Ajker Patrika

ডিবিএল সিরামিকস বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৪: ১৪
ডিবিএল সিরামিকস বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সম্প্রতি হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে ‘শ্রেষ্ঠত্বের দৃঢ় বন্ধন’ স্লোগানে ডিবিএল সিরামিকসের দুই দিনব্যাপী বর্ণাঢ্য বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সারা দেশ থেকে আসা ডিবিএল সিরামিকসের সব ডিলার ও কর্মকর্তা বিজনেস কনফারেন্সের বর্ণিল আয়োজনে অংশ নেন। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ম্যানেজিং ডিরেক্টর এম এ জব্বার, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের অনু, ডিবিএল সিরামিকসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ বাশার, ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম এবং হেড অব সেলস এম আবু হাসিব রন। বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপ ও ডিবিএল সিরামিকসের বোর্ড অব ডিরেক্টররা বক্তব্য রাখেন এবং সিরামিকসের বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 
 
অনুষ্ঠানে ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বলেন, ‘“শ্রেষ্ঠত্বের দৃঢ় বন্ধন” উপজীব্য ধারণ করে আমাদের এই আয়োজন। আপনারা দেশের নানা প্রান্ত থেকে আমাদের এই বিজনেস কনফারেন্সে একত্রিত হয়েছেন। আপনাদের মূল্যবান ব্যবসায়িক সময় দিয়েছেন, সে জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’ 

ওই বক্তব্যে তিনি আরও বলেন, ‘সিলেটের মৌলভীবাজারের শ্রীহট্ট ইকোনমিক জোনে আমরা তৈরি করছি ডিবিএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এটি একটি ইন্টিগ্রেটেড এবং প্রযুক্তিগতভাবে উন্নত শিল্প পার্ক, যার মাধ্যমে আমরা কর্মীদের কাজের মান উন্নত করার পাশাপাশি মানুষ ও মেশিনের মধ্যে একটি কার্যকর সম্পর্ক তৈরি করার লক্ষ্য রাখছি।’ 

ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং গ্রুপ সিইও এম এ কাদের অনু বলেন, ‘আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আমরা এখন যেমন শ্রেষ্ঠত্বের এক অনন্য দৃঢ় বন্ধনে আবদ্ধ আছি, সেভাবে সামনেও থাকব। ডিবিএল সিরামিকসের প্রতি আপনাদের অগাধ আস্থা ও ভালোবাসা তারই প্রমাণ। আপনারাই আমাদের মূল চালিকাশক্তি। আপনারা যেভাবে শ্রম ও মেধা দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।’ 

 ২০১৭ সাল থেকে ডিবিএল সিরামিকস বাহারি ও আধুনিক ডিজাইন এবং প্রিমিয়াম মানের সিরামিকস টাইলস উৎপাদন ও বাজারজাতক করে আসছে। পাশাপাশি দেশকে আর্থসামাজিকভাবে উন্নত ও সমৃদ্ধিশালী করার জন্যও কাজ করছে। ভবিষ্যতে বিশ্বজুড়ে সেরা মানের টাইলস প্রদান নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করে চলছে ডিবিএল সিরামিকস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত