গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্ষণের শিকার হন বাক্প্রতিবন্ধী এক তরুণী (২৪)। এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ঘটনার ২২ সপ্তাহ পর ফেসবুকে ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জহিরুল ইসলাম (২৮) নামে একজনের বিরুদ্ধে পাগলা থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত জহিরুল ইসলাম পাগলা থানার পাইথল ইউনিয়নের খিলপাড়া গ্রামের মো. নাছির মিয়ার ছেলে। আজ রোববার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গত শুক্রবার (২৭ মে) রাতে ওই বাক্প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরদিন সকালে ওই তরুণীর শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তরুণীর জবানবন্দি সংগ্রহের জন্য আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী তরুণীর বাবা জানান, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁর বাক্প্রতিবন্ধী মেয়েকে নিজ বাড়িতে ধর্ষণ করে জহিরুল ইসলাম। কথা বলতে না পারায় পরিবারকে তাঁর মেয়ে বিষয়টি জানাতে পারেননি। এভাবেই ঘটনাটি চাপা পড়ে যায়।
কিছুদিন আগে মেয়েটি জন্ডিস রোগে আক্রান্ত হলে গ্রামের কবিরাজি ওষুধ খাওয়ানোর পর জন্ডিস ভালো হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ মে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে আলট্রাসনোগ্রাফি করানোর পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয় তাঁর পরিবার।
তবে এ ঘটনায় মেয়েটি কারো প্রতি ইঙ্গিত করেও কিছু জানাতে পারেননি। এমতাবস্থায় গত সপ্তাহে পরিবারের লোকজন বুদ্ধি খাঁটিয়ে ফেসবুক থেকে এলাকার কিছু বখাটে ছেলের ছবি দেখালে মেয়েটি জহিরুল ইসলামকে ধর্ষক হিসেবে শনাক্ত করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে জহিরুল এলাকা ছেড়ে পালিয়ে যান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, এ ঘটনা নিয়ে এলাকায় সামাজিকভাবে দেনদরবার হয়েছে। এই সুযোগে অভিযুক্ত পালিয়েছে। তবে তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্ষণের শিকার হন বাক্প্রতিবন্ধী এক তরুণী (২৪)। এরপর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। ঘটনার ২২ সপ্তাহ পর ফেসবুকে ছবি দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জহিরুল ইসলাম (২৮) নামে একজনের বিরুদ্ধে পাগলা থানায় মামলা হয়েছে।
অভিযুক্ত জহিরুল ইসলাম পাগলা থানার পাইথল ইউনিয়নের খিলপাড়া গ্রামের মো. নাছির মিয়ার ছেলে। আজ রোববার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, গত শুক্রবার (২৭ মে) রাতে ওই বাক্প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে জহিরুল ইসলামকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরদিন সকালে ওই তরুণীর শারীরিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তরুণীর জবানবন্দি সংগ্রহের জন্য আদালতে পাঠানো হয়।
ভুক্তভোগী তরুণীর বাবা জানান, গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তাঁর বাক্প্রতিবন্ধী মেয়েকে নিজ বাড়িতে ধর্ষণ করে জহিরুল ইসলাম। কথা বলতে না পারায় পরিবারকে তাঁর মেয়ে বিষয়টি জানাতে পারেননি। এভাবেই ঘটনাটি চাপা পড়ে যায়।
কিছুদিন আগে মেয়েটি জন্ডিস রোগে আক্রান্ত হলে গ্রামের কবিরাজি ওষুধ খাওয়ানোর পর জন্ডিস ভালো হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ মে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে আলট্রাসনোগ্রাফি করানোর পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয় তাঁর পরিবার।
তবে এ ঘটনায় মেয়েটি কারো প্রতি ইঙ্গিত করেও কিছু জানাতে পারেননি। এমতাবস্থায় গত সপ্তাহে পরিবারের লোকজন বুদ্ধি খাঁটিয়ে ফেসবুক থেকে এলাকার কিছু বখাটে ছেলের ছবি দেখালে মেয়েটি জহিরুল ইসলামকে ধর্ষক হিসেবে শনাক্ত করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে জহিরুল এলাকা ছেড়ে পালিয়ে যান।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, এ ঘটনা নিয়ে এলাকায় সামাজিকভাবে দেনদরবার হয়েছে। এই সুযোগে অভিযুক্ত পালিয়েছে। তবে তাঁকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১৩ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২৩ দিন আগে