নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের আবার বড় পতন হয়েছে। আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ৬৪ পয়েন্ট। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে ১৯৬ পয়েন্ট। এ ছাড়া আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। তবে সূচকে ধস নামলেও ডিএসইতে আজ সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে প্রায় ১০৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে।
এ ছাড়া ডিএসইতে আজ লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৪২টির, বেড়েছে ৯৯টির এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
তবে সূচকের বড় পতন হলেও ডিএসইতে আজ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে ১০৪ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, সোনালী পেপার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেলটা লাইফ ইনস্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৯৯টির, বেড়েছে ৮৪টির এবং ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে আজ মোট ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি ৪৮ লাখ টাকা।

দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের আবার বড় পতন হয়েছে। আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ৬৪ পয়েন্ট। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে ১৯৬ পয়েন্ট। এ ছাড়া আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। তবে সূচকে ধস নামলেও ডিএসইতে আজ সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে প্রায় ১০৫ কোটি টাকা।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে।
এ ছাড়া ডিএসইতে আজ লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৪২টির, বেড়েছে ৯৯টির এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।
তবে সূচকের বড় পতন হলেও ডিএসইতে আজ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে ১০৪ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, সোনালী পেপার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেলটা লাইফ ইনস্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স।
রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৯৯টির, বেড়েছে ৮৪টির এবং ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে আজ মোট ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি ৪৮ লাখ টাকা।

‘আমরা বিশ্বকে সেভাবেই গ্রহণ করি, যেভাবে বর্তমানে আছে; আমাদের ইচ্ছেমতো বদলে নিয়ে নয়।’ —কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির এই একটি বাক্যই এখন দেশটির নতুন পররাষ্ট্রনীতির মূলমন্ত্র। গত শুক্রবার বেইজিংয়ের সঙ্গে সম্পাদিত ঐতিহাসিক বাণিজ্য...
৩৭ মিনিট আগে
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১ দিন আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১ দিন আগে