বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’-এর এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলা আগামী ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।
বিমানের প্রধান কার্যালয় বলাকায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিমানের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) এস কে মোস্তাফিজুর রহমান এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এর আয়োজন এবং দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে বাংলাদেশ বিমান। এ ছাড়া, মেলা চলাকালে তিন দিন বিমান তাদের নেটওয়ার্কভুক্ত ১০টি আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশ থেকে ভ্রমণের জন্য টিকিট মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় অফার করবে। যেসব গন্তব্যে মূল্যছাড় প্রদান করা হবে তার মধ্যে রয়েছে—টরন্টো, রোম, আবুধাবি, নারিতা, ব্যাংকক, সিঙ্গাপুর, দিল্লি, কাঠমান্ডু ও কলকাতা।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮ দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটনসংক্রান্ত সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ২১টি আধুনিক উড়োজাহাজ রয়েছে এবং এয়ারলাইনটি ২৩টি আন্তর্জাতিক এবং ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট সেবা প্রদান করছে।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্রতে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

আন্তর্জাতিক পর্যটন মেলার ২০তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫’-এর এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর আয়োজিত এই মেলা আগামী ৬-৮ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে।
বিমানের প্রধান কার্যালয় বলাকায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ শামসুল করিম এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ফরহাদ কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিমানের উপমহাব্যবস্থাপক (বিক্রয়) এস কে মোস্তাফিজুর রহমান এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ব্যবস্থাপক মো. গোলাম মোস্তফাসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের অধীনে ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫-এর আয়োজন এবং দেশ-বিদেশে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ মনিটরকে সার্বিক সহায়তা প্রদান করবে বাংলাদেশ বিমান। এ ছাড়া, মেলা চলাকালে তিন দিন বিমান তাদের নেটওয়ার্কভুক্ত ১০টি আন্তর্জাতিক গন্তব্যে বাংলাদেশ থেকে ভ্রমণের জন্য টিকিট মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্যছাড় অফার করবে। যেসব গন্তব্যে মূল্যছাড় প্রদান করা হবে তার মধ্যে রয়েছে—টরন্টো, রোম, আবুধাবি, নারিতা, ব্যাংকক, সিঙ্গাপুর, দিল্লি, কাঠমান্ডু ও কলকাতা।
এবারের ঢাকা ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ ৮ দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইনস, হোটেল ও রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটনসংক্রান্ত সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে ২১টি আধুনিক উড়োজাহাজ রয়েছে এবং এয়ারলাইনটি ২৩টি আন্তর্জাতিক এবং ৭টি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট সেবা প্রদান করছে।
ঢাকা ট্রাভেল মার্ট ২০২৫ আগামী ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। ভিজিটররা প্রবেশ টিকিটের ওপর আয়োজিত র্যাফেল ড্রতে দেশ-বিদেশে ভ্রমণের জন্য এয়ার টিকিটসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার লাভের সুযোগ পাবেন।

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
১৩ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে