বিনোদন ডেস্ক

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে। অঞ্জনের মুখে শুনেও অনেকে লিখেছেন তাঁর জীবনের গল্প। তবে এবার আরেকটু গুছিয়ে আত্মজীবনী লিখবেন বলে অঞ্জন নিজেই কলম ধরেছেন। ১৫ জানুয়ারি প্রকাশ পেল তাঁর লেখা ‘অঞ্জন নিয়ে’ বইটি। প্রকাশ করেছে দে’জ প্রকাশনী।
১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পেরিয়ে পা রাখবেন ৭৩-এ। এ উপলক্ষে নিজের নতুন সৃষ্টি সামনে নিয়ে এলেন তিনি। বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে অঞ্জন নিয়ে বইটির প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শিরোনামের অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
অঞ্জন নিয়ে বইটি সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, ‘কয়েক দিন পর ৭২ বছর শেষে ৭৩-এ পড়ব। এই বয়সে আত্মজীবনী লেখার কথা মনে হয়েছে। তার কারণ, আমার মনে হয়েছে যে এই সময়ের পরে হলে আর আমি পারব না। পরে হয়তো অনেক সেন্টিমেন্টাল হয়ে পড়ব, আমার সেন্স অব হিউমার কমে যাবে, বেশি কথা বলে ফেলব। সে কারণে মনে হয়েছে, এটাই উপযুক্ত সময়। স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথা লিখতে হবে। আমি সেই সত্যি কথাগুলো লিখেছি।’

আত্মজীবনীতে অনেক জনপ্রিয় মানুষের কথাও তুলে এনেছেন অঞ্জন দত্ত, যাঁদের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক হয়েছিল তাঁর। অঞ্জন বলেন, ‘কলকাতার অনেক বড়মাপের মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল। মৃণাল সেনের কথা লোকে জানে। তবে জানে না, সত্যজিৎ রায়ের সঙ্গেও আমার একটা অদ্ভুত মজার সম্পর্ক ছিল। ভারতবর্ষ ছাড়াও সারা পৃথিবীর অনেক বিখ্যাত মানুষের কথা, জার্মানিতে আমি চাকরি করেছি, সেসব কথা লোকে তেমন জানে না। সেগুলো জানতে পারলে আমাকে হয়তো আরও বেশি চিনতে পারবে। আমার শেষ বয়সে সে পরিচয়টা রেখে গেলাম। আমার মনে হয় সেটা আজকের যুগের ছেলেমেয়েদের ভালো লাগবে।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে। অঞ্জনের মুখে শুনেও অনেকে লিখেছেন তাঁর জীবনের গল্প। তবে এবার আরেকটু গুছিয়ে আত্মজীবনী লিখবেন বলে অঞ্জন নিজেই কলম ধরেছেন। ১৫ জানুয়ারি প্রকাশ পেল তাঁর লেখা ‘অঞ্জন নিয়ে’ বইটি। প্রকাশ করেছে দে’জ প্রকাশনী।
১৯ জানুয়ারি অঞ্জন দত্তের জন্মদিন। ৭২ বছর পেরিয়ে পা রাখবেন ৭৩-এ। এ উপলক্ষে নিজের নতুন সৃষ্টি সামনে নিয়ে এলেন তিনি। বৃহস্পতিবার কলকাতার পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে অঞ্জন নিয়ে বইটির প্রকাশ উপলক্ষে আয়োজন করা হয় ‘বাহাত্তুরে অঞ্জন’ শিরোনামের অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।
অঞ্জন নিয়ে বইটি সম্পর্কে অঞ্জন দত্ত বলেন, ‘কয়েক দিন পর ৭২ বছর শেষে ৭৩-এ পড়ব। এই বয়সে আত্মজীবনী লেখার কথা মনে হয়েছে। তার কারণ, আমার মনে হয়েছে যে এই সময়ের পরে হলে আর আমি পারব না। পরে হয়তো অনেক সেন্টিমেন্টাল হয়ে পড়ব, আমার সেন্স অব হিউমার কমে যাবে, বেশি কথা বলে ফেলব। সে কারণে মনে হয়েছে, এটাই উপযুক্ত সময়। স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথা লিখতে হবে। আমি সেই সত্যি কথাগুলো লিখেছি।’

আত্মজীবনীতে অনেক জনপ্রিয় মানুষের কথাও তুলে এনেছেন অঞ্জন দত্ত, যাঁদের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক হয়েছিল তাঁর। অঞ্জন বলেন, ‘কলকাতার অনেক বড়মাপের মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল। মৃণাল সেনের কথা লোকে জানে। তবে জানে না, সত্যজিৎ রায়ের সঙ্গেও আমার একটা অদ্ভুত মজার সম্পর্ক ছিল। ভারতবর্ষ ছাড়াও সারা পৃথিবীর অনেক বিখ্যাত মানুষের কথা, জার্মানিতে আমি চাকরি করেছি, সেসব কথা লোকে তেমন জানে না। সেগুলো জানতে পারলে আমাকে হয়তো আরও বেশি চিনতে পারবে। আমার শেষ বয়সে সে পরিচয়টা রেখে গেলাম। আমার মনে হয় সেটা আজকের যুগের ছেলেমেয়েদের ভালো লাগবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে