নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বধ্যভূমিতে দুই জাপানি নাগরিকের টাকা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের কথা স্বীকার করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার এক যুবক।
ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইশারাত হোসেন জানান, দুই জাপানি পর্যটকের টাকাসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় আবু রাসেল প্রত্যয় ও জিহাদুল ইসলাম মামুনকে আজ শনিবার দুপুরের পর আদালতে হাজির করা হয়। আবু রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁর জবানবন্দি গ্রহণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি খাইরুল ইসলাম স্বপনকে গতকাল শুক্রবার একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আবু রাসেল জবানবন্দিতে বলেছেন, গত ২৪ এপ্রিল রাত ৯টার দিকে তাঁরা রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানের ফটকে যান। প্রধান ফটক থেকে দুই জাপানি নাগরিককে বের হতে দেখেন। তখনই তাঁরা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। দুই জাপানিকে বুঝিয়ে তাঁরা কবরস্থানের ভেতরের দিকে নিয়ে যান। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, হাতব্যাগ, মোবাইল ফোন, পাসপোর্ট ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেন। আবু রাসেলের সঙ্গে স্বপন ও মামুন ছিলেন। রাসেল ও মামুন পরদিন ঘুরতে বের হন। স্বপন ঢাকায় থেকে যান। দুজন প্রথমে কক্সবাজার যান, পরে চট্টগ্রামের বিভিন্ন স্থান ঘুরে সীতাকুণ্ড আসার পর পুলিশের হাতে আটক হন। এ সময় তাঁদের কাছ থেকে দুই জাপানি পর্যটকের একজনের একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু-টুথ হেডফোন উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই জাপানি নাগরিক গত ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। তাঁরা গত ২৪ এপ্রিল শুক্রাবাদে একটি হোটেলে ওঠেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান। তাঁরা বধ্যভূমি কবরস্থানের প্রধান ফটকের ভেতরে যান। রাত ৯টার দিকে কবরস্থান থেকে বের হতে গেলে তিন যুবক তাঁদের ভুল বুঝিয়ে কবরস্থানের আরও ভেতরে নিয়ে যান। তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে সটকে পড়েন তিন যুবক।
এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

বধ্যভূমিতে দুই জাপানি নাগরিকের টাকা, মোবাইল ফোন ও ব্যাগ ছিনতাইয়ের কথা স্বীকার করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার এক যুবক।
ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই ইশারাত হোসেন জানান, দুই জাপানি পর্যটকের টাকাসহ মালামাল ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় আবু রাসেল প্রত্যয় ও জিহাদুল ইসলাম মামুনকে আজ শনিবার দুপুরের পর আদালতে হাজির করা হয়। আবু রাসেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁর জবানবন্দি গ্রহণ করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।
এই মামলায় গ্রেপ্তার আরেক আসামি খাইরুল ইসলাম স্বপনকে গতকাল শুক্রবার একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, আবু রাসেল জবানবন্দিতে বলেছেন, গত ২৪ এপ্রিল রাত ৯টার দিকে তাঁরা রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানের ফটকে যান। প্রধান ফটক থেকে দুই জাপানি নাগরিককে বের হতে দেখেন। তখনই তাঁরা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। দুই জাপানিকে বুঝিয়ে তাঁরা কবরস্থানের ভেতরের দিকে নিয়ে যান। সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, হাতব্যাগ, মোবাইল ফোন, পাসপোর্ট ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেন। আবু রাসেলের সঙ্গে স্বপন ও মামুন ছিলেন। রাসেল ও মামুন পরদিন ঘুরতে বের হন। স্বপন ঢাকায় থেকে যান। দুজন প্রথমে কক্সবাজার যান, পরে চট্টগ্রামের বিভিন্ন স্থান ঘুরে সীতাকুণ্ড আসার পর পুলিশের হাতে আটক হন। এ সময় তাঁদের কাছ থেকে দুই জাপানি পর্যটকের একজনের একটি আইফোন, ৩০ হাজার ইয়েন, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু-টুথ হেডফোন উদ্ধার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই জাপানি নাগরিক গত ২১ এপ্রিল বাংলাদেশে আসেন। তাঁরা গত ২৪ এপ্রিল শুক্রাবাদে একটি হোটেলে ওঠেন। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শনে যান। তাঁরা বধ্যভূমি কবরস্থানের প্রধান ফটকের ভেতরে যান। রাত ৯টার দিকে কবরস্থান থেকে বের হতে গেলে তিন যুবক তাঁদের ভুল বুঝিয়ে কবরস্থানের আরও ভেতরে নিয়ে যান। তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে সটকে পড়েন তিন যুবক।
এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৬ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে