নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালতের আদেশ অমান্য করে ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরএফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও সম্পত্তির ক্রেতা ব্যবসায়ী আব্দুর রশিদকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২১ আগস্ট তাঁদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ওই সম্পত্তি আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে মালিক শফিকুল ইসলামকে দখল বুঝিয়ে দিতে বলেছেন আদালত।
আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।
ওয়ায়েস আল হারুনী জানান, আদালতের আদেশ অমান্য করে প্রশাসনের সহযোগিতায় ভোরবেলা ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। বিষয়টি নজরে আনার পর আদালত তাঁদের তলব করেছেন। আর মালিককে সম্পত্তি বুঝিয়ে দিয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও মেসার্স ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিক ব্যবসায়ী শফিকুল ইসলামের সম্পত্তি বিক্রি করতে চলতি বছরের ২৪ মার্চ নিলাম বিজ্ঞপ্তি দেয় ব্র্যাক ব্যাংক। পরে ঋণ পরিশোধ করা হবে এমন শর্তে নিলাম স্থগিত রাখতে ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেন ব্যবসায়ী শফিকুল ইসলাম। ওই আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
ব্যবসায়ী শফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট নিলাম বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে শর্ত হিসেবে এক মাসের মধ্যে ২০ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়।
এ ছাড়া আরও ৬ কোটি টাকা এক বছরের মধ্যে পরিশোধ করতে বলেন আদালত। আর আদেশ বাস্তবায়ন করতে ব্যর্থ হলে রুল খারিজসহ ৫ লাখ টাকা জরিমানা করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
এদিকে উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করে গত ৫ আগস্ট ভোরে পুলিশের সহযোগিতায় নিলাম সম্পন্ন করা হয়। কুষ্টিয়ার চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ওই সম্পত্তি নিলামে কেনেন। এরপরই নিলামের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

আদালতের আদেশ অমান্য করে ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আরএফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও সম্পত্তির ক্রেতা ব্যবসায়ী আব্দুর রশিদকে তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২১ আগস্ট তাঁদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ওই সম্পত্তি আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে মালিক শফিকুল ইসলামকে দখল বুঝিয়ে দিতে বলেছেন আদালত।
আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হাসানের বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী।
ওয়ায়েস আল হারুনী জানান, আদালতের আদেশ অমান্য করে প্রশাসনের সহযোগিতায় ভোরবেলা ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। বিষয়টি নজরে আনার পর আদালত তাঁদের তলব করেছেন। আর মালিককে সম্পত্তি বুঝিয়ে দিয়ে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিল ও মেসার্স ভিআইপি ফ্লাওয়ার মিলের মালিক ব্যবসায়ী শফিকুল ইসলামের সম্পত্তি বিক্রি করতে চলতি বছরের ২৪ মার্চ নিলাম বিজ্ঞপ্তি দেয় ব্র্যাক ব্যাংক। পরে ঋণ পরিশোধ করা হবে এমন শর্তে নিলাম স্থগিত রাখতে ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেন ব্যবসায়ী শফিকুল ইসলাম। ওই আবেদনে সাড়া না পেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি।
ব্যবসায়ী শফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২ আগস্ট নিলাম বিজ্ঞপ্তির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে শর্ত হিসেবে এক মাসের মধ্যে ২০ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়।
এ ছাড়া আরও ৬ কোটি টাকা এক বছরের মধ্যে পরিশোধ করতে বলেন আদালত। আর আদেশ বাস্তবায়ন করতে ব্যর্থ হলে রুল খারিজসহ ৫ লাখ টাকা জরিমানা করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
এদিকে উচ্চ আদালতের আদেশ লঙ্ঘন করে গত ৫ আগস্ট ভোরে পুলিশের সহযোগিতায় নিলাম সম্পন্ন করা হয়। কুষ্টিয়ার চাল ব্যবসায়ী আব্দুর রশিদ ওই সম্পত্তি নিলামে কেনেন। এরপরই নিলামের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে