
বিদেশ থেকে আগত যাত্রীর পাসপোর্ট আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় ঢাকা কাস্টম হাউসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়। ওই সময় তিনি এক যাত্রীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা নিচ্ছিলেন। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করেছেন দুবাইফেরত সজীব আহমেদ।
জানা গেছে, ২৫ ডিসেম্বর দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সজীব আহমেদ (২৮)। সঙ্গে পাঁচটি মোবাইল ফোন এনেছিলেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক দিতে বলেন। যাত্রী সজীব আহমেদ ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক দেন। কিন্তু ভুলবশত পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে আসেন। বাসায় ফেরার পর তাঁর মোবাইল ফোনে ভারতীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। পাসপোর্টটি ফেরত দিতে এক লাখ টাকা চাঁদা দাবি করেন কাস্টমসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিব (৩০)। টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করেন আর্মড পুলিশ সদস্যরা।
মামলার এজাহারে বলা হয়েছে, যাত্রী সজীব আহমেদের মোবাইল ফোনে ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়, ‘আপনার পাসপোর্টটি আমার কাছে আছে।’ এক লাখ টাকা না দিলে পাসপোর্টটি নষ্ট করে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে এক লাখ টাকা দিতে রাজি হন সজীব। তাঁকে টাকা নিয়ে দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি পয়সা বাজারে যেতে বলা হয়।
এজাহারে বলা আরও হয়েছে, এ ঘটনার বিষয়ে সজীব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে লিখিত অভিযোগ দেন। ২৬ ডিসেম্বর বিকেলে সজীবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে বিমানবন্দর আর্মড পুলিশ। দক্ষিণখান থানা এলাকার আশিয়ান সিটি পয়সা বাজার এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। সজীব আহমেদ সঙ্গে দেখা করতে আসেন এক ব্যক্তি। সেই ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখাতে থাকেন। তাঁকে এক লাখ টাকা দেওয়ার সময় হাতেনাতে ধরেন বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই ব্যক্তি ঢাকা কাস্টম হাউসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত।
ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন যাত্রীর পাসপোর্ট আটকে রেখে কাস্টমের একজন সিপাহি এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। পরে সেই টাকা নেওয়ার সময় বিমানবন্দর এপিবিএন তাকে হাতেনাতে আটক করে দক্ষিণখান থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন।’
তিনি বলেন, ‘মামলার পর বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

বিদেশ থেকে আগত যাত্রীর পাসপোর্ট আটকে রেখে চাঁদা দাবির ঘটনায় ঢাকা কাস্টম হাউসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাঁকে হাতেনাতে আটক করা হয়। ওই সময় তিনি এক যাত্রীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা নিচ্ছিলেন। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা করেছেন দুবাইফেরত সজীব আহমেদ।
জানা গেছে, ২৫ ডিসেম্বর দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সজীব আহমেদ (২৮)। সঙ্গে পাঁচটি মোবাইল ফোন এনেছিলেন। ফোনগুলোর জন্য বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা শুল্ক দিতে বলেন। যাত্রী সজীব আহমেদ ৭৯ হাজার ১৫২ টাকা শুল্ক দেন। কিন্তু ভুলবশত পাসপোর্টটি কাস্টমস এলাকায় ফেলে চলে আসেন। বাসায় ফেরার পর তাঁর মোবাইল ফোনে ভারতীয় একটি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। পাসপোর্টটি ফেরত দিতে এক লাখ টাকা চাঁদা দাবি করেন কাস্টমসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিব (৩০)। টাকা নেওয়ার সময় তাঁকে হাতেনাতে আটক করেন আর্মড পুলিশ সদস্যরা।
মামলার এজাহারে বলা হয়েছে, যাত্রী সজীব আহমেদের মোবাইল ফোনে ভারতীয় নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়, ‘আপনার পাসপোর্টটি আমার কাছে আছে।’ এক লাখ টাকা না দিলে পাসপোর্টটি নষ্ট করে ফেলার হুমকি দেওয়া হয়। আতঙ্কে এক লাখ টাকা দিতে রাজি হন সজীব। তাঁকে টাকা নিয়ে দক্ষিণখান থানাধীন আশিয়ান সিটি পয়সা বাজারে যেতে বলা হয়।
এজাহারে বলা আরও হয়েছে, এ ঘটনার বিষয়ে সজীব আর্মড পুলিশ ব্যাটালিয়নকে লিখিত অভিযোগ দেন। ২৬ ডিসেম্বর বিকেলে সজীবকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে বিমানবন্দর আর্মড পুলিশ। দক্ষিণখান থানা এলাকার আশিয়ান সিটি পয়সা বাজার এলাকায় অবস্থান নেন পুলিশ সদস্যরা। সজীব আহমেদ সঙ্গে দেখা করতে আসেন এক ব্যক্তি। সেই ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখাতে থাকেন। তাঁকে এক লাখ টাকা দেওয়ার সময় হাতেনাতে ধরেন বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা। জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়। ওই ব্যক্তি ঢাকা কাস্টম হাউসের সিপাহি আছাদুল্লাহ্ হাবিব, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত।
ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একজন যাত্রীর পাসপোর্ট আটকে রেখে কাস্টমের একজন সিপাহি এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। পরে সেই টাকা নেওয়ার সময় বিমানবন্দর এপিবিএন তাকে হাতেনাতে আটক করে দক্ষিণখান থানায় সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন।’
তিনি বলেন, ‘মামলার পর বিষয়টি কাস্টমসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৯ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে গত রোববার বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬৯৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
১১ দিন আগে
জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে আলোচিত মুখ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সামাজিক যোগাযোগে মাধ্যমে বহুল আলোচিত নাম ফয়সাল করিম মাসুদ কিংবা দাউদ খান। গতকাল শুক্রবার হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই দুই নামে এক ব্যক্তির ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
২০ দিন আগে