
বাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি যৌথভাবে সাশ্রয়ী মূল্যের একটি ফোরজি ফোন বাজারে এনেছে। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে আনা সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন ভিওএলটিই সমর্থন করবে।
ডিভাইসটির ক্রেতা বাংলালিংকের ফ্রি ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে ফোনটির ক্রেতা বাংলালিংকের পক্ষ থেকে বিনা মূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য) পাবেন। প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০১ #। পরবর্তী পাঁচ মাসের জন্য প্রতি মাসে ১ জিবি করে ফোরজি ডেটা পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০২ #। বাংলালিংকের নতুন ও পুরোনো সব গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইন নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন বলেন, ‘দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সিম্ফনির সঙ্গে অংশীদারত্বে মাধ্যমে সাশ্রয়ী ফোরজি ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগ অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সার্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতে মানসম্পন্ন সেবা ও নির্ভরযোগ্য ডিভাইস সুলভ মূল্যে প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোন ব্যবহার করবেন এমন ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।’
সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ইভো ১০ ডিভাইস ও বাংলালিংকের সেরা নেটওয়ার্ক দেশের সব মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।’
বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশজুড়ে সব ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি ইভো ১০ হ্যান্ডসেট। এতে রয়েছে ২ দশমিক ৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে আরও আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ডিভাইসটিতে ২০০০ কন্টাক্ট সেভ করা যাবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো নির্বিঘ্নে চালানো যাবে।

বাংলালিংক ও দেশীয় ফোন ব্র্যান্ড সিম্ফনি যৌথভাবে সাশ্রয়ী মূল্যের একটি ফোরজি ফোন বাজারে এনেছে। ‘আমার প্রথম ফোরজি ফোন’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিতে আনা সিম্ফনি ইভো ১০ ফোরজি ফোন ভিওএলটিই সমর্থন করবে।
ডিভাইসটির ক্রেতা বাংলালিংকের ফ্রি ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। ক্যাম্পেইন চলাকালে ফোনটির ক্রেতা বাংলালিংকের পক্ষ থেকে বিনা মূল্যে ছয় মাসের জন্য ৯ জিবি ইন্টারনেট (৬ জিবি নিয়মিত ফোরজি ইন্টারনেট ও ৩ জিবি ইন্টারনেট টফি ব্রাউজ করার জন্য) পাবেন। প্রথম মাসে ৪ জিবি ডেটা (১ জিবি ফোরজি ডেটা এবং ৩ জিবি টফি ডেটা) পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০১ #। পরবর্তী পাঁচ মাসের জন্য প্রতি মাসে ১ জিবি করে ফোরজি ডেটা পেতে ডায়াল করতে হবে *১২১ * ৭০২ #। বাংলালিংকের নতুন ও পুরোনো সব গ্রাহক এই অফার উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইন নিয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদি আল আমিন বলেন, ‘দেশজুড়ে ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সিম্ফনির সঙ্গে অংশীদারত্বে মাধ্যমে সাশ্রয়ী ফোরজি ডিভাইস নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগ অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি সার্বিক প্রযুক্তিগত উন্নয়ন নিশ্চিতে মানসম্পন্ন সেবা ও নির্ভরযোগ্য ডিভাইস সুলভ মূল্যে প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোন ব্যবহার করবেন এমন ক্রেতাদের অগ্রাধিকার দিয়ে আমরা এই ক্যাম্পেইন চালু করেছি।’
সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ বলেন, ‘এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের ইভো ১০ ডিভাইস ও বাংলালিংকের সেরা নেটওয়ার্ক দেশের সব মানুষের কাছে পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করছি।’
বাংলালিংক স্টোর, পার্টনার আউটলেট ও দেশজুড়ে সব ওপেন চ্যানেলে পাওয়া যাবে সিম্ফনি ইভো ১০ হ্যান্ডসেট। এতে রয়েছে ২ দশমিক ৪-ইঞ্চি ডিসপ্লে, ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি রম, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সঙ্গে আরও আছে ১৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ফ্ল্যাশসহ ডিজিটাল ক্যামেরা। ডিভাইসটিতে ২০০০ কন্টাক্ট সেভ করা যাবে। পাশাপাশি ফেসবুক, ইউটিউব, অপেরা মিনি এবং টিকটকের মতো জনপ্রিয় অ্যাপগুলো নির্বিঘ্নে চালানো যাবে।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
২ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১০ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১০ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
১০ ঘণ্টা আগে