Ajker Patrika

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বসুন্ধরা ফুডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

সেনাবাহিনীর তত্ত্বাবধানে বসুন্ধরা ফুডের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঢাকা সেনানিবাসের লজিস্টিকস এরিয়ার ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্রে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের পক্ষ থেকে ১০ হাজার উপহার প্যাকেট পৌঁছে দেওয়া হয়। 

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, মরিচ গুঁড়া মসলা, হলুদ গুঁড়া মসলা, খাবার পানি, দেশলাই, ওর স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ। 

ত্রাণ সামগ্রী বন্যাকবলিত কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট (মৌলভীবাজার) এলাকায় সরবরাহ করা হবে। এটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত