
বছরের প্রথম ছয় মাসে লাফার্জহোলসিমের মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্মাণ খাতে চাহিদা কমায় নিট বিক্রি শতকরা ৫ ভাগ কমেছে। ব্যয় বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন মুনাফা শতকরা ২৫ ভাগ কমে প্রায় ৩৪৭ কোটি টাকা হয়েছে। নির্মাণ খাতে সেরা মার্জিন ধরে রাখতে পরিচালন দক্ষতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী ইকবাল চৌধুরীর বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে নির্মাণখাতে। এরফলে প্রথম ছয় মাসে আমাদের কোম্পানির বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। বিক্রির বিভিন্ন চ্যানেলগুলোর সম্প্রসারণ, অ্যাগ্রিগেটস ব্যবসা শক্তিশালী করা, ডিজিটালাইজেশন এবং জিওসাইকেলের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সেবা দেওয়ার বিষয়ে আমাদের আলোকপাত অব্যাহত রয়েছে। আমরা আশা করছি বছরের বাকি সময়টাতে ব্যয় সংকোচন এবং নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হব।’
বছরের প্রথম ভাগে (জানুয়ারি-জুন, ২০২৪) লাফার্জহোলসিমের মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা। কোম্পানির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৫ ভাগ কমে প্রায় ৩৪৭ কোটি টাকা হয়েছে। একই সময়ে নিট বিক্রি শতকরা ৫ ভাগ কমে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা হয়েছে। আগের বছর প্রথম ছয় মাসে নিট বিক্রির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫২৬ কোটি টাকা। প্রথম ছয় মাসে শেয়ার প্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ৩৩ ভাগ কমে ২ দশমিক ৯ টাকা হয়েছে।
কোম্পানির টেকসই ও সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেলের মাধ্যমে দেশের বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে লাফার্জহোলসিম। বছরের প্রথম ছয় মাসে এই সুবিধা কাজে লাগিয়ে ২৩ হাজার টনেরও বেশি বিভিন্ন ধরনের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হয়েছে। ইতিমধ্যে কোম্পানি সিলেট সিটি করপোরেশন থেকে সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা শুরু করেছে, যা ভবিষ্যতে থার্মাল সাবস্টিটিইশন রেট বৃদ্ধিতে সহায়তা করবে।

বছরের প্রথম ছয় মাসে লাফার্জহোলসিমের মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্মাণ খাতে চাহিদা কমায় নিট বিক্রি শতকরা ৫ ভাগ কমেছে। ব্যয় বৃদ্ধি এবং টাকার অবমূল্যায়নের কারণে পরিচালন মুনাফা শতকরা ২৫ ভাগ কমে প্রায় ৩৪৭ কোটি টাকা হয়েছে। নির্মাণ খাতে সেরা মার্জিন ধরে রাখতে পরিচালন দক্ষতা বৃদ্ধি কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী ইকবাল চৌধুরীর বলেন, ‘বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, যার প্রভাব পড়েছে নির্মাণখাতে। এরফলে প্রথম ছয় মাসে আমাদের কোম্পানির বিক্রিও গত বছরের একই সময়ের তুলনায় কমেছে। বিক্রির বিভিন্ন চ্যানেলগুলোর সম্প্রসারণ, অ্যাগ্রিগেটস ব্যবসা শক্তিশালী করা, ডিজিটালাইজেশন এবং জিওসাইকেলের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনা সেবা দেওয়ার বিষয়ে আমাদের আলোকপাত অব্যাহত রয়েছে। আমরা আশা করছি বছরের বাকি সময়টাতে ব্যয় সংকোচন এবং নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে ঘুরে দাঁড়াতে সক্ষম হব।’
বছরের প্রথম ভাগে (জানুয়ারি-জুন, ২০২৪) লাফার্জহোলসিমের মুনাফা হয়েছে ২৪৩ কোটি টাকা। কোম্পানির পরিচালন মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ২৫ ভাগ কমে প্রায় ৩৪৭ কোটি টাকা হয়েছে। একই সময়ে নিট বিক্রি শতকরা ৫ ভাগ কমে প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা হয়েছে। আগের বছর প্রথম ছয় মাসে নিট বিক্রির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৫২৬ কোটি টাকা। প্রথম ছয় মাসে শেয়ার প্রতি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শতকরা ৩৩ ভাগ কমে ২ দশমিক ৯ টাকা হয়েছে।
কোম্পানির টেকসই ও সার্কুলার বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি জিওসাইকেলের মাধ্যমে দেশের বর্জ্য ব্যবস্থাপনা চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে লাফার্জহোলসিম। বছরের প্রথম ছয় মাসে এই সুবিধা কাজে লাগিয়ে ২৩ হাজার টনেরও বেশি বিভিন্ন ধরনের বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা হয়েছে। ইতিমধ্যে কোম্পানি সিলেট সিটি করপোরেশন থেকে সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা শুরু করেছে, যা ভবিষ্যতে থার্মাল সাবস্টিটিইশন রেট বৃদ্ধিতে সহায়তা করবে।

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৭ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৭ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৭ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১১ ঘণ্টা আগে