদ শেষ হওয়ায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মাকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডলের মেয়াদ শেষ হওয়ায় বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীকে নিয়োগ দেওয়া হয়।
অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তাঁরা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া তাঁদের ক্যাম্পাসে বসবাসের জন্য বলা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত নতুন প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘আমাকে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যেন সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
নতুন প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘হলের ছাত্রীরা যাতে ভালো থাকে, সে জন্য আমি তাঁদের পূর্ণ সহযোগিতা কাজ করব। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সুচারুভাবে পালনের চেষ্টা করব। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।’

এ বছর দেশের সরকারি আলিয়া ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি ছাড়া মোট ৭০ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে। গত বছর এসব মাদ্রাসায় সাপ্তাহিক ছুটি বাদে ছুটি ছিল ৫৯ দিন। সে হিসাবে চলতি বছর মাদ্রাসায় ছুটি বাড়ল ১১ দিন।
১১ ঘণ্টা আগে
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৫ জানুয়ারির নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির বর্তমান সভাপতিরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
তিনি বলেছেন, মানুষের অন্তর্নিহিত প্রতিভা, সৃজনশীলতা, নেতৃত্ব গুণ ও মানবিক মূল্যবোধের বিকাশই প্রকৃত শিক্ষার মূল লক্ষ্য। শিক্ষাজীবন যেন আনন্দময়, বাস্তবমুখী ও জীবনঘনিষ্ঠ হয়, সে দায়িত্ব শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সব অংশীজনের।
১২ ঘণ্টা আগে
রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে দুই শিক্ষককে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাই’ ব্যানারে পরিচালিত এই আন্দোলনে শিক্ষকদের বিরুদ্ধে ‘ইসলামবিদ্বেষ’ এবং ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার’...
২১ ঘণ্টা আগে