
চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পয়লা বৈশাখ ১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা বাহারি খাবারের আয়োজন করা হয়েছিল।
গতকাল শনিবার (২০ এপ্রিল) চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিভিন্ন পেশার পাশাপাশি অনেক প্রবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক। বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ পুরো প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম বেইজিং এর শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ।
বাংলাদেশ কমিউনিটি ২০২৪-এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসেবে কাজ করেন।
মিলনমেলায় আগত পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, ‘দেশের বাইরে এই রকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সব সময় আমার কাছে আনন্দের ব্যাপার।’
মিলনমেলায় অংশগ্রহণকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার বলেন, ‘একসঙ্গে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছ্বাসিত। অনুভূতি প্রকাশ করা সম্ভব না।’
মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, ‘আমি গত ৪৫ বছর থেকে বেইজিংয়ে বসবাস করছি। আশা রাখছি, আগামী দিনে এই রকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারব।’
প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, ‘আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’
দিনব্যাপী এই মিলনমেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও র্যাফল ড্র আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে পয়লা বৈশাখ ১৪৩১ ও ঈদুল ফিতর উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করা হয়েছে। দেশীয় ঘরোয়া খেলা, বাংলা লোকসংগীত পরিবেশনসহ বাংলাদেশি নানা বাহারি খাবারের আয়োজন করা হয়েছিল।
গতকাল শনিবার (২০ এপ্রিল) চীনের বেইজিং শহরের প্রাণকেন্দ্র চাওইয়াং পার্কে বাংলাদেশি কমিউনিটির এই আয়োজনে বিভিন্ন পেশার পাশাপাশি অনেক প্রবাসী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলনমেলার পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার মো. সামছুল হক। বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি ও পিএইচডি গবেষক জান্নাতুল আরিফ পুরো প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব পালন করেন ক্যাপিটাল ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ডা. মো. মনিরুজ্জামান শিহাব ও চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম বেইজিং এর শিক্ষার্থী মঈন উদ্দিন হেলালী তৌহিদ।
বাংলাদেশ কমিউনিটি ২০২৪-এর মিলনমেলা সফল করার জন্য নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির শিক্ষার্থী শুভ্র, চিংহুয়া ইউনিভার্সিটির অর্জুন ও বেইজিং জিয়াতং ইউনিভার্সিটির সবুজ প্রোগ্রাম বাস্তবায়ন টিম মেম্বার হিসেবে কাজ করেন।
মিলনমেলায় আগত পিএইচডি গবেষক উম্মে হাবিবা সাদিয়া বলেন, ‘দেশের বাইরে এই রকম প্রোগ্রামে উপস্থিত হওয়া সব সময় আমার কাছে আনন্দের ব্যাপার।’
মিলনমেলায় অংশগ্রহণকারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিমুল চন্দ্র সরকার বলেন, ‘একসঙ্গে এত দেশি মানুষ দেখি আমি উচ্ছ্বাসিত। অনুভূতি প্রকাশ করা সম্ভব না।’
মিলনমেলার পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. সামছুল হক বলেন, ‘আমি গত ৪৫ বছর থেকে বেইজিংয়ে বসবাস করছি। আশা রাখছি, আগামী দিনে এই রকম আরও দেশি প্রোগ্রাম আয়োজনের সঙ্গে আমি সরাসরি সম্পৃক্ত থাকতে পারব।’
প্রোগ্রামের সমন্বয়ক জান্নাতুল আরিফ বলেন, ‘আমাদের দেশীয় সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য আগামী দিনেও আমাদের বিভিন্ন ধরনের প্রয়াস অব্যাহত থাকবে।’
দিনব্যাপী এই মিলনমেলায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও র্যাফল ড্র আয়োজনের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৬ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৬ ঘণ্টা আগে