
বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল। মূলত ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে এবং এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এই আশঙ্কা থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার অপরিশোধিত ব্রেন্ট জ্বালানি তেলের দাম দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। তবে সামগ্রিকভাবে গতকাল মঙ্গলবার লেনদেন চলাকালে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে দেশটির অবস্থান তৃতীয়। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে।
ওমান ও ইরানের মধ্যে জাহাজ চলাচলের যে পথটি আছে, সেটি বিশ্বের তেল বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্বে তেল সরবরাহের ২০ শতাংশই এ পথে হয়। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালি দিয়ে করে থাকে।
এর আগে, গত সোমবারও গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছিল ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছিল ৭৩ দশমিক ১০ ডলার।
প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বরে ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়।
এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ে তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদাসংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবু তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এরপর ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া যায়।

বিশ্ববাজারে আরও এক দফায় বাড়ল জ্বালানি তেলের দাম। ইসরায়েলে গতকাল মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেলের এই মূল্যবৃদ্ধি ঘটল। মূলত ইসরায়েলে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে এবং এতে তেল সরবরাহ ব্যাহত হতে পারে—এই আশঙ্কা থেকেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার অপরিশোধিত ব্রেন্ট জ্বালানি তেলের দাম দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। তবে সামগ্রিকভাবে গতকাল মঙ্গলবার লেনদেন চলাকালে তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যানুসারে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ওপেকের সদস্য দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে দেশটির অবস্থান তৃতীয়। ব্যবসায়ীদের আশঙ্কা, মধ্যপ্রাচ্য অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়ে গেলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ওপর প্রভাব পড়বে।
ওমান ও ইরানের মধ্যে জাহাজ চলাচলের যে পথটি আছে, সেটি বিশ্বের তেল বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্বে তেল সরবরাহের ২০ শতাংশই এ পথে হয়। ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাকও তাদের তেল রপ্তানির একটা বড় ভাগই হরমুজ প্রণালি দিয়ে করে থাকে।
এর আগে, গত সোমবারও গ্রিনিচ মান সময় সকাল ৬টা ১১ মিনিট পর্যন্ত আগামী নভেম্বরে যেসব অপরিশোধিত ব্রেন্ট ডেলিভারি দেওয়া হবে, তার দাম ব্যারেলপ্রতি বেড়েছিল ১ দশমিক ১২ ডলার। সেই হিসাবে দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছিল ৭৩ দশমিক ১০ ডলার।
প্রতিবেদন অনুসারে, এ ছাড়া ডিসেম্বরে ডেলিভারি দেওয়া যেসব অপরিশোধিত ব্রেন্টের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৫৮ ডলারে পৌঁছায়। এর বাইরে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৩ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৬৯ দশমিক ১১ ডলার হয়।
এর আগে, গত শুক্রবারও বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছিল। কিন্তু সামগ্রিকভাবে গত সপ্তাহজুড়ে তেলের দাম কমেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, গত সপ্তাহে অপরিশোধিত ব্রেন্টের দাম কমেছে ৩ শতাংশের মতো এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম কমেছে ৫ শতাংশের মতো। মূলত, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল আমদানিকারক দেশ চীনের চাহিদাসংক্রান্ত উদ্বেগের কারণেই এর দাম কমেছে। যদিও চীন নিজের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তবু তা বিক্রেতাদের আস্থায় আনতে পারেনি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে ১৮০টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার।
এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এরপর ইসরায়েলে ইরানি হামলার খবর পাওয়া যায়।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
৩ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
৩ ঘণ্টা আগে