কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলার জুগিয়া পালপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র নাঈম (১৩) অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিখন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে মেহেরপুরের রনি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লিখন মিয়া মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে।
জানা যায়, গত রোববার কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া পালপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় নাঈম। নিখোঁজের পরদিনই অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে নাঈমকে ছাড়িয়ে নেওয়া জন্য ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই সঙ্গে মোবাইলে শোনানো হয় নাঈমকে নির্যাতনের বর্ণনা। এ ঘটনায় গত সোমবার নাঈমের মা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নাইমের মায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে উদ্ধারকাজ শুরু করেন র্যাব সদস্যরা। র্যাবের কার্যকলাপ টের পেয়ে অপহরণকারীরা বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় নাঈমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে নাঈমকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে নাঈমের বাবা মিল্টন শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান বলেন, নাঈমকে উদ্ধারের পর র্যাব সদস্যরা তাঁদের সোর্স ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপহরণকারী দলের মূল সদস্য লিখন মিয়াকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ কুষ্টিয়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়ার সদর উপজেলার জুগিয়া পালপাড়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র নাঈম (১৩) অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিখন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে মেহেরপুরের রনি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লিখন মিয়া মেহেরপুর জেলার মুজিবনগর থানার কোমরপুর গ্রামের আজিজুল বিশ্বাসের ছেলে।
জানা যায়, গত রোববার কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া পালপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় নাঈম। নিখোঁজের পরদিনই অজ্ঞাত মোবাইল নম্বর থেকে কল করে নাঈমকে ছাড়িয়ে নেওয়া জন্য ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। সেই সঙ্গে মোবাইলে শোনানো হয় নাঈমকে নির্যাতনের বর্ণনা। এ ঘটনায় গত সোমবার নাঈমের মা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নাইমের মায়ের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে উদ্ধারকাজ শুরু করেন র্যাব সদস্যরা। র্যাবের কার্যকলাপ টের পেয়ে অপহরণকারীরা বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকায় নাঈমকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে নাঈমকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে নাঈমের বাবা মিল্টন শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
র্যাব-১২ ক্যাম্পের কমান্ডার ইলিয়াস খান বলেন, নাঈমকে উদ্ধারের পর র্যাব সদস্যরা তাঁদের সোর্স ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপহরণকারী দলের মূল সদস্য লিখন মিয়াকে মেহেরপুর থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষ কুষ্টিয়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে