মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে অপহরণের চার দিনেও ইতালিপ্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা ও বাবা। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর দেশে আসেন নোভা (১৫)। এরপর মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যান ওই কিশোরী। গত সোমবার সকালে শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে তাকে তুলে যাস আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, ‘আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চিনে না। মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।’
কিশোরীর ফুপা সামচুদ্দিন মাতুব্বর বলেন, ‘নোভা সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরে অপহরণের চার দিনেও ইতালিপ্রবাসী এক কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে মেয়ের সন্ধান না পেয়ে অসহায় হয়ে পড়েছেন মা ও বাবা। তবে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর দেশে আসেন নোভা (১৫)। এরপর মা-বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যান ওই কিশোরী। গত সোমবার সকালে শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে তাকে তুলে যাস আফজাল হোসেন শাওনসহ তাঁর সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান পাওয়া যায়নি তাঁর। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
কিশোরীর বাবা রিপন চোকদার বলেন, ‘আমার মেয়ে এখনো বাংলায় ঠিকমতো কথা বলতে পারে না। দেশের টাকাও চিনে না। মেয়েকে কৌশলে অপহরণ করে নিয়ে গেছে। এই ঘটনার বিচার চাই। আর আমি আমার মেয়েকে দ্রুত ফেরত চাই।’
কিশোরীর ফুপা সামচুদ্দিন মাতুব্বর বলেন, ‘নোভা সকালে ব্রাশ করতে বাড়ির সামনের সড়কে আসে। এ সময় কতিপয় সন্ত্রাসীরা তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।’
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনের নামে সদর মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। এদিকে প্রধান অভিযুক্ত আফজাল হোসেন শাওন পলাতক রয়েছে। এরই মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৫ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৮ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১০ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
১৯ দিন আগে