বিজ্ঞপ্তি
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
রাজধানীর আলোকি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি-২০২৫, যেখানে দেশীয় ফ্যাশনের ঐতিহ্য, উদ্ভাবন ও টেকসই উৎপাদনের প্রতি গুরুত্বারোপ করা হয়। এই জমকালো আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এই অনুষ্ঠানে এপেক্স তাদের নতুন ঈদ কালেকশন-২০২৫-এর উন্মোচন করে।
সন্ধ্যা সাড়ে ৬টায় রেড কার্পেট সেশন শেষে রাত সাড়ে ৭টায় মূল ফ্যাশন শো শুরু হয়। এতে এপেক্স ছাড়াও বিশ্বরঙ, লুসোবেলা, আমিরা, এজি, লেবেল ইমাম হাসান, ফিট এলিগ্যান্স, পিঙ্কি প্রমিস বাই নিতি এবং ডিজাইনার শৌমিন আফরিন অংশ নেয়। এপেক্সের জন্য শো-স্টপার ছিলেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি।
প্রতিবছরের মতো এবারও এপেক্স নতুন ডিজাইন ও স্টাইলের জুতা বাজারে এনেছে। তাদের বিভিন্ন সাব-ব্র্যান্ড; যেমন মুচি, ভেনচুরিনি ও ম্যাভেরিকের নতুন ডিজাইনের জুতা এই ফ্যাশন শোতে প্রদর্শিত হয়।
নারীদের জন্য থাকছে রোজকার ব্যবহারের জন্য আরামদায়ক জুতা এবং পার্টির জন্য স্টাইলিশ হিল ও মিউল স্যান্ডেল। অন্যদিকে, পুরুষদের জন্য থাকছে চামড়ার স্যান্ডেল, ক্ল্যাসিক লেদার ফরমাল ও ক্যাজুয়াল জুতার নতুন ডিজাইন।
এ ছাড়া এবারের ঈদে ম্যাভেরিক ব্র্যান্ডের অধীনে ছেলেদের জন্য শার্ট, টি-শার্ট, প্যান্ট ও জ্যাকেটের নতুন লাইনও উন্মোচন করা হয়েছে।
ফ্যাশন শোর পাশাপাশি দেশের শীর্ষ মডেলদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসির সহপ্রতিষ্ঠাতা আশিকুর রহমান পনি। এপেক্স এই আয়োজনের প্রধান স্পন্সর এবং কো-হোস্ট ছিল ডেইলি স্টার।
এ ছাড়া বার্জার ছিল লিগ্যাসি পার্টনার, মিতসুবিশি কো-পার্টনার এবং লেসার ট্রিট সহযোগী পার্টনার হিসেবে যুক্ত ছিল। স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জেনিথ স্ট্র্যাটেজিস এবং মেকআপ পার্টনার ছিল অরা বিউটি লাউঞ্জ।
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি আবারও শ্লথ হয়ে পড়েছে। তিন মাসের ধারাবাহিক ঊর্ধ্বগতির পর ফেব্রুয়ারিতে এডিপি বাস্তবায়নের ব্যয় ২ হাজার ১৯৮ কোটি টাকা কমেছে, যা চলতি অর্থবছরের শেষ পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনায় প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে করলা ও শসা চাষ করে অনন্য সাফল্য অর্জন করেছেন সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব দশমিনা গ্রামের কৃষক আনোয়ার হোসেনের স্ত্রী নারী কৃষি উদ্যোক্তা খাদিজা বেগম (২৮)। স্বল্প খরচে অধিক উৎপাদন, কীটনাশকমুক্ত ও পরিবেশবান্ধব এই চাষপদ্ধতি উপজেলায় নতুন সম্ভাবনার দ্বার...
৭ ঘণ্টা আগেকুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণের সীমা বাড়ানো হয়েছে। অপ্রাতিষ্ঠানিক বা প্রান্তিক উদ্যোক্তারা সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যথাক্রমে ২০ লাখ, ২ কোটি, ২৫ কোটি ও ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। নারী উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া...
৭ ঘণ্টা আগেবাংলাদেশের শিক্ষা, বিমান পরিবহন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে যুক্তরাজ্য নতুন বিনিয়োগ বাড়াবে।
৭ ঘণ্টা আগে