
বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল। মূলত ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে এবং এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এই আশঙ্কা থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার অপরিশোধিত ব্রেন্ট জ্বালানি তেলের দাম দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। তবে সামগ্রিকভাবে গতকাল মঙ্গলবার লেনদেন চলাকালে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে দেশটির অবস্থান তৃতীয়। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে।
ওমান ও ইরানের মধ্যে জাহাজ চলাচলের যে পথটি আছে, সেটি বিশ্বের তেল বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্বে তেল সরবরাহের ২০ শতাংশই এ পথে হয়। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালি দিয়ে করে থাকে।
এর আগে, গত সোমবারও গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছিল ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছিল ৭৩ দশমিক ১০ ডলার।
প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বরে ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়।
এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ে তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদাসংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবু তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এরপর ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া যায়।

বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল। মূলত ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে এবং এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এই আশঙ্কা থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার অপরিশোধিত ব্রেন্ট জ্বালানি তেলের দাম দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। তবে সামগ্রিকভাবে গতকাল মঙ্গলবার লেনদেন চলাকালে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে দেশটির অবস্থান তৃতীয়। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে।
ওমান ও ইরানের মধ্যে জাহাজ চলাচলের যে পথটি আছে, সেটি বিশ্বের তেল বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্বে তেল সরবরাহের ২০ শতাংশই এ পথে হয়। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালি দিয়ে করে থাকে।
এর আগে, গত সোমবারও গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছিল ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছিল ৭৩ দশমিক ১০ ডলার।
প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বরে ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়।
এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ে তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদাসংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবু তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এরপর ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া যায়।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
২ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
২ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে