নিজস্ব প্রতিবেদক ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে প্রলয় গ্যাং সদস্যের মারধরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলার প্রতিবেদন দাখিলের সময় তৃতীয়বারের মতো পেছাল। এবার আগামী ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই তারিখ ধার্য করেন।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত নতুন তারিখ ধার্য করেন।
এর আগে প্রথমে ১৯ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম প্রতিবেদন দাখিল করতে না পারায় এদিন ৩১ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন আদালত। তবে ৩১ জুলাই প্রতিবেদন দাখিল না করায় ফের ১০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এবারও প্রতিবেদন দিতে পারলেন না তদন্ত কর্মকর্তা।
এদিন মামলায় জামিনে থাকা আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌস আদালতে হাজিরা দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৫ মার্চ রাতে ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুনকে মারধর করেন প্রলয় গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ২৬ মার্চ জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান বাদী হয়ে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্ট্যাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন আসামিরা। এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাঁকে রক্ষা করতে গেলে তাঁদেরও পেটান তাঁরা। প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মারধরে জোবায়ের জ্ঞান হারালে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে জোবায়েরকে তাঁর বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।
আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে প্রলয় গ্যাং সদস্যের মারধরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলার প্রতিবেদন দাখিলের সময় তৃতীয়বারের মতো পেছাল। এবার আগামী ১৭ অক্টোবর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান নূর এই তারিখ ধার্য করেন।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত নতুন তারিখ ধার্য করেন।
এর আগে প্রথমে ১৯ মে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাশেদুল আলম প্রতিবেদন দাখিল করতে না পারায় এদিন ৩১ জুলাই প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ধার্য করেন আদালত। তবে ৩১ জুলাই প্রতিবেদন দাখিল না করায় ফের ১০ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। এবারও প্রতিবেদন দিতে পারলেন না তদন্ত কর্মকর্তা।
এদিন মামলায় জামিনে থাকা আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র নাঈমুর রহমান দুর্জয় ও সাকিব ফেরদৌস আদালতে হাজিরা দেন।
আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৫ মার্চ রাতে ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুনকে মারধর করেন প্রলয় গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় ২৬ মার্চ জোবায়ের ইবনে হুমায়ুনের মা সাদিয়া আফরোজ খান বাদী হয়ে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েরকে হত্যার উদ্দেশ্যে স্ট্যাম্প, রড, বেল্ট ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন আসামিরা। এতে মাথা ও চোখে গুরুতর জখম হয় এবং ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। মারধরের সময় জোবায়েরের বন্ধুরা তাঁকে রক্ষা করতে গেলে তাঁদেরও পেটান তাঁরা। প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মারধরে জোবায়ের জ্ঞান হারালে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে জোবায়েরকে তাঁর বন্ধুরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান।
আরও পড়ুন

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৬ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৭ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৭ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২০ দিন আগে