
গতকাল বুধবার (৫ অক্টোবর) ‘বাংলা ওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজের অফিশিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। লোগো উন্মোচন উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিরিজের টাইটেল স্পনসর ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’-এর মাদার কোম্পানি এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজে যুক্ত হতে যাচ্ছে বাংলা হরফে লেখা সিরিজ টাইটেল লোগো।
সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানটি জাতীয় সংগীত দিয়ে শুরু করা হয়। পুরো আয়োজন ছিল ‘বাংলা’কে উপজীব্য করে।
এএনএইচ গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মাহবুবুল কবীর মুরাদ বলেন, ‘আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয় হলো এই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজের টাইটেলে ‘বাংলা ওয়াশ’ শব্দ দুটি বাংলা হরফেই লেখা থাকছে। এটি আমাদের এক অনন্য অর্জন। বাংলাদেশ ক্রিকেট দল জিতলে তো আমরা জিতলামই, পাকিস্তান বা নিউজিল্যান্ড জিতলেও বিজয়ীদের ‘বাংলা’ শব্দটি ট্রফির সঙ্গেই বাংলা ভাষাতেই নিজ দেশে নিয়ে যেতে হবে।’
এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছ হানিফ বলেন, ‘আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ক্রিকেটের মতো জনপ্রিয় পরিসরে ‘বাংলা’ ভাষাকে তুলে ধরতে পেরে আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত। এএনএইচ গ্রুপ ‘দেশের টাকা, দেশেই থাকুক’ স্লোগান নিয়ে সফলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এএনএইচ গ্রুপের ওয়াশিং পাউডার ‘বাংলা ওয়াশ’ বলছে ‘বদলাই ভিতর থেকে’, যেখানে আমরা আমাদের করপোরেট দায়বদ্ধতার জায়গা থেকে আহ্বান জানানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত রাখব।’
সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মঈন, প্রফেসর মোহাম্মদ এ মোমেন, কণ্ঠশিল্পী পান্থ কানাই, সংগীত পরিচালক রিপন খান ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তি এবং টিভি, প্রিন্ট, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকেরা।
অনুষ্ঠানে রিপন খানের সুরে ও পান্থ কানাইয়ের কণ্ঠে ‘বাংলা ওয়াশ’ অ্যান্থেমের সঙ্গে সঙ্গে পারফর্ম করার মাধ্যমে উন্মোচন করা হয় বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের অফিশিয়াল লোগো। অনুষ্ঠানে উপস্থিত এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান সবাইকে বাংলা ওয়াশ ও ক্রিকেটের সঙ্গে থাকার আহ্বান জানান এবং সবাইকে সংবাদ সম্মেলনে আসার জন্য তাঁর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আগামীকাল ৭ অক্টোবর থেকে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ’ শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।

গতকাল বুধবার (৫ অক্টোবর) ‘বাংলা ওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজের অফিশিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। লোগো উন্মোচন উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিরিজের টাইটেল স্পনসর ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’-এর মাদার কোম্পানি এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেড। এবারই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজে যুক্ত হতে যাচ্ছে বাংলা হরফে লেখা সিরিজ টাইটেল লোগো।
সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানটি জাতীয় সংগীত দিয়ে শুরু করা হয়। পুরো আয়োজন ছিল ‘বাংলা’কে উপজীব্য করে।
এএনএইচ গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মাহবুবুল কবীর মুরাদ বলেন, ‘আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয় হলো এই প্রথম কোনো আন্তর্জাতিক সিরিজের টাইটেলে ‘বাংলা ওয়াশ’ শব্দ দুটি বাংলা হরফেই লেখা থাকছে। এটি আমাদের এক অনন্য অর্জন। বাংলাদেশ ক্রিকেট দল জিতলে তো আমরা জিতলামই, পাকিস্তান বা নিউজিল্যান্ড জিতলেও বিজয়ীদের ‘বাংলা’ শব্দটি ট্রফির সঙ্গেই বাংলা ভাষাতেই নিজ দেশে নিয়ে যেতে হবে।’
এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাদ্দেছ হানিফ বলেন, ‘আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ক্রিকেটের মতো জনপ্রিয় পরিসরে ‘বাংলা’ ভাষাকে তুলে ধরতে পেরে আমরা ভীষণ আনন্দিত ও গর্বিত। এএনএইচ গ্রুপ ‘দেশের টাকা, দেশেই থাকুক’ স্লোগান নিয়ে সফলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এএনএইচ গ্রুপের ওয়াশিং পাউডার ‘বাংলা ওয়াশ’ বলছে ‘বদলাই ভিতর থেকে’, যেখানে আমরা আমাদের করপোরেট দায়বদ্ধতার জায়গা থেকে আহ্বান জানানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা আমাদের এমন প্রচেষ্টা অব্যাহত রাখব।’
সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হাবিবুল বাশার, সাবেক ক্রিকেটার রকিবুল হাসান, শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল মঈন, প্রফেসর মোহাম্মদ এ মোমেন, কণ্ঠশিল্পী পান্থ কানাই, সংগীত পরিচালক রিপন খান ও অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তি এবং টিভি, প্রিন্ট, ডিজিটাল মিডিয়ার সাংবাদিকেরা।
অনুষ্ঠানে রিপন খানের সুরে ও পান্থ কানাইয়ের কণ্ঠে ‘বাংলা ওয়াশ’ অ্যান্থেমের সঙ্গে সঙ্গে পারফর্ম করার মাধ্যমে উন্মোচন করা হয় বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের অফিশিয়াল লোগো। অনুষ্ঠানে উপস্থিত এএনএইচ এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান সবাইকে বাংলা ওয়াশ ও ক্রিকেটের সঙ্গে থাকার আহ্বান জানান এবং সবাইকে সংবাদ সম্মেলনে আসার জন্য তাঁর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আগামীকাল ৭ অক্টোবর থেকে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ’ শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
১৯ মিনিট আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৮ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৮ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৮ ঘণ্টা আগে