ফারুক ছিদ্দিক, ঢাবি

টানা নয় দিন ধরে বন্ধ সাতটি দোকান। কেন এ দোকানগুলো বন্ধ জানতে চাওয়া হলে একাধিক দোকানদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের দুই শীর্ষ নেতার চাঁদা দাবির কারণে বন্ধ। ভয়ে কেউ খুলছে না। এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেছে তারা।
দোকানগুলো রাজধানীর আনন্দবাজারে। অভিযুক্তরা হলেন অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।
এ নিয়ে একাধিক দোকানদারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার বলেন, আমরা নয় দিন ধরে দোকানগুলো খুলতে পারছি না। আমাদের ভয় দেখানো হয়েছে। আমরা কী করব? আমরা জানতে পেরেছি, বণিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়, হল ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো প্রতিকার আমরা পাইনি।
জানতে চাইলে অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন আজকের পত্রিকাকে বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আমার সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির ইভেন্ট নিয়ে ব্যস্ত। আমি জানতে চাই, কে বা কারা এ কাজ করেছে। তাদের বিরুদ্ধে উল্টো সাংগঠনিক ব্যবস্থা নেব।’
ইমদাদুল হাসান সোহাগও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মাগুরায় ছাত্রলীগের কর্মিসভা ও সম্মেলনে ছিলাম। এসব অভিযোগ সম্পর্কে কিছুই জানি না।’
বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যেহেতু অভিযোগের বিষয়, তাহলে অবশ্যই আমরা খতিয়ে দেখব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে এ বিষয়ে জানালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দোকান মালিক কর্তৃপক্ষকে তথ্য প্রমাণসহ আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ থাকল। আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি আমি শুনেছি।’

টানা নয় দিন ধরে বন্ধ সাতটি দোকান। কেন এ দোকানগুলো বন্ধ জানতে চাওয়া হলে একাধিক দোকানদার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের দুই শীর্ষ নেতার চাঁদা দাবির কারণে বন্ধ। ভয়ে কেউ খুলছে না। এককালীন ১০ লাখ টাকা এবং প্রতি মাসে ১ লাখ টাকা করে চাঁদা দাবি করেছে তারা।
দোকানগুলো রাজধানীর আনন্দবাজারে। অভিযুক্তরা হলেন অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন এবং সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।
এ নিয়ে একাধিক দোকানদারের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকানদার বলেন, আমরা নয় দিন ধরে দোকানগুলো খুলতে পারছি না। আমাদের ভয় দেখানো হয়েছে। আমরা কী করব? আমরা জানতে পেরেছি, বণিক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়, হল ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনো প্রতিকার আমরা পাইনি।
জানতে চাইলে অমর একুশে হল শাখা ছাত্রলীগের সভাপতি এনায়েত এইচ মনন আজকের পত্রিকাকে বলেন, ‘এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি আমার সাংস্কৃতিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির ইভেন্ট নিয়ে ব্যস্ত। আমি জানতে চাই, কে বা কারা এ কাজ করেছে। তাদের বিরুদ্ধে উল্টো সাংগঠনিক ব্যবস্থা নেব।’
ইমদাদুল হাসান সোহাগও অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি মাগুরায় ছাত্রলীগের কর্মিসভা ও সম্মেলনে ছিলাম। এসব অভিযোগ সম্পর্কে কিছুই জানি না।’
বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আপনাদের (সাংবাদিক) মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। যেহেতু অভিযোগের বিষয়, তাহলে অবশ্যই আমরা খতিয়ে দেখব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে এ বিষয়ে জানালে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দোকান মালিক কর্তৃপক্ষকে তথ্য প্রমাণসহ আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ থাকল। আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি আমি শুনেছি।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে