Ajker Patrika

শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ গ্রেপ্তার ৩ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫: ১১
শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ গ্রেপ্তার ৩ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে চুল ও ভ্রু কেটে দিয়ে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২-এর সদস্যরা। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, ২০০৬ সালে শাহজাদপুর উপজেলার খাস সাতবাড়িয়া গ্রামের মেহেদি হাসান সুজনের সঙ্গে তাড়াশের গুলনাহার পারভীন মিনুর বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী সুজন। সম্প্রতি স্বামীর চাহিদা অনুযায়ী বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে না পারায় মিনুর ওপর নির্যাতন বেড়ে যায়। 

নির্যাতনের একপর্যায়ে গত ১৫ ডিসেম্বর মিনুকে খাসসাতবাড়িয়া গ্রামে নিয়ে গিয়ে তাঁর চুল ও ভ্রু কেটে দেয় সুজন। নির্যাতনের সময় হাত-পা ধরে অনুনয়-বিনয় ও কান্নাকাটি করেও রক্ষা পাননি মিনু। খবর পেয়ে মিনুর পরিবার মুমূর্ষু অবস্থায় মিনুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করেন। 
 
র‍্যাব সূত্র জানান, গতকাল সোমবার দিবাগত রাতে র‍্যাব-১২-এর উপ-অধিনায়ক মুশফিকুর রহমানের নেতৃত্বে র‍্যাব-১২ ও র‍্যাব-৪-এর যৌথ অভিযানে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর এবং ঢাকার সাভার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

উপ-অধিনায়ক মুশফিকুর রহমান বলেন, আসামিদের গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত