রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে আশরাফুল হোসাইন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ দিয়েছেন এক যুবক। গতকাল শনিবার রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন মো. রোবেল মুন্সী নামে এক যুবক।
লিখিত অভিযোগে হিরো আলমের দুই সহযোগীর নামও উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন— মো. লিমন (২৫) ও মো. শুভ (৩০)। তাঁদের দুজনের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার এলোনিয়া বাজারে।
অন্যদিকে অভিযোগকারী মো. রোবেল মুন্সী কুমিল্লা জেলার মতলব উপজেলার বড়ইনালা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুছ ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া।
রোবেল মুন্সী অভিযোগে বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে হিরো আলমের মালিকানাধীন অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতাম। ২০২১ সালে আমার কাছ থেকে হিরো আলম ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এ ছাড়া সাত মাসের বেতনের ৭০ হাজার টাকা হিরো আলমের কাছে জমা রাখি। পরে পাওনা ৯০ হাজার টাকা ফেরত চাইলে হিরো আলম দেই-দিচ্ছি করে টালবাহানা শুরু করেন। কয়েক মাস আগে হিরো আলমের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে শ্রীপুরে একটি খাদ্য উৎপাদন কারখানায় চাকরি নিই। কয়েক দিন আগে হিরো আলম তাঁর কয়েক সহযোগী নিয়ে আমার বর্তমান কর্মস্থলে হাজির হন। এরপর আমাকে বাইরে ডেকে এনে টাকা ফেরত দেওয়ার জন্য ধমক দিতে থাকেন। এ সময় কিসের টাকা ফেরত দেব জানতে চাইলে হিরো আলমের দুই সহযোগী আমাকে জোর করে তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারে তুলে উপজেলার মেডিকেল মোড় পর্যন্ত নিয়ে যান। এরপর আমার ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন,ফেসবুক আইডির পাসওয়ার্ড নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন।’
এ নিয়ে মোবাইল ফোনে কথা হয় অভিযুক্ত হিরো আলমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোবেল মুন্সী নামে আমার কোনো কর্মচারী নেই। কখনো ছিল না, আমার একটি চ্যানেল সে হ্যাক করে টাকা দাবি করেছিল। আমি কৌশলে তাঁর অবস্থান জেনে তাঁর কাছে পৌঁছে আমার চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করে নিয়ে আসি। আমি প্রথমে স্থানীয় মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে সঙ্গে নিয়ে তাঁকে ডেকে আনি। টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে এক যুবক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের শ্রীপুরে আশরাফুল হোসাইন আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগ দিয়েছেন এক যুবক। গতকাল শনিবার রাতে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন মো. রোবেল মুন্সী নামে এক যুবক।
লিখিত অভিযোগে হিরো আলমের দুই সহযোগীর নামও উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন— মো. লিমন (২৫) ও মো. শুভ (৩০)। তাঁদের দুজনের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলার এলোনিয়া বাজারে।
অন্যদিকে অভিযোগকারী মো. রোবেল মুন্সী কুমিল্লা জেলার মতলব উপজেলার বড়ইনালা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুছ ছাত্তারের বাড়ির ভাড়াটিয়া।
রোবেল মুন্সী অভিযোগে বলেন, ‘প্রায় পাঁচ মাস আগে হিরো আলমের মালিকানাধীন অনলাইনভিত্তিক একটি প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতাম। ২০২১ সালে আমার কাছ থেকে হিরো আলম ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। এ ছাড়া সাত মাসের বেতনের ৭০ হাজার টাকা হিরো আলমের কাছে জমা রাখি। পরে পাওনা ৯০ হাজার টাকা ফেরত চাইলে হিরো আলম দেই-দিচ্ছি করে টালবাহানা শুরু করেন। কয়েক মাস আগে হিরো আলমের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে শ্রীপুরে একটি খাদ্য উৎপাদন কারখানায় চাকরি নিই। কয়েক দিন আগে হিরো আলম তাঁর কয়েক সহযোগী নিয়ে আমার বর্তমান কর্মস্থলে হাজির হন। এরপর আমাকে বাইরে ডেকে এনে টাকা ফেরত দেওয়ার জন্য ধমক দিতে থাকেন। এ সময় কিসের টাকা ফেরত দেব জানতে চাইলে হিরো আলমের দুই সহযোগী আমাকে জোর করে তাঁদের ব্যবহৃত প্রাইভেট কারে তুলে উপজেলার মেডিকেল মোড় পর্যন্ত নিয়ে যান। এরপর আমার ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন,ফেসবুক আইডির পাসওয়ার্ড নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন।’
এ নিয়ে মোবাইল ফোনে কথা হয় অভিযুক্ত হিরো আলমের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোবেল মুন্সী নামে আমার কোনো কর্মচারী নেই। কখনো ছিল না, আমার একটি চ্যানেল সে হ্যাক করে টাকা দাবি করেছিল। আমি কৌশলে তাঁর অবস্থান জেনে তাঁর কাছে পৌঁছে আমার চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করে নিয়ে আসি। আমি প্রথমে স্থানীয় মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জকে সঙ্গে নিয়ে তাঁকে ডেকে আনি। টাকা চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।’
এ ব্যাপারে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘হিরো আলমের বিরুদ্ধে এক যুবক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
৫ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
৫ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
১৬ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
১৯ দিন আগে