আজকের পত্রিকা ডেস্ক

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত করছে। এই অস্থিরতা কাটাতে এবং বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি ভারত ও ব্রাজিলের মতো উদীয়মান শক্তিগুলোকে ‘সক্রিয় হস্তক্ষেপ’ করার অনুরোধ জানিয়েছেন।
সাবেক এই জার্মান পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে এক সিম্পোজিয়ামে বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে এমন এক অবস্থায় যাওয়া থেকে রক্ষা করা, যেখানে এটি কেবল একদল ডাকাতের আস্তানা হয়ে উঠবে; যেখানে নীতিহীন শক্তিরা যা খুশি কেড়ে নেবে এবং একটি দেশ বা অঞ্চলকে গুটিকয়েক পরাশক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে।’
জার্মান প্রেসিডেন্টের সুরেই কণ্ঠ মিলিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদে রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ আন্তর্জাতিক নিয়মকানুন থেকে বেরিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে মিত্রদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
ইউরোপীয় নেতাদের এই ক্ষোভের অন্যতম প্রধান কারণ গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের ক্রমাগত হুমকি। ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটিকে ট্রাম্প ‘জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করায় ইউরোপে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস একে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহে কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। ইউরোপীয় নেতারা মনে করছেন, এটি আন্তর্জাতিক সার্বভৌমত্বের ওপর বড় আঘাত।
তবে জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার মনে করেন, কেবল ইউরোপের পক্ষে এই মার্কিন একতরফা নীতি ঠেকানো সম্ভব নয়। তাই তিনি গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের বিকল্প খোলা রাখার কথা বলার পর ডেনমার্ক ও তার মিত্ররা হুঁশিয়ারি দিয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ন্যাটো জোটের আনুষ্ঠানিক সমাপ্তি ডেকে আনতে পারে।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত করছে। এই অস্থিরতা কাটাতে এবং বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি ভারত ও ব্রাজিলের মতো উদীয়মান শক্তিগুলোকে ‘সক্রিয় হস্তক্ষেপ’ করার অনুরোধ জানিয়েছেন।
সাবেক এই জার্মান পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার (৭ জানুয়ারি) রাতে এক সিম্পোজিয়ামে বলেন, ‘আমাদের লক্ষ্য হওয়া উচিত বিশ্বকে এমন এক অবস্থায় যাওয়া থেকে রক্ষা করা, যেখানে এটি কেবল একদল ডাকাতের আস্তানা হয়ে উঠবে; যেখানে নীতিহীন শক্তিরা যা খুশি কেড়ে নেবে এবং একটি দেশ বা অঞ্চলকে গুটিকয়েক পরাশক্তির ব্যক্তিগত সম্পত্তি হিসেবে বিবেচনা করা হবে।’
জার্মান প্রেসিডেন্টের সুরেই কণ্ঠ মিলিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদে রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ আন্তর্জাতিক নিয়মকানুন থেকে বেরিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে মিত্রদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।
ইউরোপীয় নেতাদের এই ক্ষোভের অন্যতম প্রধান কারণ গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের ক্রমাগত হুমকি। ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটিকে ট্রাম্প ‘জাতীয় নিরাপত্তার অগ্রাধিকার’ হিসেবে ঘোষণা করায় ইউরোপে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। ইইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস একে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন।
গত সপ্তাহে কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে আসে মার্কিন বাহিনী। ইউরোপীয় নেতারা মনে করছেন, এটি আন্তর্জাতিক সার্বভৌমত্বের ওপর বড় আঘাত।
তবে জার্মান প্রেসিডেন্ট স্টাইনমায়ার মনে করেন, কেবল ইউরোপের পক্ষে এই মার্কিন একতরফা নীতি ঠেকানো সম্ভব নয়। তাই তিনি গণতান্ত্রিক বিশ্বব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের বিকল্প খোলা রাখার কথা বলার পর ডেনমার্ক ও তার মিত্ররা হুঁশিয়ারি দিয়েছে, এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে তা ন্যাটো জোটের আনুষ্ঠানিক সমাপ্তি ডেকে আনতে পারে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
২ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৩ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৩ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৬ দিন আগে