
আতিথেয়তা ও বিনোদনের জন্য প্রসিদ্ধ হোটেল সারিনা ঢাকা। আগামী ২৫ ডিসেম্বর এই হোটেলে ক্রিসমাস কিডস কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দ ও উৎসবের পরিবেশে পরিণত হবে। হোটেলে শিশু ও তাদের পরিবার আনন্দঘন দিন উপভোগ করতে পারবে।
এই কার্নিভ্যালে থাকবে বিভিন্ন আমিউজমেন্ট রাইড, যা শিশুদের আনন্দিত রাখতে আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বাউন্সি রাইড, বল পুলসহ স্লাইড ও সুইং, হর্স মেরি গো রাউন্ড এবং কম্বো রাইড, যা প্রতিটি শিশুদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা প্রদান করবে। এদিন প্রধান আকর্ষণ হবে ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) গেমস, যেখানে শিশুরা ডিজিটাল জগতের মধ্যে প্রবেশ করতে পারবে। ভিআর জোনটি কার্নিভ্যালের প্রচলিত মজাদার কার্যক্রমের মধ্যে একটি নতুন রকমের ফিউচারিস্টিক মজা যোগ করেছে।
রাইডস এবং ভিআর অভিজ্ঞতার পাশাপাশি, বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেমস শিশু ও মা-বাবাদেরও ব্যস্ত রাখবে। ক্ল্যাসিক গেমস যেমন পিলো পাসিং ও মিউজিক্যাল চেয়ারস থাকবে, যেখানে শিশু ও মা-বাবা উভয়ই অংশগ্রহণ করতে পারবে। বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে বড় আকর্ষণ হবে সান্তা ক্লজের আগমন, যিনি শিশুদের চকলেট দিয়ে আনন্দ বিতরণ করবেন এবং সবার জন্য স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করবেন। অতিথিরা সুস্বাদু স্ন্যাক্স উপভোগ করতে পারবেন, যেখানে প্রতিটি খাদ্য রসিকদের সন্তুষ্ট হওয়ার মতো কিছু না কিছু থাকবে।
উৎসবের সমাপ্তি হবে একটি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে, যা পরিবারগুলোকে একসঙ্গে বসে ক্রিসমাসের আনন্দ উপভোগ করার সুযোগ দেবে।
হোটেল সারিনার ক্রিসমাস কিডস কার্নিভ্যাল ২০২৪ পরিবারগুলোর জন্য একটি স্মরণীয় এবং আনন্দময় দিন উপহার দেবে। এই ইভেন্টটি ছুটি উপভোগের সঠিক সারমর্ম তুলে ধরবে, যেখানে বিনোদন, খাবার এবং উৎসবের মজা একসঙ্গে মিলবে।

আতিথেয়তা ও বিনোদনের জন্য প্রসিদ্ধ হোটেল সারিনা ঢাকা। আগামী ২৫ ডিসেম্বর এই হোটেলে ক্রিসমাস কিডস কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আনন্দ ও উৎসবের পরিবেশে পরিণত হবে। হোটেলে শিশু ও তাদের পরিবার আনন্দঘন দিন উপভোগ করতে পারবে।
এই কার্নিভ্যালে থাকবে বিভিন্ন আমিউজমেন্ট রাইড, যা শিশুদের আনন্দিত রাখতে আয়োজন করা হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বাউন্সি রাইড, বল পুলসহ স্লাইড ও সুইং, হর্স মেরি গো রাউন্ড এবং কম্বো রাইড, যা প্রতিটি শিশুদের জন্য আনন্দঘন অভিজ্ঞতা প্রদান করবে। এদিন প্রধান আকর্ষণ হবে ভার্চুয়াল রিয়্যালিটি (ভিআর) গেমস, যেখানে শিশুরা ডিজিটাল জগতের মধ্যে প্রবেশ করতে পারবে। ভিআর জোনটি কার্নিভ্যালের প্রচলিত মজাদার কার্যক্রমের মধ্যে একটি নতুন রকমের ফিউচারিস্টিক মজা যোগ করেছে।
রাইডস এবং ভিআর অভিজ্ঞতার পাশাপাশি, বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেমস শিশু ও মা-বাবাদেরও ব্যস্ত রাখবে। ক্ল্যাসিক গেমস যেমন পিলো পাসিং ও মিউজিক্যাল চেয়ারস থাকবে, যেখানে শিশু ও মা-বাবা উভয়ই অংশগ্রহণ করতে পারবে। বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কার পাবে, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে বড় আকর্ষণ হবে সান্তা ক্লজের আগমন, যিনি শিশুদের চকলেট দিয়ে আনন্দ বিতরণ করবেন এবং সবার জন্য স্মরণীয় মুহূর্ত সৃষ্টি করবেন। অতিথিরা সুস্বাদু স্ন্যাক্স উপভোগ করতে পারবেন, যেখানে প্রতিটি খাদ্য রসিকদের সন্তুষ্ট হওয়ার মতো কিছু না কিছু থাকবে।
উৎসবের সমাপ্তি হবে একটি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে, যা পরিবারগুলোকে একসঙ্গে বসে ক্রিসমাসের আনন্দ উপভোগ করার সুযোগ দেবে।
হোটেল সারিনার ক্রিসমাস কিডস কার্নিভ্যাল ২০২৪ পরিবারগুলোর জন্য একটি স্মরণীয় এবং আনন্দময় দিন উপহার দেবে। এই ইভেন্টটি ছুটি উপভোগের সঠিক সারমর্ম তুলে ধরবে, যেখানে বিনোদন, খাবার এবং উৎসবের মজা একসঙ্গে মিলবে।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৩ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৪ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৪ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৭ ঘণ্টা আগে