
এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার কাছে। এই অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্যের বরাত দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, ২০২৪ সালে এই অঙ্গরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১ ট্রিলিয়ন (৪১ লাখ কোটি) ডলার ছুঁয়েছে। জাপানের জিডিপি ৪ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন (৪০ লাখ ১০ হাজার) ডলার। সামগ্রিকভাবে এখন অর্থনীতির আকারে ক্যালিফোর্নিয়ার আগে রয়েছে জার্মানি (তৃতীয়), চীন (দ্বিতীয়) ও যুক্তরাষ্ট্র (প্রথম)।
নতুন এ তথ্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তাঁর পাল্টা শুল্কারোপের ঘোষণায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতিতে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমাক্র্যাট নেতা গ্যাভিন নিউসম নিজের অঙ্গরাজ্যের অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বিরুদ্ধে আদালতেও গেছেন।
যুক্তরাষ্ট্রের কৃষি ও উৎপাদনের বড় একটি অংশ আসে ক্যালিফোর্নিয়া থেকে। পাশাপাশি এই অঙ্গরাজ্যেই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থিত। এ ছাড়া ক্যালিফোর্নিয়া বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, যুক্তরাষ্ট্রের বড় দুটি সমুদ্রবন্দরও এখানে।
আইএমএফ এবং ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্য বলছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হলো যুক্তরাষ্ট্র (২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার)। এরপরই চীনের অবস্থান, যার অর্থনীতির আকার ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানির অর্থনীতির আকার ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। সংস্থা দুটির তথ্য বলছে, ক্যালিফোর্নিয়ার আগে থাকা তিন দেশের তুলনায় এই অঙ্গরাজ্যের প্রবৃদ্ধির হার বেশি।
এদিকে জাপানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই চাপে রয়েছে। এর অন্যতম কারণ, ক্রমাগত জনসংখ্যা কমে যাওয়া এবং বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর আকার বৃদ্ধি। ফলে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে।

এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার কাছে। এই অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্যের বরাত দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, ২০২৪ সালে এই অঙ্গরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১ ট্রিলিয়ন (৪১ লাখ কোটি) ডলার ছুঁয়েছে। জাপানের জিডিপি ৪ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন (৪০ লাখ ১০ হাজার) ডলার। সামগ্রিকভাবে এখন অর্থনীতির আকারে ক্যালিফোর্নিয়ার আগে রয়েছে জার্মানি (তৃতীয়), চীন (দ্বিতীয়) ও যুক্তরাষ্ট্র (প্রথম)।
নতুন এ তথ্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তাঁর পাল্টা শুল্কারোপের ঘোষণায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতিতে পড়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমাক্র্যাট নেতা গ্যাভিন নিউসম নিজের অঙ্গরাজ্যের অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বিরুদ্ধে আদালতেও গেছেন।
যুক্তরাষ্ট্রের কৃষি ও উৎপাদনের বড় একটি অংশ আসে ক্যালিফোর্নিয়া থেকে। পাশাপাশি এই অঙ্গরাজ্যেই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর অবস্থিত। এ ছাড়া ক্যালিফোর্নিয়া বিশ্বের বিনোদন শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত, যুক্তরাষ্ট্রের বড় দুটি সমুদ্রবন্দরও এখানে।
আইএমএফ এবং ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্য বলছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হলো যুক্তরাষ্ট্র (২৯ দশমিক ১৮ ট্রিলিয়ন ডলার)। এরপরই চীনের অবস্থান, যার অর্থনীতির আকার ১৮ দশমিক ৭৪ ট্রিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা জার্মানির অর্থনীতির আকার ৪ দশমিক ৬৫ ট্রিলিয়ন ডলার। সংস্থা দুটির তথ্য বলছে, ক্যালিফোর্নিয়ার আগে থাকা তিন দেশের তুলনায় এই অঙ্গরাজ্যের প্রবৃদ্ধির হার বেশি।
এদিকে জাপানের অর্থনীতি বেশ কয়েক বছর ধরেই চাপে রয়েছে। এর অন্যতম কারণ, ক্রমাগত জনসংখ্যা কমে যাওয়া এবং বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর আকার বৃদ্ধি। ফলে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা কমে যাচ্ছে।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৩৬ মিনিট আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৩ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৫ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে