ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০১৬ সালের সেপ্টেম্বরে বোলিং কোচ হিসেবে ওয়ালশকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে তাঁর সঙ্গে বিসিবির মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নারী ক্রিকেট নিয়ে কাজ করছিলেন সাবেক তারকা পেসার। এবার ছেলেদের বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ওয়ালশকে।
জিম্বাবুয়ের ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম নয় ওয়ালশের জন্য। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। এবার একই সংস্করণের বিশ্বকাপের আগে পুরুষদের নিয়ে কাজ করবেন টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার।
ওয়ালশকে নিয়োগ দিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দলে এমন একজনকে যোগ করা, যিনি জানেন যে বিশ্বমঞ্চে সফল হতে গেলে কী কী লাগে। বিশ্বকাপের চ্যালেঞ্জের জন্য ওয়ালশের জ্ঞান, পেশাদারিত্ব এবং ক্রিকেটারদের মেন্টর হিসেবে তার সামর্থ্য আমাদের বোলিং রসদকে আরও সমৃদ্ধ ও শাণিত করবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ‘বি’ গ্রুপে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২০১৬ সালের সেপ্টেম্বরে বোলিং কোচ হিসেবে ওয়ালশকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে তাঁর সঙ্গে বিসিবির মেয়াদ শেষ হয়। এরপর থেকেই নারী ক্রিকেট নিয়ে কাজ করছিলেন সাবেক তারকা পেসার। এবার ছেলেদের বিশ্বকাপ মঞ্চে দেখা যাবে ওয়ালশকে।
জিম্বাবুয়ের ক্রিকেটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা এবারই প্রথম নয় ওয়ালশের জন্য। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে জিম্বাবুয়ে নারী দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। এবার একই সংস্করণের বিশ্বকাপের আগে পুরুষদের নিয়ে কাজ করবেন টেস্ট ইতিহাসে ৫০০ উইকেট নেওয়া প্রথম বোলার।
ওয়ালশকে নিয়োগ দিয়ে জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল দলে এমন একজনকে যোগ করা, যিনি জানেন যে বিশ্বমঞ্চে সফল হতে গেলে কী কী লাগে। বিশ্বকাপের চ্যালেঞ্জের জন্য ওয়ালশের জ্ঞান, পেশাদারিত্ব এবং ক্রিকেটারদের মেন্টর হিসেবে তার সামর্থ্য আমাদের বোলিং রসদকে আরও সমৃদ্ধ ও শাণিত করবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ‘বি’ গ্রুপে দলটির প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও আয়ারল্যান্ড। জিম্বাবুয়ের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৯ ফেব্রুয়ারি। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সেদিন তাদের প্রতিপক্ষ ওমান।

বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রাথমিকভাবে তাঁদের নাম জানায়নি ডিবি। আজ বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান।
১০ দিন আগে
জুলাই গণ-অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পান ঢাকার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী। পলাতক এসব সন্ত্রাসী ও তাঁদের অনুসারীরা আবারও চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে রাজধানীতে একের পর এক গুলি ও হত্যাকাণ্ডে এসব শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততার তথ্য...
১১ দিন আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী, শিশুসহ চারজন আহত হয়েছে। মাদ্রাসাটি শেখ আল আমিন নামের এক ব্যক্তি পরিচালনা করতেন। যিনি এর আগে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুবার গ্রেপ্তার হয়েছিলেন। দেশের বিভিন্ন থানায়
২১ দিন আগে
অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর বিশেষ অভিযানে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজার ৫৯৭ জনকে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৮৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
২৪ দিন আগে