আজকের পত্রিকা ডেস্ক

পারিবারিক বিরোধের এক নাটকীয় মোড়ে ব্রুকলিন বেকহাম তাঁর বাবা ডেভিড বেকহাম ও মা ভিক্টোরিয়া বেকহামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হলে কেবল আইনজীবীদের মাধ্যমেই করতে হবে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, ২৬ বছর বয়সী ব্রুকলিন আনুষ্ঠানিকভাবে তাঁর বাবা বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম এবং মা ফ্যাশন ডিজাইনার ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য ভিক্টোরিয়া বেকহামকে জানিয়েছেন, তাঁর সঙ্গে ভবিষ্যতের সব যোগাযোগ আইনি প্রতিনিধিদের মাধ্যমে করতে হবে।
গত কয়েক মাসের মানসিক দূরত্বের পর মা-বাবার কাছ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করার প্রচেষ্টার অংশ হিসেবে ব্রুকলিন এই পদক্ষেপ নিয়েছেন।
তিনি এমনকি তাঁর মাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন বলেও শোনা গেছে। ব্রুকলিনের পোস্ট করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ভিক্টোরিয়া লাইক দেওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন; যা আইনি নোটিশের শর্ত লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
ওই নোটিশে ডেভিড ও ভিক্টোরিয়াকে অনলাইনে কোনো পোস্টে ব্রুকলিনকে ট্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে।
বেকহাম দম্পতির বড় সন্তান ব্রুকলিনকে সাম্প্রতিক সময়ে পরিবারের বড় কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। বিশেষ করে স্যার ডেভিডের ৫০তম জন্মদিন উদ্যাপনে তাঁর ছোট দুই ভাই রোমিও এবং ক্রুজ উপস্থিত থাকলেও ব্রুকলিন অনুপস্থিত ছিলেন। তিনি বা তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ কেউই সেই আয়োজনে অংশ নেননি।
পারিবারিক এই বিরোধের সূত্রপাত নিয়ে কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। অনেকের ধারণা, ২০২২ সালে এই দম্পতির বিয়ের সময় থেকে ঝামেলার শুরু; যখন নিকোলা তাঁর শাশুড়ি ভিক্টোরিয়ার ডিজাইন করা পোশাক না পরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বেকহাম পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে এসব নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
গত নভেম্বরে ডেভিড এক বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে বড় ছেলেকে আমন্ত্রণ জানিয়ে মিটমাটের হাত বাড়িয়েছিলেন, কিন্তু ব্রুকলিন সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

পারিবারিক বিরোধের এক নাটকীয় মোড়ে ব্রুকলিন বেকহাম তাঁর বাবা ডেভিড বেকহাম ও মা ভিক্টোরিয়া বেকহামকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে হলে কেবল আইনজীবীদের মাধ্যমেই করতে হবে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, ২৬ বছর বয়সী ব্রুকলিন আনুষ্ঠানিকভাবে তাঁর বাবা বিশ্বখ্যাত ফুটবলার ডেভিড বেকহাম এবং মা ফ্যাশন ডিজাইনার ও নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড স্পাইস গার্লসের সদস্য ভিক্টোরিয়া বেকহামকে জানিয়েছেন, তাঁর সঙ্গে ভবিষ্যতের সব যোগাযোগ আইনি প্রতিনিধিদের মাধ্যমে করতে হবে।
গত কয়েক মাসের মানসিক দূরত্বের পর মা-বাবার কাছ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা করার প্রচেষ্টার অংশ হিসেবে ব্রুকলিন এই পদক্ষেপ নিয়েছেন।
তিনি এমনকি তাঁর মাকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন বলেও শোনা গেছে। ব্রুকলিনের পোস্ট করা একটি ইনস্টাগ্রাম ভিডিওতে ভিক্টোরিয়া লাইক দেওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন; যা আইনি নোটিশের শর্ত লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।
ওই নোটিশে ডেভিড ও ভিক্টোরিয়াকে অনলাইনে কোনো পোস্টে ব্রুকলিনকে ট্যাগ না করার অনুরোধ জানানো হয়েছে।
বেকহাম দম্পতির বড় সন্তান ব্রুকলিনকে সাম্প্রতিক সময়ে পরিবারের বড় কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। বিশেষ করে স্যার ডেভিডের ৫০তম জন্মদিন উদ্যাপনে তাঁর ছোট দুই ভাই রোমিও এবং ক্রুজ উপস্থিত থাকলেও ব্রুকলিন অনুপস্থিত ছিলেন। তিনি বা তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ কেউই সেই আয়োজনে অংশ নেননি।
পারিবারিক এই বিরোধের সূত্রপাত নিয়ে কয়েক মাস ধরে গুঞ্জন চলছে। অনেকের ধারণা, ২০২২ সালে এই দম্পতির বিয়ের সময় থেকে ঝামেলার শুরু; যখন নিকোলা তাঁর শাশুড়ি ভিক্টোরিয়ার ডিজাইন করা পোশাক না পরার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বেকহাম পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে এসব নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
গত নভেম্বরে ডেভিড এক বিশেষ রাষ্ট্রীয় সম্মাননা অনুষ্ঠানে বড় ছেলেকে আমন্ত্রণ জানিয়ে মিটমাটের হাত বাড়িয়েছিলেন, কিন্তু ব্রুকলিন সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৪ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৮ দিন আগে