সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এক ব্যক্তি টাকা পরিশোধ না করে গোপনে জমি বেচে ভারতে পালানোর চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলন করেছেন এক পাওনাদার।
আজ সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদরের ঝাউডাঙ্গা গ্রামের মৃত নৃসুন্দর মুখার্জির ছেলে অশোক মুখার্জি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার দাদুর (বাবার মামা) একমাত্র ছেলে মানিক বহু বছর আগে ভারতের বাসিন্দা হয়েছেন। দাদু সুবল বন্দ্যোপাধ্যায় সাতক্ষীরা সদরের রামনগরে বসবাস করতেন। রামনগর মৌজায় পৌনে ১১ বিঘা সম্পত্তি ছিল দাদুর। বাংলাদেশে কেউ না থাকায় তাঁর দেখাশোনা করে আসছিলাম আমি। দাদু আনুমানিক পাঁচ বছর আগে অসুস্থ হয়ে পড়লে আমার নামে এক বিঘা জমি লিখে দেন। বাকি ১০ বিঘা জমি একই এলাকার মৃত গণেশ চন্দ্র দাশের ছেলে অসিত চন্দ্র দাশ বিক্রি করেন। সে সময় সাড়ে ৮ লাখ টাকা হাতে না থাকায় পরে টাকা দেওয়ার কথা বলে অসিত। দাদু অসিতের কথায় বিশ্বাস করে তাঁকে বলেন, তাহলে ওই সাড়ে ৮ লাখ টাকা অবশ্যই অশোককে দিবি। তাঁর কাছ থেকে মন্দির এবং মাথা ছুঁয়ে কিরি (দিব্যি) কাটিয়ে নেন। কিছুদিন পর দাদু মারা যান। এরপর অসিত আমাকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা না দিয়ে পাঁচ বছর ধরে টালবাহানা করে যাচ্ছে। ২০১৯ সালে আমার স্ত্রী অরুণা ওই টাকা চাইতে গেলে তাঁর হাতে কোপ দিয়ে জখম করে অসিত। ওই টাকা তো আমাকে দিলই না উল্টো কৌশলে আমার নামে দেওয়া ১ বিঘা সম্পত্তিও জাল দলিল করে দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।’
অশোক মুখার্জি বলেন, ‘সম্প্রতি অসিত কুমার দাশ নিজের নামে ভারতের মধ্যগ্রামে সাজেরাটি এলাকায় ৪৬ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছে। আর বাংলাদেশে তার নামের সব সম্পত্তি মোট ২ কোটি ৬ লাখ টাকায় বিক্রির জন্য শিয়ালডাঙ্গা গ্রামের জলিল বিশ্বাসের ছেলে মনিরুজ্জামান খোকনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এরই মধ্যে ৭০ লাখ টাকা নিয়েছে। তবে বাংলাদেশের জমি এখনো খোকনকে রেজিস্ট্রি করে দিতে পারেনি। প্রতিশ্রুতি ভঙ্গকারী অসিত আমার পাওনা টাকা না দিয়ে কৌশলে সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যাওয়ার চেষ্টা করছে।’
অসিত যাতে সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে না পারে সে বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া এবং পাওনা টাকা উদ্ধারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাব রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করেছেন অশোক।

সাতক্ষীরায় এক ব্যক্তি টাকা পরিশোধ না করে গোপনে জমি বেচে ভারতে পালানোর চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলন করেছেন এক পাওনাদার।
আজ সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদরের ঝাউডাঙ্গা গ্রামের মৃত নৃসুন্দর মুখার্জির ছেলে অশোক মুখার্জি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার দাদুর (বাবার মামা) একমাত্র ছেলে মানিক বহু বছর আগে ভারতের বাসিন্দা হয়েছেন। দাদু সুবল বন্দ্যোপাধ্যায় সাতক্ষীরা সদরের রামনগরে বসবাস করতেন। রামনগর মৌজায় পৌনে ১১ বিঘা সম্পত্তি ছিল দাদুর। বাংলাদেশে কেউ না থাকায় তাঁর দেখাশোনা করে আসছিলাম আমি। দাদু আনুমানিক পাঁচ বছর আগে অসুস্থ হয়ে পড়লে আমার নামে এক বিঘা জমি লিখে দেন। বাকি ১০ বিঘা জমি একই এলাকার মৃত গণেশ চন্দ্র দাশের ছেলে অসিত চন্দ্র দাশ বিক্রি করেন। সে সময় সাড়ে ৮ লাখ টাকা হাতে না থাকায় পরে টাকা দেওয়ার কথা বলে অসিত। দাদু অসিতের কথায় বিশ্বাস করে তাঁকে বলেন, তাহলে ওই সাড়ে ৮ লাখ টাকা অবশ্যই অশোককে দিবি। তাঁর কাছ থেকে মন্দির এবং মাথা ছুঁয়ে কিরি (দিব্যি) কাটিয়ে নেন। কিছুদিন পর দাদু মারা যান। এরপর অসিত আমাকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়েছে। বাকি টাকা না দিয়ে পাঁচ বছর ধরে টালবাহানা করে যাচ্ছে। ২০১৯ সালে আমার স্ত্রী অরুণা ওই টাকা চাইতে গেলে তাঁর হাতে কোপ দিয়ে জখম করে অসিত। ওই টাকা তো আমাকে দিলই না উল্টো কৌশলে আমার নামে দেওয়া ১ বিঘা সম্পত্তিও জাল দলিল করে দখলের চেষ্টা করছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে।’
অশোক মুখার্জি বলেন, ‘সম্প্রতি অসিত কুমার দাশ নিজের নামে ভারতের মধ্যগ্রামে সাজেরাটি এলাকায় ৪৬ লাখ টাকা দিয়ে ফ্ল্যাট নিয়েছে। আর বাংলাদেশে তার নামের সব সম্পত্তি মোট ২ কোটি ৬ লাখ টাকায় বিক্রির জন্য শিয়ালডাঙ্গা গ্রামের জলিল বিশ্বাসের ছেলে মনিরুজ্জামান খোকনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এরই মধ্যে ৭০ লাখ টাকা নিয়েছে। তবে বাংলাদেশের জমি এখনো খোকনকে রেজিস্ট্রি করে দিতে পারেনি। প্রতিশ্রুতি ভঙ্গকারী অসিত আমার পাওনা টাকা না দিয়ে কৌশলে সম্পত্তি বিক্রি করে ভারতে চলে যাওয়ার চেষ্টা করছে।’
অসিত যাতে সম্পত্তি রেজিস্ট্রি করে দিতে না পারে সে বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া এবং পাওনা টাকা উদ্ধারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সাব রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করেছেন অশোক।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে