Ajker Patrika

২০ কোটি চারা রোপণ করবে গ্রামীণ ব্যাংক

২০ কোটি চারা রোপণ করবে গ্রামীণ ব্যাংক

প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গ্রামীণ ব্যাংক ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে রাজধানীর মিরপুর-২ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় চত্বরে চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ কে এম সাইফুল মজিদ। অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. জসীম উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ছাইদুজ্জামান ভূঞাসহ প্রমুখ। 

জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। তাই পরিবেশ ও নিজেদের জন্য বিনিয়োগ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক ২০২১ সালে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সর্বপ্রথম ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত