নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার ছেলের নেতৃত্বে রাজধানীর মতিঝিলে হেরোইন ব্যবসা করে আসছিল একটি চক্র। মতিঝিলের এজিবি কলোনির সরকারি কোয়ার্টারে বসেই তিনি মাদকসেবীদের কাছে হেরোইন বিক্রি করতেন।
গতকাল বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর দক্ষিণের একটি দল তাঁকে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরুণের নাম ইশতিয়াক শাহরুখ রাকিব (২৩)। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিএনসির একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ইশতিয়াক দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছিলেন। তাঁর পরিবারের লোকেরাও বিষয়টি জানে। গোপন সংবাদের ভিত্তিতে এজিবি কলোনিতে বাসায় নিজের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি এই বাসাটি তাঁর বাবার নামে বরাদ্দ। বাসার ওই কক্ষে মাদক রেখে বিক্রি করতেন তিনি। অভিযানের সময় ওই কক্ষ থেকে পলিথিনে মোড়া এক শ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তারের পর ইশতিয়াক নিজের কক্ষে হেরোইন রেখে ব্যবসা করার কথা স্বীকার করেছেন। তিনি মতিঝিল, আরামবাগ, এজিবি কলোনিসহ বাসার আশপাশের মাদকসেবীদের কাছে হেরোইন সরবরাহ করতেন।’
ইশতিয়াকের মাদক ব্যবসা নিয়ে এজিবি কলোনিতে বসবাসকারী অন্য বাসিন্দারা অস্বস্তিতে ছিলেন। তাঁরাই গোপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য দেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইশতিয়াককে গ্রেপ্তারের পর তাঁর বাবা–মাকেও জিজ্ঞাসাবাদ করেছেন ডিএনসির কর্মকর্তারা। তাঁর বাবা–মা কর্মকর্তাদের জানান, তাঁরা জানতেন ইশতিয়াক মাদক সেবন করেন। তবে বিক্রিও করেন, এটা তাঁদের জানা ছিল না।
ডিএনসির পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল হোসেন জানান, এজিবি কলোনি থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তার ছেলের নেতৃত্বে রাজধানীর মতিঝিলে হেরোইন ব্যবসা করে আসছিল একটি চক্র। মতিঝিলের এজিবি কলোনির সরকারি কোয়ার্টারে বসেই তিনি মাদকসেবীদের কাছে হেরোইন বিক্রি করতেন।
গতকাল বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর দক্ষিণের একটি দল তাঁকে হেরোইন ও মাদক বিক্রির টাকাসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তার তরুণের নাম ইশতিয়াক শাহরুখ রাকিব (২৩)। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিএনসির একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘ইশতিয়াক দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছিলেন। তাঁর পরিবারের লোকেরাও বিষয়টি জানে। গোপন সংবাদের ভিত্তিতে এজিবি কলোনিতে বাসায় নিজের কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি এই বাসাটি তাঁর বাবার নামে বরাদ্দ। বাসার ওই কক্ষে মাদক রেখে বিক্রি করতেন তিনি। অভিযানের সময় ওই কক্ষ থেকে পলিথিনে মোড়া এক শ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ২০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেপ্তারের পর ইশতিয়াক নিজের কক্ষে হেরোইন রেখে ব্যবসা করার কথা স্বীকার করেছেন। তিনি মতিঝিল, আরামবাগ, এজিবি কলোনিসহ বাসার আশপাশের মাদকসেবীদের কাছে হেরোইন সরবরাহ করতেন।’
ইশতিয়াকের মাদক ব্যবসা নিয়ে এজিবি কলোনিতে বসবাসকারী অন্য বাসিন্দারা অস্বস্তিতে ছিলেন। তাঁরাই গোপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য দেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইশতিয়াককে গ্রেপ্তারের পর তাঁর বাবা–মাকেও জিজ্ঞাসাবাদ করেছেন ডিএনসির কর্মকর্তারা। তাঁর বাবা–মা কর্মকর্তাদের জানান, তাঁরা জানতেন ইশতিয়াক মাদক সেবন করেন। তবে বিক্রিও করেন, এটা তাঁদের জানা ছিল না।
ডিএনসির পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে এ ঘটনায় মতিঝিল থানায় মামলা করেছেন।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল হোসেন জানান, এজিবি কলোনি থেকে হেরোইন উদ্ধারের ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। চক্রের অন্য সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে