রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন তিনি। তবে জামিন আবেদনের শুনানি হয়নি। আগামী ১২ ডিসেম্বর জামিন আবেদনের শুনানি হতে পারে।
জানা যায়, গত ২৩ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ সাময়িক বরখাস্ত ওসি সাকিলকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি আত্মসমর্পণ করেন।
মামলা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ১১ জুন একটি মামলায় ৮ জন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও কারসাজি করে ওই এজাহার পরিবর্তন করেন। এ ছাড়া ওই মামলার জন্য সাদা কাগজে বাদীর সই নিয়ে সেটি দিয়েই মনগড়া এজাহার তৈরির বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম, বাসস্থান ও ঠিকানা সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিপিবদ্ধ করা হয়। যদিও বাদী আসামিদের নাম-ঠিকানা দিয়েছিলেন। আর হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এক কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগও আছে।
বিচার বিভাগীয় তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি সাকিলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন গত বছরের ২৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য সাকিলকে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
সাকিলের আইনজীবী আসলাম সরকার বলেন, বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার মূল নথি না থাকার কারণে জামিন শুনানি হয়নি। আদালতের বিচারক মোছা ইসমত আরা আগামী ১২ ডিসেম্বর সাকিল উদ্দিন আহমেদকে আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেদিন জামিন শুনানি হতে পারে। তাই ওই দিন পর্যন্ত সাকিল হাইকোর্টের জামিন সুবিধা ভোগ করবেন।

রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন তিনি। তবে জামিন আবেদনের শুনানি হয়নি। আগামী ১২ ডিসেম্বর জামিন আবেদনের শুনানি হতে পারে।
জানা যায়, গত ২৩ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ সাময়িক বরখাস্ত ওসি সাকিলকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী তিনি আত্মসমর্পণ করেন।
মামলা সূত্রে জানা গেছে, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে পুলিশ রেগুলেশন অব বেঙ্গলের প্রবিধান ২৪৩ ও ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা সুস্পষ্টভাবে লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধমূলক অসদাচরণ করে ২০১৯ সালের ১১ জুন একটি মামলায় ৮ জন আসামির নাম উল্লেখ থাকা সত্ত্বেও কারসাজি করে ওই এজাহার পরিবর্তন করেন। এ ছাড়া ওই মামলার জন্য সাদা কাগজে বাদীর সই নিয়ে সেটি দিয়েই মনগড়া এজাহার তৈরির বিষয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে আসামির নাম, বাসস্থান ও ঠিকানা সংবলিত কলামে ‘অজ্ঞাতনামা’ লিপিবদ্ধ করা হয়। যদিও বাদী আসামিদের নাম-ঠিকানা দিয়েছিলেন। আর হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে এক কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে তাঁকে ভয়ভীতি দেখিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে বাধ্য করার অভিযোগও আছে।
বিচার বিভাগীয় তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ওসি সাকিলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন গত বছরের ২৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণের জন্য সাকিলকে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।
সাকিলের আইনজীবী আসলাম সরকার বলেন, বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার মূল নথি না থাকার কারণে জামিন শুনানি হয়নি। আদালতের বিচারক মোছা ইসমত আরা আগামী ১২ ডিসেম্বর সাকিল উদ্দিন আহমেদকে আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেদিন জামিন শুনানি হতে পারে। তাই ওই দিন পর্যন্ত সাকিল হাইকোর্টের জামিন সুবিধা ভোগ করবেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে