নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কঠোর লকডাউনের মধ্যেও দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কর্মদিবসের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ পয়েন্টে উঠে এসেছে। যা ২০১৮ সালের ৭ জানুয়ারির পর ডিএসইতে সর্বোচ্চ সূচক। ২০১৮ সালের ৭ জানুয়ারি এ সূচক ৬ হাজার ২৬৮ পয়েন্টে উঠেছিল।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনে চার দিন লেনদেন বন্ধ থাকার পর সোমবার লেনদেনে পুঁজিবাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকা।
আর টানা চার দিন বন্ধ থাকার পর কঠোর বিধিনিষেধের মধ্যে মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকায় ব্যাংকের সঙ্গে সমন্বয় করে সপ্তাহে চার দিন পুঁজিবাজারেও লেনদেনও চালু রয়েছে।
সোমবার ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ্ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩ টির, দাম কমেছে ১১৯ টির এবং ১১টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২৪০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনকৃত ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০৩ টির, দাম বেড়েছে, দাম কমেছে ৭৬ টির এবং ১৭ টির দাম অপরিবর্তিত ছিল।

কঠোর লকডাউনের মধ্যেও দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কর্মদিবসের চেয়ে ৬৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২১৯ পয়েন্টে উঠে এসেছে। যা ২০১৮ সালের ৭ জানুয়ারির পর ডিএসইতে সর্বোচ্চ সূচক। ২০১৮ সালের ৭ জানুয়ারি এ সূচক ৬ হাজার ২৬৮ পয়েন্টে উঠেছিল।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনে চার দিন লেনদেন বন্ধ থাকার পর সোমবার লেনদেনে পুঁজিবাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসের চেয়ে ১৪৩ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪০৭ কোটি ৮৯ লাখ টাকা।
আর টানা চার দিন বন্ধ থাকার পর কঠোর বিধিনিষেধের মধ্যে মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকায় ব্যাংকের সঙ্গে সমন্বয় করে সপ্তাহে চার দিন পুঁজিবাজারেও লেনদেনও চালু রয়েছে।
সোমবার ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ্ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৩ টির, দাম কমেছে ১১৯ টির এবং ১১টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।
সোমবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২৪০ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৪১ লাখ টাকা। লেনদেনকৃত ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০৩ টির, দাম বেড়েছে, দাম কমেছে ৭৬ টির এবং ১৭ টির দাম অপরিবর্তিত ছিল।

উদ্বোধনী বক্তব্যে উপদেষ্টা বলেন, পানগাঁও টার্মিনালকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে অভ্যন্তরীণ নৌপথে কনটেইনার পরিবহন বাড়বে এবং দেশের বন্দর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। দীর্ঘদিন লোকসানে থাকা এই টার্মিনালকে দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে লাভজনক করাই সরকারের লক্ষ্য।
৪ ঘণ্টা আগে
ভারতের এই সিদ্ধান্ত দেশটির গণমাধ্যমে খুব একটা আলোচিত হয়নি। তবে অনেকের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের আরোপ করা ৫০ শতাংশ (শাস্তিমূলক) শুল্কের নীরব জবাব। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনাকে আরও কঠিন করে তুলতে পারে।
৬ ঘণ্টা আগে
সৌদি আরবের খনি শিল্পে এক ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্যের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’। দেশের চারটি কৌশলগত স্থানে নতুন করে প্রায় ৭৮ লাখ আউন্স (২ লাখ ২১ হাজার কেজির বেশি) স্বর্ণের মজুত খুঁজে পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে
‘আমরা বিশ্বকে সেভাবেই গ্রহণ করি, যেভাবে বর্তমানে আছে; আমাদের ইচ্ছেমতো বদলে নিয়ে নয়।’ —কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই একটি বাক্যই এখন দেশটির নতুন পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। গত শুক্রবার বেইজিংয়ের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক বাণিজ্য...
১০ ঘণ্টা আগে