সনি-র্যাংগ্স নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকায় (মেট্রোরেল পিলার নং ২৬৬) নতুন আঙ্গিকে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস-মিরপুর-১০’ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করল।
এখানে এলেই ক্রেতা এক্সপেরিয়েন্স করতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ OLED TV, 4K Google TV; Sony Alpha Camera, লেন্স ও অ্যাকসেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম।
পাশাপাশি থাকছে অফিশিয়াল LG 4K UHD, NanoCel এবং OLED টিভি; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Phlipsসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট, ফ্রি গিফটসহ আরও অনেক চমক।
র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস যৌথভাবে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস, মিরপুর-১০’ শোরুমের উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মি. রিকি লুকাস বলেন, ‘র্যাংগ্স ইলেকট্রনিকস ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এবং র্যাংগ্স ও সনির এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ়বিশ্বাস।’
একই সঙ্গে তিনি সকল ক্রেতাকে সনি এক্সপেরিয়েন্স জোন এ এসে বিশ্বমানের অফিশিয়াল সনি ব্রাভিয়া এক্স আর ওলেড, আলফা ক্যামেরা ও সনি সাউন্ড সিস্টেম এক্সপেরিয়েন্স করার অনুরোধ জানান।
৪০ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে।
সনি-র্যাংগ্স নামে বহুলভাবে পরিচিত বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিকস বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড, বেগম রোকেয়া সরণি, মিরপুর-১০, ঢাকায় (মেট্রোরেল পিলার নং ২৬৬) নতুন আঙ্গিকে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস-মিরপুর-১০’ শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করল।
এখানে এলেই ক্রেতা এক্সপেরিয়েন্স করতে পারবেন সনির আধুনিক প্রযুক্তির ‘ব্রাভিয়া এক্সআর’ প্রসেসর সমৃদ্ধ OLED TV, 4K Google TV; Sony Alpha Camera, লেন্স ও অ্যাকসেসরিজ; সনি হোম অডিও ও ভিডিও সিস্টেম।
পাশাপাশি থাকছে অফিশিয়াল LG 4K UHD, NanoCel এবং OLED টিভি; AI Inverter রেফ্রিজারেটর; ওয়াশিং মেশিন; ন্যানোশেফ মাইক্রোওয়েভ ওভেন; ওয়াটার পিউরিকেয়ার। সেরা মানের ও অফিশিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে Whirlpool, Electrolux, Kelvinator, Rangs, Phlipsসহ বিশ্বমানের ইলেকট্রনিকস ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই স্টোরে। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট, ফ্রি গিফটসহ আরও অনেক চমক।
র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের সম্মানিত ব্রাঞ্চ হেড, মি. রিকি লুকাস যৌথভাবে ‘র্যাংগ্স ইলেকট্রনিকস, মিরপুর-১০’ শোরুমের উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মি. রিকি লুকাস বলেন, ‘র্যাংগ্স ইলেকট্রনিকস ৪০ বছর ধরে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এবং র্যাংগ্স ও সনির এই যাত্রা অফিশিয়াল সনি পণ্যকে বাংলাদেশের ক্রেতার কাছে পছন্দের শীর্ষে নিয়ে গেছে। এই আস্থা ও ভালোবাসার সম্পর্ক সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমার দৃঢ়বিশ্বাস।’
একই সঙ্গে তিনি সকল ক্রেতাকে সনি এক্সপেরিয়েন্স জোন এ এসে বিশ্বমানের অফিশিয়াল সনি ব্রাভিয়া এক্স আর ওলেড, আলফা ক্যামেরা ও সনি সাউন্ড সিস্টেম এক্সপেরিয়েন্স করার অনুরোধ জানান।
৪০ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিকস লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক পণ্য বাংলাদেশে বাজারজাত করে আসছে।
এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার কাছে। এই অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি।
৫ ঘণ্টা আগেবাংলাদেশে প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার পরিবর্তে স্থানীয় মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা গ্রহণের সুবিধা আনল দেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণফোন। বহুল প্রতীক্ষিত এই রেগুলেটরি সিদ্ধান্ত ২০২৫ সালে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া ৮৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রীর যোগাযোগকে
১৮ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে শিগগির স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।
১ দিন আগেসরকার পরিবর্তনের পর একসময় বাড়তে থাকা সঞ্চয়পত্র বিক্রি ফের ধসের মুখে পড়েছে। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত টানা তিন মাস সঞ্চয়পত্র বিক্রির চেয়ে আগের আসল ও সুদের পরিশোধ বেড়েছে। ফলে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে (জুলাই-জানুয়ারি) সঞ্চয়পত্রের নিট বিক্রি নেতিবাচকে দাঁড়িয়েছে প্রায়...
২ দিন আগে