
ভারতের বেঙ্গালুরুর ৪৪টি বেসরকারি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে। স্কুলগুলোর প্রাঙ্গণে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে বলে আজ শুক্রবার সকালে এক ইমেইল বার্তায় দাবি করা হয়। এরই মধ্যে ছয়টি স্কুল খালি করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এডিটিভির প্রতিবেদন অনুসারে, ইমেইল বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। যে কোনো সন্দেহজনক বস্তুর জন্য স্কুলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, তার সবকটিতেই বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছেছে। এসব স্কুলের মধ্যে রয়েছে- হোয়াইটফিল্ড, কোরেমাঙ্গালা, বাসভেশনগর, ইয়ালাহাংকা ও সাদাশিবনগরের কয়েকটি স্কুল।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ‘আমরা ইমেইল বার্তাটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছি। পুলিশকে এ হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখতে বলেছি।’
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, ‘এটি ভুয়া মনে হলেও পুলিশ কোনো ঝুঁকি নিচ্ছে না। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে পুলিশ সব ধরনের চেষ্টা চালাচ্ছে।’
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, ‘আজ সকালে (শুক্রবার) বেঙ্গালুরু শহরের কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল বার্তা পাঠানো হয়। যাচাই-বাছাইয়ের জন্য নাশকতা বিরোধী ও বোমা শনাক্তকরণ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এটি ভুয়া হুমকি মনে হচ্ছে। তারপরও অপরাধীদের ধরার জন্য সব ধরনের চেষ্টা করা হবে।’
বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে একটি স্কুল অভিভাবকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি সতর্কবার্তা প্রকাশ করে।
সতর্কবার্তায় বলা হয়, ‘স্কুলে আজ আমরা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। অজ্ঞাত উৎস থেকে স্কুলকে নিরাপত্তা হুমকি দেওয়া হয়েছে। যেহেতু আমাদের কাছে আমাদের শিশুর নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আজ শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ অভিভাবকদের আবারও নিশ্চিত করে বলেন, ‘আমি পুলিশকে নির্দেশনা দিয়েছি, তারা তদন্ত করবে। সতর্কতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

ভারতের বেঙ্গালুরুর ৪৪টি বেসরকারি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে। স্কুলগুলোর প্রাঙ্গণে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে বলে আজ শুক্রবার সকালে এক ইমেইল বার্তায় দাবি করা হয়। এরই মধ্যে ছয়টি স্কুল খালি করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এডিটিভির প্রতিবেদন অনুসারে, ইমেইল বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। যে কোনো সন্দেহজনক বস্তুর জন্য স্কুলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যেসব স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে, তার সবকটিতেই বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছেছে। এসব স্কুলের মধ্যে রয়েছে- হোয়াইটফিল্ড, কোরেমাঙ্গালা, বাসভেশনগর, ইয়ালাহাংকা ও সাদাশিবনগরের কয়েকটি স্কুল।
কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, ‘আমরা ইমেইল বার্তাটির উৎস খুঁজে বের করার চেষ্টা করছি। পুলিশকে এ হুমকিকে গুরুত্বের সঙ্গে দেখতে বলেছি।’
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, ‘এটি ভুয়া মনে হলেও পুলিশ কোনো ঝুঁকি নিচ্ছে না। ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করতে পুলিশ সব ধরনের চেষ্টা চালাচ্ছে।’
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেন, ‘আজ সকালে (শুক্রবার) বেঙ্গালুরু শহরের কয়েকটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল বার্তা পাঠানো হয়। যাচাই-বাছাইয়ের জন্য নাশকতা বিরোধী ও বোমা শনাক্তকরণ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এটি ভুয়া হুমকি মনে হচ্ছে। তারপরও অপরাধীদের ধরার জন্য সব ধরনের চেষ্টা করা হবে।’
বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে একটি স্কুল অভিভাবকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি সতর্কবার্তা প্রকাশ করে।
সতর্কবার্তায় বলা হয়, ‘স্কুলে আজ আমরা একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি। অজ্ঞাত উৎস থেকে স্কুলকে নিরাপত্তা হুমকি দেওয়া হয়েছে। যেহেতু আমাদের কাছে আমাদের শিশুর নিরাপত্তাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই আমরা অনতিবিলম্বে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আজ শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াহ অভিভাবকদের আবারও নিশ্চিত করে বলেন, ‘আমি পুলিশকে নির্দেশনা দিয়েছি, তারা তদন্ত করবে। সতর্কতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে