নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১ ছাত্রদল নেতাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ডের নির্দেশ দেন।
ছাত্রদল নেতা-কর্মীরা হলেন-ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।
আজ দুপুরের পর আসামিদের আদালতে হাজির করা হয়। প্রথমে চারজন এবং পরে আরও সাতজনকে আদালতে নেওয়া হয়। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. ফরমান আলী। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার পর বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় আরও যারা জড়িত এবং এই ঘটনার অর্থ জোগানদাতা ও উসকানিদাতা কারা তাঁদের গ্রেপ্তারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১ ছাত্রদল নেতাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এই রিমান্ডের নির্দেশ দেন।
ছাত্রদল নেতা-কর্মীরা হলেন-ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন খান এবং কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. রবিন খান, মো. সাগর, মো. জসীম উদ্দীন ভূইয়া, মো. হারুন অর রশিদ, মতিউর রহমান, শামীম রহমান, জামাল হোসেন, আরিফুল ইসলাম ও আবু তাহের।
আজ দুপুরের পর আসামিদের আদালতে হাজির করা হয়। প্রথমে চারজন এবং পরে আরও সাতজনকে আদালতে নেওয়া হয়। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. ফরমান আলী। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঘটনার পর বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশ চলাকালে বিচারপতি মানিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার দেহরক্ষী মো. রফিকুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫০ জনকে আসামি করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামিরা অবসরপ্রাপ্ত বিচারপতির গাড়িতে হামলার সঙ্গে জড়িত মর্মে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। এই ঘটনায় আরও যারা জড়িত এবং এই ঘটনার অর্থ জোগানদাতা ও উসকানিদাতা কারা তাঁদের গ্রেপ্তারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে