উত্তরা–বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি

গ্রামের অসহায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে ভুয়া টিকিট-ভিসা ধরিয়ে কাতারে পাঠানোর নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিন খন্দকার ও শান্ত কালু।
আজ শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি জানান, বিমানবন্দরের গোলচত্বর থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভুয়া টিকিট-ভিসায় কাতারে পাঠানোর নামে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে রবিন খন্দকার ও শান্ত কালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই প্রতারকসহ মোট চারজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী। বাকি দুই আসামি হলেন তারেকুজ্জামান রাকিব ও শিপন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সিরাজগঞ্জের এক গৃহবধূ (২০) তাঁর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতারে যাওয়ার ভিসা পান। এরপর তিনি গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান, সেখানে তাঁর কম্পিউটার ও ফটোকপির ব্যবসায়ী তারেকুজ্জামান রাকিবের (২৯) সঙ্গে পরিচয় হয়। রাকিব টিটিসির সামনেই ফটোকপির ব্যবসা করেন।
রাকিব ওই গৃহবধূকে বলেন, বয়স কম হওয়ায় তিনি কাতারে যেতে পারবেন না। সেই সঙ্গে তাঁর ভিসার মেয়াদ শেষ। তিনি ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে গৃহবধূ রাজি হন। পরে কয়েক দফায় রাকিব ও শিপনকে ১ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন গৃহবধূ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘টাকা নেওয়ার পর কয়েক দফা ফ্লাইট ডেট দেন তাঁরা। পরে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠাবেন বলে গত ১২ ও ১৪ জুন এয়ারপোর্টে আসতে বলে তাঁরা গা ঢাকা দেন। বারবার ফোন করলেও তাঁরা এয়ারপোর্টে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নাই বলে গৃহবধূকে ফিরে যেতে বলেন। আইরিন বুঝতে পারেন, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এ সময় উপায় না দেখে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে এসে অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, ওই গৃহবধূর মাধ্যমে আসামি রাকিব ও শিপনের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তাঁরা ফ্লাইট করে দেওয়ার আশ্বাস দেন। এ সময় গৃহবধূকে ৩০ জুন এয়ারপোর্টে এসে তাঁর পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব। আসামি রাকিব ও শিপন ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও নিজেরা দেখা না করে তাঁদের চক্রেরই আরও দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান এবং আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন। এই টাকা কালেক্ট করার উদ্দেশ্যেই আসামি রবিন খন্দকার ও শান্ত কালু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বর এলাকার বাইরে চায়ের দোকানে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা গৃহবধূর পাসপোর্ট ও ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলেই সাদা পোশাকে নজরে রাখা এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যরা তাঁদের দুজনকে গ্রেপ্তার করেন।

গ্রামের অসহায় সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে ভুয়া টিকিট-ভিসা ধরিয়ে কাতারে পাঠানোর নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিন খন্দকার ও শান্ত কালু।
আজ শনিবার সন্ধ্যায় বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আজকের পত্রিকাকে এ তথ্য জানান। তিনি জানান, বিমানবন্দরের গোলচত্বর থেকে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভুয়া টিকিট-ভিসায় কাতারে পাঠানোর নামে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে রবিন খন্দকার ও শান্ত কালুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই প্রতারকসহ মোট চারজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন ভুক্তভোগী এক নারী। বাকি দুই আসামি হলেন তারেকুজ্জামান রাকিব ও শিপন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সিরাজগঞ্জের এক গৃহবধূ (২০) তাঁর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে গৃহকর্মী হিসেবে কাতারে যাওয়ার ভিসা পান। এরপর তিনি গৃহকর্মী হিসেবে প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) যান, সেখানে তাঁর কম্পিউটার ও ফটোকপির ব্যবসায়ী তারেকুজ্জামান রাকিবের (২৯) সঙ্গে পরিচয় হয়। রাকিব টিটিসির সামনেই ফটোকপির ব্যবসা করেন।
রাকিব ওই গৃহবধূকে বলেন, বয়স কম হওয়ায় তিনি কাতারে যেতে পারবেন না। সেই সঙ্গে তাঁর ভিসার মেয়াদ শেষ। তিনি ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে বিদেশ পাঠানোর প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবে গৃহবধূ রাজি হন। পরে কয়েক দফায় রাকিব ও শিপনকে ১ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা দেন গৃহবধূ।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘টাকা নেওয়ার পর কয়েক দফা ফ্লাইট ডেট দেন তাঁরা। পরে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিদেশ পাঠাবেন বলে গত ১২ ও ১৪ জুন এয়ারপোর্টে আসতে বলে তাঁরা গা ঢাকা দেন। বারবার ফোন করলেও তাঁরা এয়ারপোর্টে কন্ট্রাক্ট অফিসারের ডিউটি নাই বলে গৃহবধূকে ফিরে যেতে বলেন। আইরিন বুঝতে পারেন, তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। এ সময় উপায় না দেখে তিনি এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন অফিসে এসে অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক আরও বলেন, ওই গৃহবধূর মাধ্যমে আসামি রাকিব ও শিপনের সঙ্গে আবার যোগাযোগ করা হলে তাঁরা ফ্লাইট করে দেওয়ার আশ্বাস দেন। এ সময় গৃহবধূকে ৩০ জুন এয়ারপোর্টে এসে তাঁর পাসপোর্ট ও টিকিট নিয়ে যেতে বলেন রাকিব। আসামি রাকিব ও শিপন ভুক্তভোগীকে বিমানবন্দরে আসতে বললেও নিজেরা দেখা না করে তাঁদের চক্রেরই আরও দুই সদস্যকে বিমানবন্দরে পাঠান এবং আরও ৩০ হাজার টাকা আদায় করতে বলেন। এই টাকা কালেক্ট করার উদ্দেশ্যেই আসামি রবিন খন্দকার ও শান্ত কালু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোল চত্বর এলাকার বাইরে চায়ের দোকানে ভুক্তভোগীর সঙ্গে দেখা করেন। এ সময় তাঁরা গৃহবধূর পাসপোর্ট ও ভুয়া টিকিট বুঝিয়ে দিয়ে টাকা দাবি করলেই সাদা পোশাকে নজরে রাখা এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের গোয়েন্দা সদস্যরা তাঁদের দুজনকে গ্রেপ্তার করেন।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১১ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১২ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২২ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫